Pori Moni: অন্তঃসত্ত্বা অবস্থাতেই বিয়ের পিঁড়িতে পরীমনি! চোখ ধাঁধানো আসরে নায়িকার চোখে জল...

Last Updated:
Pori Moni: পঞ্চমবার ছাদনাতলায় পরীমনি? দেখুন বিতর্কিত এই নায়িকার বিয়ের একগুচ্ছ ছবি...
1/15
গায়ে-হলুদের পর এবার হয়ে গেল পরীমনি ও রাজের বিয়ের অনুষ্ঠান। শনিবার রাতে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সে অনুষ্ঠানের কিছু ছবি ইনস্টাগ্রাম ও ফেসবুকের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পাওয়া গিয়েছে।
গায়ে-হলুদের পর এবার হয়ে গেল পরীমনি ও রাজের বিয়ের অনুষ্ঠান। শনিবার রাতে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সে অনুষ্ঠানের কিছু ছবি ইনস্টাগ্রাম ও ফেসবুকের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পাওয়া গিয়েছে।
advertisement
2/15
গায়ে-হলুদ থেকে বিয়ে, সবেতেই বাঙালি মেয়ের ছক বাঁধা সাজেই ধরা পড়েছেন পরীমনি। তবে তাঁর সাজে ফুটে উঠেছে এক ঘরোয়া আভিজাত্য। বিয়ে থেকে রিসেপশন সবেতেই লাবণ্যময়ী নায়িকাকে দেখে চোখ সরানো কঠিন এমনই রূপের আলোয় ভাসলেন রাজ-পত্নী।
গায়ে-হলুদ থেকে বিয়ে, সবেতেই বাঙালি মেয়ের ছক বাঁধা সাজেই ধরা পড়েছেন পরীমনি। তবে তাঁর সাজে ফুটে উঠেছে এক ঘরোয়া আভিজাত্য। বিয়ে থেকে রিসেপশন সবেতেই লাবণ্যময়ী নায়িকাকে দেখে চোখ সরানো কঠিন এমনই রূপের আলোয় ভাসলেন রাজ-পত্নী।
advertisement
3/15
দিন কয়েক আগেই জানা গিয়েছে বাংলাদেশের বিতর্কিত অভিনেত্রী পরিমনী সন্তানসম্ভবা। ২০২১ সালের ১৭ অক্টোবর অভিনেতা শরিফুল রাজের সঙ্গে গোপনে বিয়ে করেছেন নায়িকা শুটিং সেটেই।
দিন কয়েক আগেই জানা গিয়েছে বাংলাদেশের বিতর্কিত অভিনেত্রী পরিমনী সন্তানসম্ভবা। ২০২১ সালের ১৭ অক্টোবর অভিনেতা শরিফুল রাজের সঙ্গে গোপনে বিয়ে করেছেন নায়িকা শুটিং সেটেই।
advertisement
4/15
ঢালিউডের সেই খবরের রেশ কাটতে না কাটতে নতুন চমক দিলেন পরীমনি। এবার একেবারে জনসমক্ষে বিয়ের পিঁড়িতে বসলেন নায়িকা। পাত্র অবশ্য সেই রাজ। এবার  আনুষ্ঠানিকভাবে হল চার হাত এক।
ঢালিউডের সেই খবরের রেশ কাটতে না কাটতে নতুন চমক দিলেন পরীমনি। এবার একেবারে জনসমক্ষে বিয়ের পিঁড়িতে বসলেন নায়িকা। পাত্র অবশ্য সেই রাজ। এবার  আনুষ্ঠানিকভাবে হল চার হাত এক।
advertisement
5/15
শুক্রবার রাতে অনুষ্ঠিত হয় শরিফুল রাজ ও পরীমণির গায়ে হলুদ। শনিবার  সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
শুক্রবার রাতে অনুষ্ঠিত হয় শরিফুল রাজ ও পরীমণির গায়ে হলুদ। শনিবার  সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
advertisement
6/15
রাজ ও পরীর গায়ে হলুদে উপস্থিত ছিলেন পরিচালক রেদওয়ান রনি। তিনিই প্রথম ছবিটি শেয়ার করেন।  রনি ছাড়াও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা গিয়াস উদ্দিন উদ্দিন সেলিম ও চয়নিকা চৌধুরী।
রাজ ও পরীর গায়ে হলুদে উপস্থিত ছিলেন পরিচালক রেদওয়ান রনি। তিনিই প্রথম ছবিটি শেয়ার করেন।  রনি ছাড়াও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা গিয়াস উদ্দিন উদ্দিন সেলিম ও চয়নিকা চৌধুরী।
advertisement
7/15
পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের উপস্থিতিতে পরী ও রাজের গায়েহলুদের অনুষ্ঠান হয়। তবে ফটোসেশনে তাক লাগিয়ে দেন রাজ ও পরী।
পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের উপস্থিতিতে পরী ও রাজের গায়েহলুদের অনুষ্ঠান হয়। তবে ফটোসেশনে তাক লাগিয়ে দেন রাজ ও পরী।
advertisement
8/15
পরীমনির শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রথম আঁচ পাওয়া যায়  গুনিন সিনেমার শুটিং চলাকালে পরীমনির একটি ফেসবুক স্ট্যাটাসে, যেখানে রাজের সঙ্গে একটি ছবি শেয়ার করে হ্যাশট্যাগে পরী লিখেছিলেন, ‘রাজপরী’।
পরীমনির শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রথম আঁচ পাওয়া যায়  গুনিন সিনেমার শুটিং চলাকালে পরীমনির একটি ফেসবুক স্ট্যাটাসে, যেখানে রাজের সঙ্গে একটি ছবি শেয়ার করে হ্যাশট্যাগে পরী লিখেছিলেন, ‘রাজপরী’।
advertisement
9/15
গিয়াস উদ্দিন সেলিমের  গুনিন ছবিতে কাজ করতে গিয়ে গত অক্টোবরে কাছাকাছি আসেন পরীমণি ও রাজ। সম্পর্কের কয়েক দিনের মাথায় তারা বিয়ে করেন।
গিয়াস উদ্দিন সেলিমের  গুনিন ছবিতে কাজ করতে গিয়ে গত অক্টোবরে কাছাকাছি আসেন পরীমণি ও রাজ। সম্পর্কের কয়েক দিনের মাথায় তারা বিয়ে করেন।
advertisement
10/15
গায়ে হলুদে পরীমনি সাজেন হলুদ রঙের শাড়িতে। সঙ্গে ফুলের গয়না। অন্যদিকে রাজের পরনে হলুদ রঙের পাঞ্জাবি, ধুতি, মাথায় পাগড়ি। 'রাজপরী' ক্যাপশনে ছবিগুলো শেয়ার করেছেন খোদ পরী।
গায়ে হলুদে পরীমনি সাজেন হলুদ রঙের শাড়িতে। সঙ্গে ফুলের গয়না। অন্যদিকে রাজের পরনে হলুদ রঙের পাঞ্জাবি, ধুতি, মাথায় পাগড়ি। 'রাজপরী' ক্যাপশনে ছবিগুলো শেয়ার করেছেন খোদ পরী।
advertisement
11/15
বিয়ের দিন পরীমনি পরেছিলেন খয়েরি রঙের বেনারসি, তার উপর সোনালি কাজ। মাথায় সোনালি ওড়না আর গা ভর্তি সোনার গহনা। হাতে লাল রাঙের কাঁচের চুড়ি পরেছিলেন অভিনেত্রী, যা তাঁর সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিল।
বিয়ের দিন পরীমনি পরেছিলেন খয়েরি রঙের বেনারসি, তার উপর সোনালি কাজ। মাথায় সোনালি ওড়না আর গা ভর্তি সোনার গহনা। হাতে লাল রাঙের কাঁচের চুড়ি পরেছিলেন অভিনেত্রী, যা তাঁর সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিল।
advertisement
12/15
রাজকে বিয়ে করে কেঁদে ফেলেন পরীমনি। প্রসঙ্গত, কখনও যৌন হেনস্থা, কখনও মাদক মামলা, তো কখনও একাধিক বিয়ে বা প্রেম সম্পর্ক। কাজের বাইরে এই সকল কারণে সমাজ থেকে সোশ্যাল মিডিয়া নানাভাবে গত একবছর বিদ্ধ হয়েছেন পরীমনি।
রাজকে বিয়ে করে কেঁদে ফেলেন পরীমনি। প্রসঙ্গত, কখনও যৌন হেনস্থা, কখনও মাদক মামলা, তো কখনও একাধিক বিয়ে বা প্রেম সম্পর্ক। কাজের বাইরে এই সকল কারণে সমাজ থেকে সোশ্যাল মিডিয়া নানাভাবে গত একবছর বিদ্ধ হয়েছেন পরীমনি।
advertisement
13/15
উল্লেখ্য, জানা যায়, শোবিজ দুনিয়ায় আসবার আগেই দূর সম্পর্কের দাদা সমাইল হোসেনকে বিয়ে করেছিলেন। সালটা ২০১০, দু বছর পর ফেরদৌস কবীর সৌরভ নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় পরীমনির। এরপর ২০২০ সালের ১৪ই এপ্রিল সাংবাদিক তামিম হাসানের সঙ্গে বাগদান সারেন অভিনেত্রী।
উল্লেখ্য, জানা যায়, শোবিজ দুনিয়ায় আসবার আগেই দূর সম্পর্কের দাদা সমাইল হোসেনকে বিয়ে করেছিলেন। সালটা ২০১০, দু বছর পর ফেরদৌস কবীর সৌরভ নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় পরীমনির। এরপর ২০২০ সালের ১৪ই এপ্রিল সাংবাদিক তামিম হাসানের সঙ্গে বাগদান সারেন অভিনেত্রী।
advertisement
14/15
এরপর ২০২০ সালের ১৪ই এপ্রিল সাংবাদিক তামিম হাসানের সঙ্গে বাগদান সারেন অভিনেত্রী। গত বছর এপ্রিলে তাঁদের বিয়ের তারিখ পাকা ছিল, তবে সম্পর্ক টেকেনি। অনেকেই বলেন তামিম-পরীমনির বিয়েটা হয়ে গিয়েছিল। 
এরপর ২০২০ সালের ১৪ই এপ্রিল সাংবাদিক তামিম হাসানের সঙ্গে বাগদান সারেন অভিনেত্রী। গত বছর এপ্রিলে তাঁদের বিয়ের তারিখ পাকা ছিল, তবে সম্পর্ক টেকেনি। অনেকেই বলেন তামিম-পরীমনির বিয়েটা হয়ে গিয়েছিল। 
advertisement
15/15
এখানেই শেষ নয়, ২০২১ সালের মার্চে সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে খুবই অল্প দিনের পরিচয়ে বিয়ে করেন পরীমনি। তবে তিন মাসও টেকেনি সেই বিয়ে। রাজ পরীর শুরু হওয়া এই যুগলবন্দী বহুদূর এগোক এই প্রার্থনাই জানাচ্ছেন দুই তারকার অনুরাগীরা।
এখানেই শেষ নয়, ২০২১ সালের মার্চে সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে খুবই অল্প দিনের পরিচয়ে বিয়ে করেন পরীমনি। তবে তিন মাসও টেকেনি সেই বিয়ে। রাজ পরীর শুরু হওয়া এই যুগলবন্দী বহুদূর এগোক এই প্রার্থনাই জানাচ্ছেন দুই তারকার অনুরাগীরা।
advertisement
advertisement
advertisement