Super Flop Bollywood Actress: সুপারস্টার বাবা-মায়ের চূড়ান্ত ফ্লপ মেয়ে, অভিনয়ের কেরিয়ার ডোবার আগেই বিয়ে হিট হিরোকে! আর ফেরেননি ক্যামেরার সামনে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
বিয়ের পর আর কোনও দিনই ক্যামেরার সামনে আসেননি৷
advertisement
বলিউডের সঙ্গে তাঁর ছিল নিবিড় যোগাযোগ৷ ফলে তাঁর উপরও এর প্রভাব পড়েছিল৷ ১৯৯৫-এ বরসাত ছবিতে ববি দেওলের সঙ্গে আত্মপ্রকাশ করেন টুইঙ্কল। প্রথম ছবি বক্স অফিসে সফল হয়েছিল। হিট হওয়ার পর, টুইঙ্কল ধীরে ধীরে এগোতে থাকেন এই জগতে। বারসাতের পর টুইঙ্কল খান্না 'জান' ছবিতে অভিনয় করেছিলেন। এই ছবিটিও বক্স অফিসে হিট হয়েছিল।
advertisement
advertisement
তাঁর একের পর এক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়তে থাকে। আমির খানের সঙ্গে 'মেলা' ছবিতে ছিলেন টুইঙ্কল খান্না। এই সময়ে বলিউডের হিট নায়ক অক্ষয় কুমার-এর প্রেমে পড়েন তিনি। দুজনের মধ্যে সম্পর্ক গাঢ় হয়। টুইঙ্কল খান্না সিদ্ধান্ত নিয়েছিলেন যে মেলা হিট হলে তিনি অভিনয় জগতে থেকে যাবেন, না হলে একেবারেই বলিউড থেকে বিদায় নেবেন তিনি।
advertisement
advertisement