জন্মদিনে শুভেচ্ছার বন্যা, ডাব্বু রতনানির ছবিতে মোহময়ী কিয়ারা...

Last Updated:
কয়েক মাস আগেই ডাব্বু রতনানির ক্যালেন্ডার শ্যুটে দেখা গিয়েছিল কিয়ারা আডবাণীকে ৷
1/7
 বলিউডের এখন অন্যতম জনপ্রিয় নায়িকা কিয়ারা আডবানী ৷ ‘কবীর সিং’, ‘গুড নিউজ’-এর মতো পরপর সুপারহিট ছবি করার পর এখন বলিউডের প্রথমসারি অভিনেত্রীদের মধ্যেই এখন একজন কিয়ারা ৷ শুক্রবার ৩১ জুলাই ছিল তাঁর জন্মদিন ৷ করোনা আবহে জমজমাট বার্থ ডে পার্টি আয়োজন হয়তো সম্ভব ছিল না ৷ তাই বাড়িতেই হল সেলিব্রেশন ৷ ইনস্টাগ্রামে জন্মদিনের কেক কাটার ছবি শেয়ারও করেন কিয়ারা ৷ Photo Courtesy: Dabbu Ratnani/Instagram Handle
বলিউডের এখন অন্যতম জনপ্রিয় নায়িকা কিয়ারা আডবানী ৷ ‘কবীর সিং’, ‘গুড নিউজ’-এর মতো পরপর সুপারহিট ছবি করার পর এখন বলিউডের প্রথমসারি অভিনেত্রীদের মধ্যেই এখন একজন কিয়ারা ৷ শুক্রবার ৩১ জুলাই ছিল তাঁর জন্মদিন ৷ করোনা আবহে জমজমাট বার্থ ডে পার্টি আয়োজন হয়তো সম্ভব ছিল না ৷ তাই বাড়িতেই হল সেলিব্রেশন ৷ ইনস্টাগ্রামে জন্মদিনের কেক কাটার ছবি শেয়ারও করেন কিয়ারা ৷ Photo Courtesy: Dabbu Ratnani/Instagram Handle
advertisement
2/7
 নায়িকার জন্মদিনে স্পেশ্যাল শুভেচ্ছাও এল অনেক ৷ কিয়ারার ‘বয়ফ্রেন্ড’ হিসেবে এখন সিদ্ধার্থ মালহোত্রার নামই শোনা যাচ্ছে ৷ তিনিও উইশ করতে ভোলেননি কিয়ারাকে ৷ Photo Courtesy: Kiara Advani/Instagram Handle
নায়িকার জন্মদিনে স্পেশ্যাল শুভেচ্ছাও এল অনেক ৷ কিয়ারার ‘বয়ফ্রেন্ড’ হিসেবে এখন সিদ্ধার্থ মালহোত্রার নামই শোনা যাচ্ছে ৷ তিনিও উইশ করতে ভোলেননি কিয়ারাকে ৷ Photo Courtesy: Kiara Advani/Instagram Handle
advertisement
3/7
 কিয়ারাকে জন্মদিনের শুভেচ্ছা জানান ‘কবীর সিং’ শাহিদ কাপুরও ৷ Photo Courtesy: Dabbu Ratnani/Instagram Handle
কিয়ারাকে জন্মদিনের শুভেচ্ছা জানান ‘কবীর সিং’ শাহিদ কাপুরও ৷ Photo Courtesy: Dabbu Ratnani/Instagram Handle
advertisement
4/7
শাহিদ কাপুর তাঁর কবীর সিং চরিত্রের অবতারেই কিয়ারাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে কবীর সিং-এর একটি দৃশ্য শেয়ার করে লিখেছেন, 'হ্যাপি বার্থডে প্রীতি আকা কিয়ারা আডবানী। কবীর তোমাকে উইশ করছে যে কেউ যেন তোমাকে না ছোঁয়।' Photo Courtesy: Dabbu Ratnani/Instagram Handle
শাহিদ কাপুর তাঁর কবীর সিং চরিত্রের অবতারেই কিয়ারাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে কবীর সিং-এর একটি দৃশ্য শেয়ার করে লিখেছেন, 'হ্যাপি বার্থডে প্রীতি আকা কিয়ারা আডবানী। কবীর তোমাকে উইশ করছে যে কেউ যেন তোমাকে না ছোঁয়।' Photo Courtesy: Dabbu Ratnani/Instagram Handle
advertisement
5/7
 কয়েক মাস আগেই ডাব্বু রতনানির ক্যালেন্ডার শ্যুটে দেখা গিয়েছিল কিয়ারা আডবানীকে ৷ এবারের ডাব্বুর ক্যালেন্ডারের সবচেয়ে বেশি চর্চিত নাম অবশ্যই কিয়ারা ৷ Photo Courtesy: Dabbu Ratnani/Instagram Handle
কয়েক মাস আগেই ডাব্বু রতনানির ক্যালেন্ডার শ্যুটে দেখা গিয়েছিল কিয়ারা আডবানীকে ৷ এবারের ডাব্বুর ক্যালেন্ডারের সবচেয়ে বেশি চর্চিত নাম অবশ্যই কিয়ারা ৷ Photo Courtesy: Dabbu Ratnani/Instagram Handle
advertisement
6/7
কলাপাতা দিয়ে ঢাকা কিয়ারার ‘টপলেস’ ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে ৷ Photo Courtesy: Dabbu Ratnani/Instagram Handle
কলাপাতা দিয়ে ঢাকা কিয়ারার ‘টপলেস’ ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে ৷ Photo Courtesy: Dabbu Ratnani/Instagram Handle
advertisement
7/7
কিয়ারার জন্মদিনে সেই ফটোশ্যুটের ‘বিহাইন্ড দ্য সিন’-এর বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে নিজের হ্যান্ডলে শেয়ার করেন বিখ্যাত ফটোগ্রাফার ডাব্বু রতনানি ৷ Photo Courtesy: Dabbu Ratnani/Instagram Handle
কিয়ারার জন্মদিনে সেই ফটোশ্যুটের ‘বিহাইন্ড দ্য সিন’-এর বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে নিজের হ্যান্ডলে শেয়ার করেন বিখ্যাত ফটোগ্রাফার ডাব্বু রতনানি ৷ Photo Courtesy: Dabbu Ratnani/Instagram Handle
advertisement
advertisement
advertisement