শেষ হল 'পরিচয় গুপ্ত' ছবির শ্যুটিং। অন্ধ রাজার চরিত্রে এবার ঋত্বিক চক্রবর্তীর একাধিক ছবি প্রকাশ পেয়েছে। সঙ্গে আরও তাবড় তাবড় কয়েক জন অভিনেতা। সেটের মুহূর্ত প্রকাশ্যে।
2/ 8
নবাগত পরিচালক রন রাজের পরিচালনায় এই ছবি শ্যুট হয়েছে কলকাতা শহরে। বন্ধুত্ব, প্রেম, অভিমান, আক্ষেপ, বন্ধুবিয়োগ, সব মিলিয়ে এক রক্তাক্ত প্রতিচ্ছবি তৈরি করেছেন তিনি।
3/ 8
ছবির পরিচালক রণ রাজ ও লেখিকা অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ''ছবিতে দেখা যাবে ১৯৫০-এর প্রেক্ষাপটে এক অন্ধ জমিদার ও তার বন্ধু স্থানীয় প্রত্নতত্ত্ববিদের গল্প। ব্রাহ্মসমাজে অনুপ্রেরিত সাহসী চরিত্রের বৌঠানের প্রেমে পড়ে খ্যাতনামা প্রত্নতত্ত্ববিদ।''
4/ 8
ছবির নাম 'পরিচয় গুপ্ত'। যার দুটি ভিন্ন অর্থ রয়েছে। পরিচালক জানালেন, তিনিও এই শিরোনামের বিষয়ে খুব সচেতন ছিলেন। অনেক ভেবেচিন্তেই এই নামটি রেখেছেন তিনি।
5/ 8
রণ রাজের কথায়, ''সমাজের বহু মানুষের মধ্যেই এই ধরনের 'সিক্রেট আইডেনটিটি' থাকে। তাই ছবির নাম 'পরিচয় গুপ্ত। শুধুমাত্র পরিচয় গোপন করায় নয়, যার প্রতিটা গলিতে হাতছানি দিচ্ছে অবাক করা পরিস্থিতি যেটা দর্শকরা ভালই উপভোগ করবেন বলে আমি আশাবাদী।''
6/ 8
অভিনয় করেছেন ঋত্বিক, ইন্দ্রনীল সেনগুপ্ত, জয় সেনগুপ্ত, অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, দর্শনা বণিক প্রমুখ। প্রত্যেকের চরিত্রের মধ্যেই গভীর স্তর তৈরি করেছেন পরিচালক এবং লেখিকা।
7/ 8
ছবিতে গানে সুর দিয়েছেন শুভেন্দু অধিকারী। গান গেয়েছেন অরিজিৎ সিংয়ের মতো উচ্চ প্রশংসিত শিল্পী।
8/ 8
পুজোর পরে এই ছবি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। তারিখ এখনও প্রকাশ্যে আসেনি।