Prantik-Ankita Marriage: ৪ মাস আগেই চুপিসারে সিকিমে গান্ধর্ব মতে বিয়ে, এবার সেই খবর প্রকাশ্যে আনলেন টালিগঞ্জের জনপ্রিয় তারকা-জুটি অঙ্কিতা-প্রান্তিক
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
অঙ্কিতা-প্রান্তিকের বিয়ের আসরে উপস্থিত ছিলেন তারকা জুটির ঘনিষ্ঠ বন্ধু সোহিনী সরকার। সাদা পোশাকে সেজেছিলেন বর-বৌ, গলায় গোলাপের মালা, গা ভর্তি গয়নার অঙ্কিতা থেকে চোখ ফেরানো দায়
চার মাস আগেই গোপনে বিয়ে সেরেছেন টালিগঞ্জের দুই জনপ্রিয় অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ও অঙ্কিতা চক্রবর্তী। তখন কাকপক্ষিটিও টের পায়নি, এবার সামনে এল সেই খবর, বিয়ের কথা জানালেন মিঞা-বিবি দু'জনেই
advertisement
কলকাতায় নয়, দূর সিকিমে, পাহাড়ের কোলে একটি নিড়িবিলি ছোট্ট গ্রামে বসেছিল অঙ্কিতা- প্রান্তিকের বিয়ের আসর। বর্তমানে ‘মন ফাগুন’ ধারাবাহিকে খলনায়ক হিসাবে দেখা যাচ্ছে প্রান্তিককে, অঙ্কিতা ব্যস্ত ছবি, ওয়েব সিরিজের কাজে!
advertisement
৪ মাস আগে অঙ্কিতা-প্রান্তিক বিয়ে সেরেছিল একেবারে চুপিসারে! সিকিমে একদম কাছের কয়েকজন বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে চার-হাত এক হয়েছিল। এই বিয়ের খবর নাকি জানতো না প্রান্তিক-অঙ্কিতার পরিবারও।
advertisement
প্রথাগত আইনি সইসাবুদ বা রেজিস্ট্রি নয়, নয় কোনও ধার্মিক অনুষ্ঠান, মন্ত্রোচ্চারণ। কেবলমাত্র প্রকৃতিকে সাক্ষী রেখে গান্ধর্ব মতে বিয়ে করলেন অঙ্কিতা-প্রান্তিক
advertisement
advertisement