জন্মদিন উদযাপনের ছবি প্রিয়াঙ্কা চোপড়া পোস্ট করেছেন ইনস্টাগ্রামে ৷ কালো সাঁতার পোশাকে প্রিয়াঙ্কার সৌন্দর্যে থমকে আছে বয়স ৷ লন্ডনে এই মুহূর্তে প্রিয়াঙ্কা ‘সিটাডেল’ সিরিজের শ্যুটিং করছেন ৷ স্বামী নিক জোনাস কাছে ছিলেন না ৷ দূর থেকেই প্রেমের উষ্ণ বার্তা পাঠিয়েছেন স্ত্রীকে ৷ লন্ডনে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেই জন্মদিন কাটালেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ একটি ছবিতে তাঁকে দেখা গেল লাল মোনোকিনিতে সুইমিং পুলে উষ্ণতা ছড়াতে ৷ নিক কাছে আসতে না পারলেও অর্ধাঙ্গিনীর জন্য বিশেষ প্রাইভেট পার্টির বন্দোবস্ত করেছিলেন ৷ প্রিয়ঙ্কার পোষ্যের নাম গিনো চোপড়া জোনাস ৷ তার সঙ্গেও জন্মদিনে সময় কাটাতে দেখা গেল তারকাকে ৷ জন্মদিনে স্ত্রীর জন্য বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করেছিলেন নিক ৷ তাঁর উপহারে আপ্লুত প্রিয়াঙ্কা সামাজিক মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন স্বামীকে ৷