Pori Moni: 'শারীরিক-মানসিক কোনও সম্পর্কই নেই', রাজকে নিয়ে এ কী বলল পরীমণি, তবে কি সবটা শেষ?

Last Updated:
Pori Moni: পরীমণিও পুরো বিষয়টিকে অস্বীকার করে বলেছেন, আমি রাজের বউ, এটা আর শুনতে চাই না। আমি ওঁর প্রাক্তন। এটাই শুনতে আমার ভাল লাগবে। তবে কি বিচ্ছেদের আভাস দিলেন নায়িকা।
1/7
পরীমণি মানেই কন্ট্রোভার্সি। অভিনয় হোক কিংবা ব্যক্তিগত কারণ, সর্বদাই শিরোনামে থাকেন পরীমণি৷ বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণিকে নিয়ে উত্তেজনা তুঙ্গে৷ তাকে নিয়ে চর্চা হবে না এমন দিন মনে হয় হাতে গোনা৷
পরীমণি মানেই কন্ট্রোভার্সি। অভিনয় হোক কিংবা ব্যক্তিগত কারণ, সর্বদাই শিরোনামে থাকেন পরীমণি৷ বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণিকে নিয়ে উত্তেজনা তুঙ্গে৷ তাকে নিয়ে চর্চা হবে না এমন দিন মনে হয় হাতে গোনা৷
advertisement
2/7
 এবার একা নন, ফের চর্চায় উঠে এলেন নায়িকা ও তার স্বামী শরিফুল রাজ৷ গত বছরেই রাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পরীমণি। স্বামী রাজ নাকি শারীরিক নির্যাতন করেছেন সেকথাও আগে বলেছিলেন নায়িকা। ছেলে হওয়ার পর সব মিটমাট করে নেন দুজনেই।
এবার একা নন, ফের চর্চায় উঠে এলেন নায়িকা ও তার স্বামী শরিফুল রাজ৷ গত বছরেই রাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পরীমণি। স্বামী রাজ নাকি শারীরিক নির্যাতন করেছেন সেকথাও আগে বলেছিলেন নায়িকা। ছেলে হওয়ার পর সব মিটমাট করে নেন দুজনেই।
advertisement
3/7
 ফের বিচ্ছেদের জল্পনা শুরু হয়েছে। দিনকয়েক আগেই স্বামী শরিফুল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের গোপন ভিডিও ক্লিপ ফাঁস হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়৷ ছবি ও ভিডিও কিছুক্ষণের মধ্যে সরিয়ে নিলেও ঝড়ের গতিতে তা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়৷ এই ঘটনায় রেগে আগুন হয়েছেন সুনেরাহ এবং পুরো দোষটাই তিনি পরীমণিকে দিয়েছেন৷
ফের বিচ্ছেদের জল্পনা শুরু হয়েছে। দিনকয়েক আগেই স্বামী শরিফুল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের গোপন ভিডিও ক্লিপ ফাঁস হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়৷ ছবি ও ভিডিও কিছুক্ষণের মধ্যে সরিয়ে নিলেও ঝড়ের গতিতে তা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়৷ এই ঘটনায় রেগে আগুন হয়েছেন সুনেরাহ এবং পুরো দোষটাই তিনি পরীমণিকে দিয়েছেন৷
advertisement
4/7
 পরীমণিও পুরো বিষয়টিকে অস্বীকার করে বলেছেন, আমি রাজের বউ, এটা আর শুনতে চাই না। আমি ওঁর প্রাক্তন। এটাই শুনতে আমার ভাল লাগবে। তবে কি বিচ্ছেদের আভাস দিলেন নায়িকা। তা নিয়েই জলঘোলা শুরু হয়েছে।
পরীমণিও পুরো বিষয়টিকে অস্বীকার করে বলেছেন, আমি রাজের বউ, এটা আর শুনতে চাই না। আমি ওঁর প্রাক্তন। এটাই শুনতে আমার ভাল লাগবে। তবে কি বিচ্ছেদের আভাস দিলেন নায়িকা। তা নিয়েই জলঘোলা শুরু হয়েছে।
advertisement
5/7
 পরীমণি আরও বলেন, রাজের তরফ থেকে পুরোটাই লোক দেকানে। আমি কিছুদিন আগে যখন হাসপাতালে ছিলাম ও আমায় দেখতেও যায়নি। এমনকী আমার সঙ্গে ওর শারীরিক ও মানসিক সম্পর্ক নেই। এভাবে সংসার ও সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়।
পরীমণি আরও বলেন, রাজের তরফ থেকে পুরোটাই লোক দেকানে। আমি কিছুদিন আগে যখন হাসপাতালে ছিলাম ও আমায় দেখতেও যায়নি। এমনকী আমার সঙ্গে ওর শারীরিক ও মানসিক সম্পর্ক নেই। এভাবে সংসার ও সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়।
advertisement
6/7
 বাংলাদেশের প্রথমসারির সংবাদমাধ্যমে পরীমণি জানিয়েছেন, এই ঘটনার আগেই বাড়ি ছাড়েন রাজ। দামাল ছবি মুক্তির সময থেকেই তাদের সম্পর্ক ঠিকঠাক ছিস না। সন্তানের প্রতি দায়িত্বও পালন করত না।
বাংলাদেশের প্রথমসারির সংবাদমাধ্যমে পরীমণি জানিয়েছেন, এই ঘটনার আগেই বাড়ি ছাড়েন রাজ। দামাল ছবি মুক্তির সময থেকেই তাদের সম্পর্ক ঠিকঠাক ছিস না। সন্তানের প্রতি দায়িত্বও পালন করত না।
advertisement
7/7
 বিচ্ছেদ নিয়ে পরীমণি বলেন, ও তো আমাকে ছেড়েই চলে গিয়েছে। বিচ্ছেদ তো হয়েই গিয়েছে। এখন আর এসব নিয়ে কল্পনা করতে চাই না শরিফুল রাজ আমার স্বামী। তবে এভাবে কোনও মানুষকে ধরে রাখা যায় না। আমি চাই ও আমাকে ডিভোর্স দিক।
বিচ্ছেদ নিয়ে পরীমণি বলেন, ও তো আমাকে ছেড়েই চলে গিয়েছে। বিচ্ছেদ তো হয়েই গিয়েছে। এখন আর এসব নিয়ে কল্পনা করতে চাই না শরিফুল রাজ আমার স্বামী। তবে এভাবে কোনও মানুষকে ধরে রাখা যায় না। আমি চাই ও আমাকে ডিভোর্স দিক।
advertisement
advertisement
advertisement