Paresh Rawal Exits Hera Pheri 3 : ‘হেরা ফেরি ৩’ থেকে সরে দাঁড়ালেন পরেশ রাওয়াল, ফেরত দিলেন সুদ-সহ পারিশ্রমিকের টাকাও !

Last Updated:
'হেরা ফেরি'-র সিক্যুয়াল তাঁকে ছাড়া কার্যত ভাবাই অসম্ভব। তবে সেই সমস্ত আশায় জল ঢাললেন অভিনেতা পরেশ রাওয়াল (Paresh Rawal)। ছবির থেকে সরে দাঁড়ালেন তিনি ৷
1/5
হেরা ফেরি ৷ এই ছবির নাম শুনলেই তিন জন অভিনেতার মুখ চোখের সামনে ভেসে ওঠে ৷ যাঁদের কাউকে বাদ দিয়েই এই ছবির সিক্যুয়েল বানানো প্রায় অসম্ভব ৷ আর তাঁদের মধ্যে অবশ্যই একজন হলেন পরেশ রাওয়াল ৷ কিন্তু শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল ৷ ‘হেরা ফেরি ৩’ থেকে সরে দাঁড়ালেন ‘বাবু রাও গণপতরাও আপ্তে’ অর্থাৎ পরেশ রাওয়াল ৷ (Photo: Still From Movie Hera Pheri)
হেরা ফেরি ৷ এই ছবির নাম শুনলেই তিন জন অভিনেতার মুখ চোখের সামনে ভেসে ওঠে ৷ যাঁদের কাউকে বাদ দিয়েই এই ছবির সিক্যুয়েল বানানো প্রায় অসম্ভব ৷ আর তাঁদের মধ্যে অবশ্যই একজন হলেন পরেশ রাওয়াল ৷ কিন্তু শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল ৷ ‘হেরা ফেরি ৩’ থেকে সরে দাঁড়ালেন ‘বাবু রাও গণপতরাও আপ্তে’ অর্থাৎ পরেশ রাওয়াল ৷ (Photo: Still From Movie Hera Pheri)
advertisement
2/5
এতদিন পর্যন্ত এই ছবির সিক্যুয়েল থেকে তাঁর বেরিয়ে যাওয়ার খবর শোনা যাচ্ছিল। তবে অনেকেই আশা করেছিলেন, পরেশ রাওয়াল আবার এই ছবিতে ফিরে আসবেন। তবে দর্শকদের সেই আশা পূরণ হল না। কারণ ছবিটি থেকে পাকাপাকিভাবে বেরিয়ে গেলেন তিনি। (Photo: Still From Movie Hera Pheri)
এতদিন পর্যন্ত এই ছবির সিক্যুয়েল থেকে তাঁর বেরিয়ে যাওয়ার খবর শোনা যাচ্ছিল। তবে অনেকেই আশা করেছিলেন, পরেশ রাওয়াল আবার এই ছবিতে ফিরে আসবেন। তবে দর্শকদের সেই আশা পূরণ হল না। কারণ ছবিটি থেকে পাকাপাকিভাবে বেরিয়ে গেলেন তিনি। (Photo: Still From Movie Hera Pheri)
advertisement
3/5
জানা যাচ্ছে, পরেশ রাওয়ালের বিরুদ্ধে মামলা করেছিল অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা। অভিযোগ ছিল, পরেশ রাওয়াল এই ছবি থেকে সরে যাওয়ার ফলে নাকি বড় ক্ষতির মুখে পড়েছে প্রযোজনা সংস্থা। তবে জানা গিয়েছে, পরেশ রাওয়াল, এই ছবি থেকে বেরিয়ে গিয়ে ১৫ শতাংশ সুদ-সহ ১১ লাখ টাকা প্রযোজনা সংস্থাকে ফিরিয়ে দিয়েছেন। (Photo: Still From Movie Hera Pheri)
জানা যাচ্ছে, পরেশ রাওয়ালের বিরুদ্ধে মামলা করেছিল অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা। অভিযোগ ছিল, পরেশ রাওয়াল এই ছবি থেকে সরে যাওয়ার ফলে নাকি বড় ক্ষতির মুখে পড়েছে প্রযোজনা সংস্থা। তবে জানা গিয়েছে, পরেশ রাওয়াল, এই ছবি থেকে বেরিয়ে গিয়ে ১৫ শতাংশ সুদ-সহ ১১ লাখ টাকা প্রযোজনা সংস্থাকে ফিরিয়ে দিয়েছেন। (Photo: Still From Movie Hera Pheri)
advertisement
4/5
জানা যাচ্ছে, এই ছবিটি করার জন্য নাকি বাজারদরের থেকে ৩ গুণ টাকা বেশি নিয়েছিলেন পরেশ রাওয়াল। ছবিটির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল ২০২৬ থেকে। অক্ষয়ের প্রোডাকশন হাউজের তরফে এ বার দাবি করা হয়েছে, প্রাথমিক ভাবে (অগ্রিম) তাঁর চরিত্রের জন্য ১১ লক্ষ টাকার চেক নিয়েছিলেন পরেশ। প্রমোশনাল ভিডিও শুটেও তিনি অংশ নেন। তার পরে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান। (Photo: Still From Movie Hera Pheri)
জানা যাচ্ছে, এই ছবিটি করার জন্য নাকি বাজারদরের থেকে ৩ গুণ টাকা বেশি নিয়েছিলেন পরেশ রাওয়াল। ছবিটির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল ২০২৬ থেকে। অক্ষয়ের প্রোডাকশন হাউজের তরফে এ বার দাবি করা হয়েছে, প্রাথমিক ভাবে (অগ্রিম) তাঁর চরিত্রের জন্য ১১ লক্ষ টাকার চেক নিয়েছিলেন পরেশ। প্রমোশনাল ভিডিও শুটেও তিনি অংশ নেন। তার পরে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান। (Photo: Still From Movie Hera Pheri)
advertisement
5/5
পরিচালক প্রিয়দর্শনের কথায়, ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তাঁদের না বলে প্রথমে সোশ্যাল মিডিয়ায় জানান পরেশ রাওয়াল। পরিচালকের আফশোস, ‘‘সংবাদমাধ্যমে খবরটা বলার আগে একটা ফোন করে আমাকে বলতে পারত। আমরা তো দীর্ঘ দিনের বন্ধু।’’ (Photo: Still From Movie Hera Pheri)
পরিচালক প্রিয়দর্শনের কথায়, ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তাঁদের না বলে প্রথমে সোশ্যাল মিডিয়ায় জানান পরেশ রাওয়াল। পরিচালকের আফশোস, ‘‘সংবাদমাধ্যমে খবরটা বলার আগে একটা ফোন করে আমাকে বলতে পারত। আমরা তো দীর্ঘ দিনের বন্ধু।’’ (Photo: Still From Movie Hera Pheri)
advertisement
advertisement
advertisement