• যা রটে তার কিছু তো ঘটে ৷ এ তো কথাতেই রয়েছে ৷ তার মানে কী সত্যিই ১০ বছরের ছোট মার্কিন গায়ক নিক জোনসের সঙ্গে জমাটি প্রেম করছেন পিগি চপস ? Photo: Instagram
2/ 6
• আবারও একসঙ্গে প্রকাশ্যে দেখা গেল এই জুটিকে ৷ এরপর থেকেই সম্পর্কের গুঞ্জন জোরদার হচ্ছে আরও ৷ Photo: Instagram
3/ 6
• আজকাল প্রায়শই একসঙ্গে দেখা মিলছে প্রিয়াঙ্কা-নিকের ৷ একসঙ্গে ছুটিও কাটাতে যাচ্ছেন তাঁরা ৷ ম্যাচ দেখতে যাওয়া থেকে নৌকাবিহার সর্বত্র একসঙ্গে রয়েছেন ৷ Photo: Twitter
4/ 6
• সম্প্রতি লস অ্যাঞ্জেলসের একটি অভিজাত রেস্তরাঁয় ডিনার ডেটে গেলেন প্রিয়াঙ্কা ৷ সঙ্গে নিকি জোনস ৷ Photo: Instagram
5/ 6
• গোল্ড এমব্রয়ডারি কাজ করা ব্ল্যাক অ্যাসিমেট্রিক স্কার্ট আর টাক ইন করা ম্যাচিং সিল্ক টপ পরেছিলেন কোয়ান্টিকো নায়িকা ৷ পায়ে ছিল স্ট্রিপি শ্যু ৷ আর হাতে ছোট একটি হ্যান্ডব্যাগ ৷ হট রেড লিপস্টিক বেছে নিয়েছিলেন প্রিয়াঙ্কা ৷ Photo: Instagram
6/ 6
• অন্যদিকে, জোনস পরেছিলেন ট্রাউসার, প্রিন্টেড শার্ট আর ব্ল্যাক লেদার জ্যাকেট ৷ Photo: Instagram