Guess the Celebrity: বলিউড থেকে হারিয়ে গেলেন অকালেই...! জেদ না অন্য কারণ? কেন আজও সিঙ্গল 'ডান্ডিয়া ক্যুইন', জানলে অবাক হবেন
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Guess the Celebrity: বলিউডের এমন অনেক স্বনামধন্য গায়িকারা রয়েছেন, যারা সকলের মন জয় করে নিয়েছিলেন৷ কিন্তু অকালেই যেন হারিয়ে গেছেন বলিউড থেকে৷ তার মধ্যে রয়েছেন বলিউডের 'ডান্ডিয়া ক্যুইন'৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
করিশ্মা যখন তাঁকে প্রশ্ন করেন, ব্যক্তিগত জীবনে কারও সঙ্গে তাঁর কোনও আসক্তি নেই? এর প্রশ্নের খুবই বুদ্ধিদীপ্ত উত্তর দিয়েছেন গায়িকা। তিনি বলেন, গান আমার হৃদয়ের সবচেয়ে কাছের। সঙ্গীতই একমাত্র জিনিস যার প্রতি আমি সবচেয়ে বেশি আসক্ত। ফাল্গুনী আরও বলেন, আমি গান ছাড়া কিছুই জানি না। তিনি বলেন, ছোটবেলা থেকেই এটা আমার সঙ্গে আছে এবং সারাজীবন এর সঙ্গে যুক্ত থাকব।
advertisement
advertisement
ফাল্গুনী বলেন, আমি গানকে এতটাই ভালবাসতাম যে অন্য কিছু নিয়ে ভাবার সুযোগ পাইনি। এই কারণেই আজ পর্যন্ত আমি অবিবাহিত। একই সময়ে ফাল্গুনী পাঠক তার টম বয় লুক নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, বাবা-মায়ের আশা ছিল চার মেয়ের পর একটি ছেলে হবে। এটা যখন হতে পারেনি, তখন ছোটবেলা থেকেই ছেলেদের মতো জীবনযাপন শুরু করেন ফাল্গুনী।
advertisement