রবিবার রাতে হয়ে গেল গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস ৷ গত বছরে অস্কারের পর এবার গোল্ডেন গ্লোবে হাজির ছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ৷ তবে শুধুই হাজির থাকা নয় ৷ স্টেজে উঠে
রবিবার রাতে হয়ে গেল গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস ৷ গত বছরে অস্কারের পর এবার গোল্ডেন গ্লোবে হাজির ছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ৷ তবে শুধুই হাজির থাকা নয় ৷ স্টেজে উঠে সেরা অভিনেতা (টিভি ড্রামা)র পুরস্কারও দিলেন প্রিয়াঙ্কা চোপড়া ৷
2/ 4
সোনালি রঙের ইভনিং গাউনে একেবারে তাক গোল্ডেন গ্লোবে অনুষ্ঠানে ৷ অস্কারের মঞ্চে সাদা পোশাক পরেই এসেছিলেন প্রিয়াঙ্কা ৷ এবার বাছলেন সোনালি রঙকে ৷
3/ 4
হলিউডের মাঠে কোয়ান্টিকা দারুণ হিট ৷ এমনকী, কোয়ান্টিকোর সিজন ২ নিয়েও বিদেশে শোরগোল রয়েছে ৷ তার ওপর খুব জলদিই মুক্তি পাবে বেওয়াচ ৷
4/ 4
সব মিলিয়ে অ্যাওয়ার্য শো হোক আর ছবি বা টিভি ধারাবাহিক ৷ বিদেশে মাঠে একের পর এক ছক্কা হাঁকাছেন পিগি চপস ৷