পুরনো বাদ্যযন্ত্রে বৃক্ষরোপণ, পণ্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়ের অভিনব উদ্যোগ ‘গ্রিন তবলা’

Last Updated:
করোনা আবহে সকলের মন খারাপ। বাড়িতে বসে সৃজনশীল কিছু করলে মন্দ হয় না। বৃক্ষরোপণ অত্যন্ত ভাল উদ্যোগ।
1/5
বিশিষ্ট তবলা শিল্পী পণ্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায় দিলেন এক নতুন চমক। তিনি তাঁর মিউজিক্যাল জার্নিতে পেয়েছেন জিমার মতো পুরস্কারও। তৈরি করেছেন রিদম এক্সপ্রেসের মতো ফিউশন ব্যান্ডও। তিনি সম্প্রতি নিয়ে এলেন তাঁর ‘গ্রিন তবলা’। Story: Arunima Dey
বিশিষ্ট তবলা শিল্পী পণ্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায় দিলেন এক নতুন চমক। তিনি তাঁর মিউজিক্যাল জার্নিতে পেয়েছেন জিমার মতো পুরস্কারও। তৈরি করেছেন রিদম এক্সপ্রেসের মতো ফিউশন ব্যান্ডও। তিনি সম্প্রতি নিয়ে এলেন তাঁর ‘গ্রিন তবলা’। Story: Arunima Dey
advertisement
2/5
চারিদিকে করোনা আবহ, এইরকম পরিস্থিতিতে সকলের মন খারাপ। বাড়িতে বসে সৃজনশীল কিছু করলে মন্দ হয় না। বৃক্ষরোপন অত্যন্ত ভাল উদ্যোগ। এর মাধ্যমে প্রকৃতি শ্যামলা, সুফলা তো হয়ই। তার সঙ্গে থাকে সৃষ্টি করার আনন্দ। একটি জীবনকে লালন করার তৃপ্তি। এর সঙ্গে যদি মেলে সুর, তাল, ছন্দ তাহলে তো আর কোনও কথাই হয় না।
চারিদিকে করোনা আবহ, এইরকম পরিস্থিতিতে সকলের মন খারাপ। বাড়িতে বসে সৃজনশীল কিছু করলে মন্দ হয় না। বৃক্ষরোপন অত্যন্ত ভাল উদ্যোগ। এর মাধ্যমে প্রকৃতি শ্যামলা, সুফলা তো হয়ই। তার সঙ্গে থাকে সৃষ্টি করার আনন্দ। একটি জীবনকে লালন করার তৃপ্তি। এর সঙ্গে যদি মেলে সুর, তাল, ছন্দ তাহলে তো আর কোনও কথাই হয় না।
advertisement
3/5
পণ্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়ের গ্রিন তবলা এমনই একটি উদ্যোগ। তবলা একটা বাদ্যযন্ত্র, তাতে বৃক্ষরোপণ করে নতুন এক দিক দেখালেন শিল্পী। অব্যবহৃত তবলার খোলে বসালেন গাছ। সাজালেন বাড়ির ছাদ,বসার ঘর।
পণ্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়ের গ্রিন তবলা এমনই একটি উদ্যোগ। তবলা একটা বাদ্যযন্ত্র, তাতে বৃক্ষরোপণ করে নতুন এক দিক দেখালেন শিল্পী। অব্যবহৃত তবলার খোলে বসালেন গাছ। সাজালেন বাড়ির ছাদ,বসার ঘর।
advertisement
4/5
 বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এমন এক অভিনব উদ্যোগ নিলেন শিল্পী। তিনি জানান,'এমন অনেক তবলা রয়েছে যেগুলো এখন আর ব্যবহার করি না। সেগুলো ঘরে পড়েই ছিল। মনে হল এই ভাবে যদি কাজে লাগে,ভালো হয়। এই সব তবলার সঙ্গে অনেক স্মৃতি রয়েছে। সেগুলো চোখের সামনেও থাকছে,ঘরের শোভাও বাড়াচ্ছে, পরিবেশের কাজেও লাগছে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এমন এক অভিনব উদ্যোগ নিলেন শিল্পী। তিনি জানান,'এমন অনেক তবলা রয়েছে যেগুলো এখন আর ব্যবহার করি না। সেগুলো ঘরে পড়েই ছিল। মনে হল এই ভাবে যদি কাজে লাগে,ভালো হয়। এই সব তবলার সঙ্গে অনেক স্মৃতি রয়েছে। সেগুলো চোখের সামনেও থাকছে,ঘরের শোভাও বাড়াচ্ছে, পরিবেশের কাজেও লাগছে।
advertisement
5/5
এই ভাবনার নেপথ্যে রয়েছেন সুদীপ্ত চন্দ। ওঁর বলা ভাবনাটা আমার খুবই ভালো লেগে যায়। ঘরের অব্যবহৃত তবলা গুলো নিয়ে বানিয়ে ফেললাম গ্রিন তবলা। টবের জায়গায় তবলা দিয়ে রিপ্লেস করেছি। ঘরের অন্দরসজ্জাতেও খুব সুন্দর লাগছে বাদ্যযন্ত্রের সাথে গাছের এই সজ্জা।  তিনি আরও বলেন, '৫ জুন আমার জন্মদিনও। এরকম একটা কাজ এই বিশেষ দিন উপলক্ষে করতে পেরে খুবই ভালো লাগছে।'
এই ভাবনার নেপথ্যে রয়েছেন সুদীপ্ত চন্দ। ওঁর বলা ভাবনাটা আমার খুবই ভালো লেগে যায়। ঘরের অব্যবহৃত তবলা গুলো নিয়ে বানিয়ে ফেললাম গ্রিন তবলা। টবের জায়গায় তবলা দিয়ে রিপ্লেস করেছি। ঘরের অন্দরসজ্জাতেও খুব সুন্দর লাগছে বাদ্যযন্ত্রের সাথে গাছের এই সজ্জা।  তিনি আরও বলেন, '৫ জুন আমার জন্মদিনও। এরকম একটা কাজ এই বিশেষ দিন উপলক্ষে করতে পেরে খুবই ভালো লাগছে।'
advertisement
advertisement
advertisement