‘সত্য জয়যুক্ত হল’, সুশান্তের মৃত্যুরহস্যের রিপোর্ট আসতেই ভাট-শিবিরে আলোড়ন, অক্ষয়ের পুরনো পোস্ট শেয়ার করে বিদ্রুপ পূজার
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Pooja Bhatt Reacts To Rhea Chakraborty’s Clean Chit: অনেক জলঘোলার পর সম্প্রতি নায়কের মৃত্যুরহস্যের রিপোর্ট সামনে এসেছে। আর আসতেই তা নিয়ে হইচই পড়ে গিয়েছে বলিউডের বিখ্যাত ভাট-শিবিরে। ভাট মানে মহেশ ভাট, পূজা ভাট, আলিয়া ভাট। উঁহু, আলিয়া এ নিয়ে আগে যেমন, এখনও তেমন মুখ খোলেননি।
১৪ জুন, ২০২০ সাল। প্রায় পাঁচ বছর আগের কথা। কিন্তু দেশবাসীর অনেকের কাছেই, বিশেষ করে ভক্তদের মনে এখনও দিনটার দাগ রয়ে গিয়েছে। ওই দিনই মুম্বইয়ে নিজের ফ্ল্যাটে পাওয়া গিয়েছিল সুশান্ত সিং রাজপুতের নিথর দেহ। অনেক জলঘোলার পর সম্প্রতি নায়কের মৃত্যুরহস্যের রিপোর্ট সামনে এসেছে। আর আসতেই তা নিয়ে হইচই পড়ে গিয়েছে বলিউডের বিখ্যাত ভাট-শিবিরে। ভাট মানে মহেশ ভাট, পূজা ভাট, আলিয়া ভাট। উঁহু, আলিয়া এ নিয়ে আগে যেমন, এখনও তেমন মুখ খোলেননি। কিন্তু দিদি পূজা ভাট সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে দিয়েছেন স্বভাবসিদ্ধ সুপরিচিত বিদ্রুপের সুর।
advertisement
হবে না-ই বা কেন! সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে মহেশ ভাটকে নিয়েও কম টানাপোড়েন চলেনি। কারণ রিয়া চক্রবর্তী। তিনি সেই সময়ে ডেট করতেন সুশান্তকে। সুশান্তের মৃত্যুর পর রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। নায়কের টাকাপয়সা তছনছ করা, মাদক দেওয়া, মানসিক অত্যাচার- এমনকি বাদ যায়নি কালো জাদু বা তুকতাকের বিষয়টিও।
advertisement
রিয়ার উপর দিয়ে সেই সময়ে অনেক ঝড়ই গিয়েছে। প্রায় এক মাস সেই সময়ে তাঁকে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো হেফাজতে রেখেছিল। সুশান্তের মৃত্যুর নেপথ্য কারণ সামনে আসুক, আর্জি ছিল দেশের এবং বলিউডের অনেকেরও। অক্ষয় কুমারই যেমন নিজের এক্স সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছিলেন, সুপ্রিম কোর্ট সিবিআই-কে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যের তদন্তের ভার দিয়েছে, সত্যের জয় হোক!
advertisement
ঠিক এই পোস্ট নিয়েই এবার এক্স-এ ব্যঙ্গের সুর চড়ল পূজা ভাটের। রিয়া বরাবরই ভাট-শিবিরের ঘনিষ্ঠ। মহেশ ভাটের সঙ্গে তাঁর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট আলোচনা এবং বিতর্কের কারণ হয়েছিল। যা স্বাভাবিক ভাবেই পরিবারের ভাল লাগার কথা নয়। এবার, ২২ মার্চ, ২০২৫ সালে যখন সিবিআই-এর তরফে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যের ফাইনাল রিপোর্ট সামনে এল, আনন্দ ধরা দিল ভাট-শিবিরে। সেই রিপোর্টে সব জল্পনা উড়িয়ে দিয়ে নায়কের মৃত্যুকে আত্মহত্যা বলে সাব্যস্ত করেছে সিবিআই। সেই সঙ্গে, রিয়াকেও সন্দেহের তালিকা থেকে মুক্তি দেওয়া হয়েছে।
advertisement
এবার তাই অক্ষয়ের পোস্টের প্রসঙ্গ টেনে সোশ্যাল মিডিয়ায় লিখলেন পূজা, সিবিআই-এর ২২ মার্চ, ২০২৫-এর ক্লোজার রিপোর্ট সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে আত্মহত্যা বলে সাব্যস্ত করেছে, এর মধ্যে কোনও নোংরামি দেখতে পায়নি, রিয়া চক্রবর্তী এবং অন্যদেরও বেকসুর রেহাই দিয়েছে। সত্য জয়যুক্ত হল, লিখেছেন পূজা। রিয়া নিজে এখনও পর্যন্ত এই নিয়ে বিবৃতি দেননি। তবে, ভাই সৌভিক চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় দিদি আর নিজের একটা ছবি দিয়ে লিখতে ভোলেননি- সত্যমেব জয়তে!