Pankaj Tripathi in Kolkata: ভিক্টোরিয়া মেমোরিয়ালের ধারে ফুচকার স্বাদে বর্ষার তিলোত্তমায় মুগ্ধ পঙ্কজ, রইল তাঁর কলকাতা-অ্যালবাম

Last Updated:
Pankaj Tripathi in Kolkata: মেঘঢাকা আকাশের নীচে ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে চুটিয়ে ফুচকা খেলেন পঙ্কজ
1/10
দর্শক মজেছেন তাঁর অভিনয়ে ৷ আর তিনি মুগ্ধ কলকাতার আবেশে ৷ সেই প্রিয় শহরেই ঘুরে গেলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী ৷
দর্শক মজেছেন তাঁর অভিনয়ে ৷ আর তিনি মুগ্ধ কলকাতার আবেশে ৷ সেই প্রিয় শহরেই ঘুরে গেলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী ৷
advertisement
2/10
সোমবার কলকাতায় এসেছিলেন পঙ্কজ ‘ওমকারা’, ‘রাবণ’, ‘নিউটন’, ‘গুন্ডে’-এর অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী ৷
সোমবার কলকাতায় এসেছিলেন পঙ্কজ ‘ওমকারা’, ‘রাবণ’, ‘নিউটন’, ‘গুন্ডে’-এর অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী ৷
advertisement
3/10
কলকাতায় শুধু আসা নয় ৷ বর্ষার কলকাতার আমেজ উপভোগ করলেন অভিনেতা ৷
কলকাতায় শুধু আসা নয় ৷ বর্ষার কলকাতার আমেজ উপভোগ করলেন অভিনেতা ৷
advertisement
4/10
পঙ্কজের কলকাতা সফরের পাশে ছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়
পঙ্কজের কলকাতা সফরের পাশে ছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়
advertisement
5/10
সৃজিতের আগামী হিন্দি ছবি ‘শেরদিল : দ্য পিলিভিট সাগা’-য় পঙ্কজ অভিনয় করেছেন ‘গঙ্গারাম’ চরিত্রে
সৃজিতের আগামী হিন্দি ছবি ‘শেরদিল : দ্য পিলিভিট সাগা’-য় পঙ্কজ অভিনয় করেছেন ‘গঙ্গারাম’ চরিত্রে
advertisement
6/10
মেঘঢাকা আকাশের নীচে ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে চুটিয়ে ফুচকা খেলেন পঙ্কজ
মেঘঢাকা আকাশের নীচে ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে চুটিয়ে ফুচকা খেলেন পঙ্কজ
advertisement
7/10
পঙ্কজের স্ত্রী কলকাতারই মেয়ে ৷ তাই কলকাতার খাবার, সংস্কৃতির সঙ্গে তিনি দিব্যি পরিচিত
পঙ্কজের স্ত্রী কলকাতারই মেয়ে ৷ তাই কলকাতার খাবার, সংস্কৃতির সঙ্গে তিনি দিব্যি পরিচিত
advertisement
8/10
পঙ্কজ কলকাতায় এসেছিলেন ‘শেরদিল : দ্য পিলিভিট সাগা’-র পরিচালনা উপলক্ষে ৷ এই প্রথম তাঁর সঙ্গে কাজ করলেন সৃজিত
পঙ্কজ কলকাতায় এসেছিলেন ‘শেরদিল : দ্য পিলিভিট সাগা’-র পরিচালনা উপলক্ষে ৷ এই প্রথম তাঁর সঙ্গে কাজ করলেন সৃজিত
advertisement
9/10
আগামী ২৪ জুন মুক্তি পাবে ‘শেরদিল : দ্য পিলিভিট সাগা’
আগামী ২৪ জুন মুক্তি পাবে ‘শেরদিল : দ্য পিলিভিট সাগা’
advertisement
10/10
ভরদুপুরে ফুচকাহাতে তারকাকে দেখে মুগ্ধ পথচারীরা
ভরদুপুরে ফুচকাহাতে তারকাকে দেখে মুগ্ধ পথচারীরা
advertisement
advertisement
advertisement