Pari Paswan | Porn Video : 'পানীয়ে মাদক মিশিয়ে পর্ন ভিডিও শ্যুট', বিস্ফোরক প্রাক্তন মিস ইন্ডিয়া! রাজ কুন্দ্রা যোগ?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Pari Paswan : কুন্দ্রা কাণ্ডের সঙ্গে পরী পাসওয়ানের অভিযোগের কোনও যোগসূত্র আছে কিনা, সে সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি।
এবার ফের পর্ন ভিডিও র্যাকেটের বড়োসড়ো চক্রের অভিযোগ আনলেন প্রাক্তন মিস ইন্ডিয়া ইউনিভার্স! অভিযোগ, তাঁর ড্রিঙ্কসে মাদক মিশিয়ে অজ্ঞান করে তাঁর পর্ন ভিডিও শ্যুট করা হয়েছিল। এমনই বিস্ফোরক অভিযোগ এনেছেন প্রাক্তন মিস ইন্ডিয়া-ইউনিভার্স পরী পাসওয়ান (Pari Paswan)। জন্মসূত্রে ধানবাদের বাসিন্দা পরী মুম্বইতে পাড়ি দিয়েছিলেন ভাগ্য অন্বেষণে। গ্ল্যামার দুনিয়ার স্বপ্নের সিঁড়ি চড়তেই এমন অভিজ্ঞতার শিকার হয়েছেন বলেই দাবি এই প্রাক্তন মিস ইন্ডিয়া ইউনিভার্সের (Pari Paswan)।
advertisement
advertisement
কিন্তু নীরজের গ্রেপ্তারির পরই পরীর বিরুদ্ধে সোচ্চার হন তাঁর পরিবারের সদস্যরা। নীরজের দাদা চন্দন নিজের ভাইয়ের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। উল্টে নীরজের পরিবারের তরফে পরীর বিরুদ্ধে পর্ন ফিল্মে অভিনয় করার অভিযোগ আনেন তারা। জানান, পরীর আগে দু’বার বিয়ে হয়েছিল। আর তাঁর ১২ বছরের এক সন্তানও রয়েছে। এবার মিস ইন্ডিয়া ইউনিভার্স তাঁর ভাইয়ের জীবন নষ্ট করার চেষ্টা করছেন বলেও অভিযোগ নীরজের দাদার। সেইসঙ্গে রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি মামলায় পরী যুক্ত বলেও অভিযোগ তোলেন তাঁর শ্বশুরবাড়ির লোকজন।
advertisement
এই অভিযোগের জবাব দিতে গিয়েই পরী জানান, মুম্বইয়ে প্রতারণার শিকার হয়েছিলেন তিনি। কাজের জন্য এক প্রযোজনা সংস্থার অফিসে ডাকা হয়েছিল। সেখানে তাঁর ড্রিঙ্কসের সঙ্গে মাদক মিশিয়ে তাঁকে খাওয়ানো হয়েছিল। আর তা খেয়ে বেহুঁশ হয়ে গিয়েছিলেন পরী। সেই সময় তাঁর পর্ন ভিডিও শুট করা হয়। যা নেটদুনিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। সেই সময় নাকি মুম্বইয়ের এক থানায় অভিযোগ দায়ের করেছিলেন পরী পাসওয়ান। তবে তাতে বিশেষ লাভ হয়নি বলেই খবর।
advertisement
উল্লেখ্য, কিছুদিন আগেই পর্ন ফিল্ম কাণ্ডে রাজ কুন্দ্রার (Raj Kundra) নাম জড়িয়েছে। তা নিয়ে গোটা দেশে তুলকালাম বেঁধে যায়। ১৯ জুলাই শিল্পা শেট্টির স্বামীকে গ্রেফতার করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান। তবে কুন্দ্রা কাণ্ডের সঙ্গে পরী পাসওয়ানের অভিযোগের কোনও যোগসূত্র আছে কিনা, সে সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি।