গায়ে হলুদে পরীমনি সাজেন হলুদ রঙের শাড়িতে। সঙ্গে ফুলের গয়না। অন্যদিকে রাজের পরনে হলুদ রঙের পাঞ্জাবি, ধুতি, মাথায় পাগড়ি। 'রাজপরী' ক্যাপশনে ছবিগুলো শেয়ার করেছেন খোদ পরী। পরীর আনুষ্ঠানিক বিয়েটাও অবশ্য জমকালো হচ্ছে না। ঘরোয়াভাবে খুব সাধারণ বিয়ের আয়োজন হয়েছে (Pori Moni Wedding Pictures) । খুব বেশি অতিথিও ছিলেন না। (Photo: Facebook)