Shruti-Swarnendu: বার্থডে কেক থেকে আদুরে ছবি, বিয়ের পর স্বামীর প্রথম জন্মদিনে আয়োজন 'রাঙা বউের'!

Last Updated:
Shruti-Swarnendu: বিয়ের পর স্বামীর প্রথম জন্মদিন পালন করলেন শ্রুতি দাস। শ্রুতি তাঁর মনের মানুষ স্বর্ণেন্দু সমাদ্দারের জন্য জন্মদিনে স্পেশাল আয়োজনও করেছিলেন।
1/7
বিয়ের পর স্বামীর প্রথম জন্মদিন পালন করলেন শ্রুতি দাস। শ্রুতি তাঁর মনের মানুষ স্বর্ণেন্দু সমাদ্দারের জন্য জন্মদিনে স্পেশাল আয়োজনও করেছিলেন। সেই দিনের কিছু বিশেষ মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন অভিনেত্রী।
বিয়ের পর স্বামীর প্রথম জন্মদিন পালন করলেন শ্রুতি দাস। শ্রুতি তাঁর মনের মানুষ স্বর্ণেন্দু সমাদ্দারের জন্য জন্মদিনে স্পেশাল আয়োজনও করেছিলেন। সেই দিনের কিছু বিশেষ মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন অভিনেত্রী।
advertisement
2/7
বার্থডে কেক থেকে আদুরে সেলফি, জন্মদিনে বাদ ছিল না কিছুই। স্বর্ণেন্দুকে জন্মদিনে জড়িয়ে -জাপটে চুমু খেলেন শ্রুতি।  সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
বার্থডে কেক থেকে আদুরে সেলফি, জন্মদিনে বাদ ছিল না কিছুই। স্বর্ণেন্দুকে জন্মদিনে জড়িয়ে -জাপটে চুমু খেলেন শ্রুতি। সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
advertisement
3/7
জন্মদিনে মনের মানুষের জন্য স্পেশ্যাল বার্থডে কেক আয়োজন করেছিলেন ‘রাঙা বউ’। তার উপর কিন্তু, স্বর্ণেন্দুর নাম নয়, লেখা রয়েছে টু মাই হাজব্যান্ড। সোশ্যাল মিডিয়ার ক‍্যাপশনে তিনি লেখেন, ‘হ্যাপি বার্থডে হাসব্যান্ড’।
জন্মদিনে মনের মানুষের জন্য স্পেশ্যাল বার্থডে কেক আয়োজন করেছিলেন ‘রাঙা বউ’। তার উপর কিন্তু, স্বর্ণেন্দুর নাম নয়, লেখা রয়েছে টু মাই হাজব্যান্ড। সোশ্যাল মিডিয়ার ক‍্যাপশনে তিনি লেখেন, ‘হ্যাপি বার্থডে হাসব্যান্ড’।
advertisement
4/7
হট প্যান্ট আর ওভার সাইজড পিঙ্ক শার্টে নজর কেড়েছেন অভিনেত্রীর লুক। জন্মদিনে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে একান্তে সময় কাটাচ্ছেন দম্পতি।
হট প্যান্ট আর ওভার সাইজড পিঙ্ক শার্টে নজর কেড়েছেন অভিনেত্রীর লুক। জন্মদিনে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে একান্তে সময় কাটাচ্ছেন দম্পতি।
advertisement
5/7
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-এর গান ‘তুম ক‍্যায়া মিলে’ গানে একটি রিল সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছে।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-এর গান ‘তুম ক‍্যায়া মিলে’ গানে একটি রিল সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছে।
advertisement
6/7
গোপনে বিয়ে করার ট্রেন্ডে হেঁটেছিলেন অভিনেত্রী শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার। লাল গোলাপে মোড়া কেকের ছবি দিয়ে মিস টু মিসেস হওয়ার খবর জানিয়েছিলেন শ্রুতি।
গোপনে বিয়ে করার ট্রেন্ডে হেঁটেছিলেন অভিনেত্রী শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার। লাল গোলাপে মোড়া কেকের ছবি দিয়ে মিস টু মিসেস হওয়ার খবর জানিয়েছিলেন শ্রুতি।
advertisement
7/7
অগ্নিসাক্ষী করে বিয়ে নয় বরং রেজিস্ট্রি করে সিঁদুরদান, মালাবদল করেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার।
অগ্নিসাক্ষী করে বিয়ে নয় বরং রেজিস্ট্রি করে সিঁদুরদান, মালাবদল করেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার।
advertisement
advertisement
advertisement