Parineeti-Raghav First photo as newlyweds: সিঁথিতে সিঁদুর, নববধূ পরিণীতি হলেন পরিণীতা, পাশে স্বামী রাঘব, প্রকাশ্যে নবদম্পতির প্রথম ছবি, দেখুন

Last Updated:
Parineeti, Raghav Wedding Updates: ছবি পোস্ট করলেন মুম্বইয়ের এক নামজাদা পাপারাৎজি। বিয়ের পর প্রথমবার স্বামী-স্ত্রী রূপে প্রকাশ্যে এলেন তারকাদম্পতি। রাজস্থানের উদয়পুরে এক বৃহৎ জলাশয়ের পাশে গাঁটছড়া বেঁধেছেন তাঁরা।
1/6
সিটি অফ লেকে পরিণীতি চোপড়া এবং রাঘব চড্ডার রাজকীয় বিবাহ সম্পন্ন হয়েছে রবিবার সন্ধ্যায়। অপেক্ষায় ছিলেন দেশবাসী। কখন প্রথমবার নবদম্পতি বেশে সাংবাদিকদের সামনে আসবেন তাঁরা!
সিটি অফ লেকে পরিণীতি চোপড়া এবং রাঘব চড্ডার রাজকীয় বিবাহ সম্পন্ন হয়েছে রবিবার সন্ধ্যায়। অপেক্ষায় ছিলেন দেশবাসী। কখন প্রথমবার নবদম্পতি বেশে সাংবাদিকদের সামনে আসবেন তাঁরা!
advertisement
2/6
সেই অপেক্ষার অবসান। নতুন রূপে ধরা দিলেন নববধূ নায়িকা পরিণীতি। সঙ্গে তাঁর স্বামী আপ নেতা রাঘব। পরিণীতির সিঁথিতে সিঁদুর। গলায় জমকালো হার। পরনে হালকা গোলাপি রঙের শাড়ি এবং সাদা রঙের ব্লাউজ।
সেই অপেক্ষার অবসান। নতুন রূপে ধরা দিলেন নববধূ নায়িকা পরিণীতি। সঙ্গে তাঁর স্বামী আপ নেতা রাঘব। পরিণীতির সিঁথিতে সিঁদুর। গলায় জমকালো হার। পরনে হালকা গোলাপি রঙের শাড়ি এবং সাদা রঙের ব্লাউজ।
advertisement
3/6
পরিণীতির হাতে গোলাপি ও সাদা চুড়ির সম্ভার। নতুন বউকে আলিঙ্গন করে রয়েছেন রাঘব। পাশে দাঁড়িয়ে ছবির জন্য পোজ দিলেন তাঁরা। রাঘবের পরনে সাদা শার্ট ও কালো ব্লেজার।
পরিণীতির হাতে গোলাপি ও সাদা চুড়ির সম্ভার। নতুন বউকে আলিঙ্গন করে রয়েছেন রাঘব। পাশে দাঁড়িয়ে ছবির জন্য পোজ দিলেন তাঁরা। রাঘবের পরনে সাদা শার্ট ও কালো ব্লেজার।
advertisement
4/6
ছবি পোস্ট করলেন মুম্বইয়ের এক নামজাদা পাপারাৎজি। বিয়ের পর প্রথমবার স্বামী-স্ত্রী রূপে প্রকাশ্যে এলেন তারকাদম্পতি। রাজস্থানের উদয়পুরে এক বৃহৎ জলাশয়ের পাশে গাঁটছড়া বেঁধেছেন তাঁরা।
ছবি পোস্ট করলেন মুম্বইয়ের এক নামজাদা পাপারাৎজি। বিয়ের পর প্রথমবার স্বামী-স্ত্রী রূপে প্রকাশ্যে এলেন তারকাদম্পতি। রাজস্থানের উদয়পুরে এক বৃহৎ জলাশয়ের পাশে গাঁটছড়া বেঁধেছেন তাঁরা।
advertisement
5/6
চোপড়া এবং চড্ডা পরিবারের সদস্যদের পাশাপাশি বলিউডের তারকারা এবং রাজনৈতিক জগতের ব্যক্তিত্বদের উপস্থিতিতে বিয়ে হল ‘রাগণীতি’র। সিটি অফ লেকের লীলা প্যালেসে বিয়ের মণ্ডপ বসেছিল।
চোপড়া এবং চড্ডা পরিবারের সদস্যদের পাশাপাশি বলিউডের তারকারা এবং রাজনৈতিক জগতের ব্যক্তিত্বদের উপস্থিতিতে বিয়ে হল ‘রাগণীতি’র। সিটি অফ লেকের লীলা প্যালেসে বিয়ের মণ্ডপ বসেছিল।
advertisement
6/6
করণ জোহর, মণীশ মালহোত্রা, হরভজন সিং, অর্জুন কাপুর, আদিত্য ঠাকরে-সহ আরও অনেকে রবিবার দুপুর দুপুর উদয়পুর পৌঁছে গিয়েছিলেন। অন্যদিকে পরিণীতির তুতো দিদি প্রিয়াঙ্কা চোপড়া এবং তাঁর স্বামী নিক জোনাস এই শুভদিনে হাজিরা দিতে পারেননি।
করণ জোহর, মণীশ মালহোত্রা, হরভজন সিং, অর্জুন কাপুর, আদিত্য ঠাকরে-সহ আরও অনেকে রবিবার দুপুর দুপুর উদয়পুর পৌঁছে গিয়েছিলেন। অন্যদিকে পরিণীতির তুতো দিদি প্রিয়াঙ্কা চোপড়া এবং তাঁর স্বামী নিক জোনাস এই শুভদিনে হাজিরা দিতে পারেননি।
advertisement
advertisement
advertisement