ছোট চুল, সুগভীর ক্লিভেজ; ম্যাগাজিন শ্যুটে বোল্ড লুকে ধরা দিলেন প্রিয়াঙ্কা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
য়াঙ্কার ছবিগুলি ঘিরে সোশ্যাল মিডিয়ায় ক্রমেই চড়ছে উষ্ণতার পারদ
সদ্য মুক্তি পেয়েছে দ্য হোয়াইট টাইগার (The White Tiger)। এবার ব্রিটেনের ম্যাগাজিন Elle UK-এর মার্চ সংখ্যার জন্য বোল্ড লুকে ধরা দিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jonas)। প্রিয়াঙ্কার ছবিগুলি ঘিরে সোশ্যাল মিডিয়ায় ক্রমেই চড়ছে উষ্ণতার পারদ।
advertisement
সম্প্রতি এক ম্যাগাজিন শ্যুটে একদম অন্যরকম ভাবে নিজেকে মেলে ধরলেন প্রিয়াঙ্কা। ছোট চুল আর মোনোক্রোমে প্রিয়াঙ্কার শরীরী আবেদন এড়ানো মুশকিল।
advertisement
বর্তমানে ব্রিটেনের ম্যাগাজিন Elle UK-এর মার্চ ইস্যুর কভার পেজের জন্য শ্যুট করছেন প্রিয়াঙ্কা। চোখের উপরে এসে পড়েছে এলোমেলো চুল। ইনটেন্স লুকে নেটিজেনদের নজর কেড়েছেন বস লেডি প্রিয়াঙ্কা।
advertisement
অল্প কোঁকড়ানো চুল নেমে এসেছে কাঁধের একদিকে। চোখের নিচে গাঢ় কাজল। প্রিয়াঙ্কার এই স্মোলডারিং লুক নজর কেড়েছে ফ্যানেদের।
advertisement
নতুন ফটোশ্যুটে সব চেয়ে বেশি আকর্ষণীয় নিক জোনাস (Nick Jonas)-পত্নীর হেয়ার স্টাইল। মোনোকিনির উপের কালো কোট পরেছেন তিনি। উঁকি দিচ্ছে ক্লিভেজ।
advertisement
ড্রিম-ডার্ক লুকে প্রিয়াঙ্কা। টু-পিসের সঙ্গে পায়ে কালো বুট পরে চেয়ারের উপর বসে পোজ দিয়েছেন দেশি গার্ল। আবেদনময়ী চোখগুলো এড়ানো দায়।
advertisement
advertisement
পরণে হোয়াইট ভেস্ট ও ডেনিম। খালি পায়ে টুলের উপরে বসে রয়েছেন প্রিয়াঙ্কা। প্রসঙ্গত, বলিউডে বেশ কয়েক বছর ধরে কার্যত গায়েব ছিলেন দেশি গার্ল। আমেরিকায় ওয়েব সিরিজ নিয়েই ব্যস্ত ছিলেন। নিকের সঙ্গে বিয়ের পর প্রথমে দ্য স্কাই ইজ পিঙ্ক (The Sky Is Pink) এবং পরে দ্য হোয়াইট টাইগারে অভিনয় করেন প্রিয়াঙ্কা।
advertisement
দিন কয়েক আগে প্রিয়াঙ্কার একটি ছবি ভাইরাল হয়েছিল। পোষ্য ডায়নার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন তিনি। প্রিয়াঙ্কার সেই লুকও নজর কেড়েছিল নেটিজেনদের। ছবিতে সাদা বাঘ ছাল প্রিন্টের মিডি ড্রেস পরেছিলেন তিনি।
advertisement
হোয়াইট টাইগারের পর প্রিয়াঙ্কা অভিনীত ম্যাট্রিক্স (Matrix) ও টেক্সট ফর ইউ (Text For You) আসতে চলেছে। দিন কয়েক আগেই টেক্সট ফর ইউ ছবির শ্যুটিং শেষ করেছেন। সেই ছবিও শেয়ার করেছিলেন তিনি। শোনা যাচ্ছে, এই মাসেই প্রিয়াঙ্কার আত্মজীবনী আনফিনিশড (Unfinished) প্রকাশিত হবে। বইতে নিজের ছোটবেলা থেকে শুরু করে সিনেজীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরবেন তিনি।