Paoli Dam : 'কান' কাঁপাচ্ছেন পাওলি দাম? লাল-সাদা জামদানি থেকে বালিতে রক্তিম বিকিনি, দেখুন ছবি...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
একেবারে বাঙালি বধূ সেজেই কান চলচ্চিত্রের রেড কার্পেটে হেঁটেছিলেন। সেই ছবি পোস্ট করে পাওলি (Paoli Dam) লিখেছেন, 'সযন্তে রেখেছি’।
হট ও সেনসুয়াস লুকের জন্য বরাবরই আলাদা নম্বর পেয়ে আসছেন অভিনেত্রী পাওলি দাম। আর সাহসী চরিত্রে অভিনয় করে থেকেছেন বির্তকের শিরোনামে। এখন রূপোলি পর্দা থেকে একটু দূরে রয়েছেন ঠিকই তবে ফটো সেশন করছেন প্রাণ খুলে। কান চলচ্চিত্র উৎসবে এমনই উষ্ণতা আর বালিতে মাখামাখি পাওলিকে আবিষ্কার করল ক্যামেরার লেন্স। Photo : Instagram
advertisement
advertisement
পাওলির ছবি কান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছিল। ছবির নাম ছিল 'ছত্রাক’। তবে সেই ছবির কারণে সমালোচনার মুখেও পড়তে হয় পাওলিকে। ইনস্টাগ্রামে কান চলচ্চিত্রের রেড কার্পেটের ছবি পোস্ট করেছেন পাওলি। যেখানে তিনি পরে রয়েছেন লাল–সাদা পাড়ের জামদানি শাড়ি, হাতে একগুচ্ছ লাল চুড়ি ও গলায় মানানসই গয়না। একেবারে বাঙালি বধূ সেজেই দশ বছর আগে তিনি কান চলচ্চিত্রের রেড কার্পেটে হেঁটেছিলেন। সেই ছবি পোস্ট করে পাওলি লিখেছেন, 'সযন্তে রেখেছি’, এরপর হ্যাশট্যাগ দিয়ে কানের স্মৃতি উল্লেখ করেন তিনি।
advertisement
advertisement
advertisement
করোনার দ্বিতীয় ঢেউ স্তিমিত হয়ে আসার পর 'থ্রি কোর্স মিল' ছবি দিয়েই শ্যুটিং শুরু করেছেন অভিনেত্রী। সুরক্ষাবিধি মেনে, রাসবিহারি অঞ্চলের একটি বাড়িতে হয়েছিল ‘বিরিয়ানি’র শ্যুট। 'থ্রি কোর্স মিল' একটি ফুড অ্যান্থোলজি ফিল্ম। তাতে রয়েছে তিনটি গল্প-- 'বিরিয়ানি', 'বেবি ফুড' ও 'রেড ভেলভেট'। হিন্দি ভাষাতেও প্রকাশ পাবে এটি। তিনটি গল্পের শ্যুটিংই শেষ। Photo : Instagram
advertisement