Mahesh Bhatt-Pooja Bhatt: হাঁটুর বয়সি মণীষাকে চুমু! ৭৪-এর মহেশের আচরণ অবশেষে বিস্ফোরক মেয়ে পূজা ভাট

Last Updated:
Mahesh Bhatt-Pooja Bhatt: অতিথি হয়ে দিন কয়েক আগে 'বিগ বস'-এর বাড়িতে প্রবেশ করেন মহেশ ভাট। বর্ষীয়ান পরিচালক সেখানে পা রাখতেই শুরু হয় বিতর্ক। ঘরের কনিষ্ঠতম প্রতিযোগী মণীষা রানির প্রতি তাঁর আচরণ নিয়ে আপত্তি তুলেছিল নেটিজেনদের একাংশ।
1/5
অতিথি হয়ে দিন কয়েক আগে 'বিগ বস'-এর বাড়িতে প্রবেশ করেন মহেশ ভাট। বর্ষীয়ান পরিচালক সেখানে পা রাখতেই শুরু হয় বিতর্ক। ঘরের কনিষ্ঠতম প্রতিযোগী মণীষা রানির প্রতি তাঁর আচরণ নিয়ে আপত্তি তুলেছিল নেটিজেনদের একাংশ।
অতিথি হয়ে দিন কয়েক আগে 'বিগ বস'-এর বাড়িতে প্রবেশ করেন মহেশ ভাট। বর্ষীয়ান পরিচালক সেখানে পা রাখতেই শুরু হয় বিতর্ক। ঘরের কনিষ্ঠতম প্রতিযোগী মণীষা রানির প্রতি তাঁর আচরণ নিয়ে আপত্তি তুলেছিল নেটিজেনদের একাংশ।
advertisement
2/5
বিগ বসের সেই পর্বে দেখা যায়, মণীষার হাতের উপর হাত রাখেন মহেশ। অভিনেত্রীর হাতে হাত বোলাতে থাকেন তিনি। সেই ভিডিও ভাইরাল হতেই সমালোচনা শুরু হয়। নেটমাধ্যমের অনেকেই মহেশের এই আচরণ ভাল ভাবে নেননি। তবে মহেশ কিন্তু সেখানেই থেমে থাকেননি। মণীষার জীবনের কাহিনি পূজার মুখে শুনে বিহারের এই মেয়ের হাতে চুমুও খান।
বিগ বসের সেই পর্বে দেখা যায়, মণীষার হাতের উপর হাত রাখেন মহেশ। অভিনেত্রীর হাতে হাত বোলাতে থাকেন তিনি। সেই ভিডিও ভাইরাল হতেই সমালোচনা শুরু হয়। নেটমাধ্যমের অনেকেই মহেশের এই আচরণ ভাল ভাবে নেননি। তবে মহেশ কিন্তু সেখানেই থেমে থাকেননি। মণীষার জীবনের কাহিনি পূজার মুখে শুনে বিহারের এই মেয়ের হাতে চুমুও খান।
advertisement
3/5
মহেশকে নিয়ে এই বিতর্ক প্রসঙ্গে নিজের বক্তব্য জানিয়েছেন মেয়ে পূজা ভাট। অভিনেত্রীর কথায়, "আমি এটুকু বুঝেছি যে, মানুষ নিজের মতো করে পৃথিবীকে দেখতে চায়। বিগ বস-এর বাড়িতে মহেশ ভাটের আচরণ কারও যদি অনুচিত মনে হয়, তা হলে বুঝতে হবে তাদের মনে সমস্যা আছে। সবাইকে গিয়ে এটা বোঝানোর ক্ষমতা আমার নেই।"
মহেশকে নিয়ে এই বিতর্ক প্রসঙ্গে নিজের বক্তব্য জানিয়েছেন মেয়ে পূজা ভাট। অভিনেত্রীর কথায়, "আমি এটুকু বুঝেছি যে, মানুষ নিজের মতো করে পৃথিবীকে দেখতে চায়। বিগ বস-এর বাড়িতে মহেশ ভাটের আচরণ কারও যদি অনুচিত মনে হয়, তা হলে বুঝতে হবে তাদের মনে সমস্যা আছে। সবাইকে গিয়ে এটা বোঝানোর ক্ষমতা আমার নেই।"
advertisement
4/5
পূজা জানান, বিগ বসের প্রতিযোগীরা মহেশের সঙ্গে আলাদা ভাবে সময় কাটাতে চাইছিলেন। মনীষাও বর্ষীয়ান পরিচালকের সঙ্গে আলাদা ভাবে কথা বলতে চান। পূজাই নাকি তাঁর বাবার সঙ্গে সেখানে সব চেয়ে কম সময় কাটানোর সুযোগ পেয়েছিলেন।
পূজা জানান, বিগ বসের প্রতিযোগীরা মহেশের সঙ্গে আলাদা ভাবে সময় কাটাতে চাইছিলেন। মনীষাও বর্ষীয়ান পরিচালকের সঙ্গে আলাদা ভাবে কথা বলতে চান। পূজাই নাকি তাঁর বাবার সঙ্গে সেখানে সব চেয়ে কম সময় কাটানোর সুযোগ পেয়েছিলেন।
advertisement
5/5
বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আপাতত নিজের মতো করে সময় কাটাবেন পূজা। নিজের খামার বাড়িতেও যাবেন অভিনেত্রী।
বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আপাতত নিজের মতো করে সময় কাটাবেন পূজা। নিজের খামার বাড়িতেও যাবেন অভিনেত্রী।
advertisement
advertisement
advertisement