আগামী ২ বছরে প্রিয়াঙ্কা চোপড়ার মা হাওয়ার সম্ভাবনা প্রবল, দাবি এক জ্যোতিষীর
Last Updated:
গত ডিসেম্বর মাসে হাসপাতালের বাইরে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখে শুরু হয়েছিল জল্পনা
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
যখন প্রিয়াঙ্কা মিস ওয়াল্ড হয়েছিলেন তখন তাঁর বয়স ছিল ১৮ বছর অর্থাৎ (১+৮ = ৯) ৷ ফ্যাশন ও দোস্তানা ছবির সময়ে তাঁর বয়স ছিল ২৭ বছর (২+৭ =৯) ৷ তাঁর বিয়ে হয়েছে ৩৬ বছর বয়সে (৩+৬ =৯) ৷ এই মতই অন্য অনেক সম্ভাবনাই এই মুহূর্তে প্রিয়াঙ্কার জীবনে রয়েছে ৷ সেই দিক থেকে বিচার করে বলা যেতে পারে যে আগামী ২ বছরের মধ্যেই মা হওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার ৷ অন্তত সংখ্যতত্বের বিচার তাই বলছে ৷ ফাইল ছবি ৷