Pallavi Dey Death: প্রিয় মানুষদের নিয়ে আলাদা অ্যালবাম ছিল পল্লবীর, কারা ছিলেন তালিকায়?

Last Updated:
Pallavi Dey Death: প্রাণপ্রাচুর্যে ভরপুর ছিলেন পল্লপী৷ প্রত্যেক মুহূর্ত উদযাপন করতে ভালবাসতেন৷ আর খুব কাছের যাঁরা, তাঁদের নিয়েই ইনস্টাগ্রামে বানিয়েছিলেন আলাদা আলাদা অ্যালবাম৷
1/5
প্রাণপ্রাচুর্যে ভরপুর ছিলেন পল্লপী৷ প্রত্যেক মুহূর্ত উদযাপন করতে ভালবাসতেন৷ আর খুব কাছের যাঁরা, তাঁদের নিয়েই ইনস্টাগ্রামে বানিয়েছিলেন আলাদা আলাদা অ্যালবাম৷
প্রাণপ্রাচুর্যে ভরপুর ছিলেন পল্লপী৷ প্রত্যেক মুহূর্ত উদযাপন করতে ভালবাসতেন৷ আর খুব কাছের যাঁরা, তাঁদের নিয়েই ইনস্টাগ্রামে বানিয়েছিলেন আলাদা আলাদা অ্যালবাম৷
advertisement
2/5
গত রবিবার গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেত্রীর পল্লবী দের (Pallavi Dey) ঝুলন্ত দেহ। এর পরেই সন্দেহের তির ঘুরেছে তাঁর প্রেমিক সাগ্নিক চক্রবর্তীর (Sagnik Chakraborty) দিকে। তাঁর ইনস্টাগ্রাম হাইলাইটের প্রথমেই রয়েছেন এই সাগ্নিক৷ সাগ্নিককে পাপা বলে ডাকতেন পল্লবী৷ হাইলাইটটিও সেই নামে৷
গত রবিবার গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেত্রীর পল্লবী দের (Pallavi Dey) ঝুলন্ত দেহ। এর পরেই সন্দেহের তির ঘুরেছে তাঁর প্রেমিক সাগ্নিক চক্রবর্তীর (Sagnik Chakraborty) দিকে। তাঁর ইনস্টাগ্রাম হাইলাইটের প্রথমেই রয়েছেন এই সাগ্নিক৷ সাগ্নিককে পাপা বলে ডাকতেন পল্লবী৷ হাইলাইটটিও সেই নামে৷
advertisement
3/5
পল্লবীর দে একদা রুমমেট ছিলেন অভিনেত্রী প্রত্যুষা পাল৷ একসঙ্গেই ওঠাবসা ছিল তাঁদের৷ দিদি নম্বর ওয়ানেও একসঙ্গে এসেছিলেন তাঁরা৷ সঙ্গে ছিলেন মায়েরা৷ শেয়ার করেছিলেন মজার মজার কত কথা৷ পল্লবীর ফ্ল্যাটে থাকতে এসেছিলেন প্রত্যুষা৷ ভাগাভাগি করে রান্না করতেন৷ লকডাউনে যে যার বাড়ি চলে যান৷ কিন্তু বন্ধুত্ব ছিল একই৷ মৃত্যুর আগের রাতে পল্লবী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে প্রত্যুষার সঙ্গেই ছবি দিয়েছিলেন৷ সেই স্টোরি শেয়ার করেছিলেন প্রত্যুষা৷ প্রত্যুষাকে নিয়েও আলাদা অ্যালবাম রয়েছে পল্লবীর৷
পল্লবীর দে একদা রুমমেট ছিলেন অভিনেত্রী প্রত্যুষা পাল৷ একসঙ্গেই ওঠাবসা ছিল তাঁদের৷ দিদি নম্বর ওয়ানেও একসঙ্গে এসেছিলেন তাঁরা৷ সঙ্গে ছিলেন মায়েরা৷ শেয়ার করেছিলেন মজার মজার কত কথা৷ পল্লবীর ফ্ল্যাটে থাকতে এসেছিলেন প্রত্যুষা৷ ভাগাভাগি করে রান্না করতেন৷ লকডাউনে যে যার বাড়ি চলে যান৷ কিন্তু বন্ধুত্ব ছিল একই৷ মৃত্যুর আগের রাতে পল্লবী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে প্রত্যুষার সঙ্গেই ছবি দিয়েছিলেন৷ সেই স্টোরি শেয়ার করেছিলেন প্রত্যুষা৷ প্রত্যুষাকে নিয়েও আলাদা অ্যালবাম রয়েছে পল্লবীর৷
advertisement
4/5
প্রাণবন্ত ছিলেন পল্লবী৷ ভালবাসতেন হাসি-মজা-ঠাট্টায় জীবন কাটিয়ে দিতে৷ একথাই বারবার বলছেন পল্লবীর বন্ধুমহল৷ অভিনেত্রী ভাবনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বেশ ভাল বন্ধুত্ব ছিল পল্লবীর৷ লকডাউনে পল্লবীর বাড়ি গিয়েছিলেন ভাবনা-প্রত্যুষা৷ টেকনিশায়ান স্টুডিওর আলাদা ফ্লোরে কাজ হত দুই বন্ধুর৷ ভাবনার সঙ্গে কাটানো মুহূর্তগুলি পল্লবী গেঁথে রেখেছেন আলাদা একটি হাইলাইটে৷
প্রাণবন্ত ছিলেন পল্লবী৷ ভালবাসতেন হাসি-মজা-ঠাট্টায় জীবন কাটিয়ে দিতে৷ একথাই বারবার বলছেন পল্লবীর বন্ধুমহল৷ অভিনেত্রী ভাবনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বেশ ভাল বন্ধুত্ব ছিল পল্লবীর৷ লকডাউনে পল্লবীর বাড়ি গিয়েছিলেন ভাবনা-প্রত্যুষা৷ টেকনিশায়ান স্টুডিওর আলাদা ফ্লোরে কাজ হত দুই বন্ধুর৷ ভাবনার সঙ্গে কাটানো মুহূর্তগুলি পল্লবী গেঁথে রেখেছেন আলাদা একটি হাইলাইটে৷
advertisement
5/5
পল্লবীর মৃত্যুর পর থেকেই ঐন্দ্রিলা মুখোপাধ্যায়ের দিকে অভিযোগের তীর গিয়েছে৷ এই ঐন্দ্রিলাও আছেন পল্লবীর অ্যালবামে৷
পল্লবীর মৃত্যুর পর থেকেই ঐন্দ্রিলা মুখোপাধ্যায়ের দিকে অভিযোগের তীর গিয়েছে৷ এই ঐন্দ্রিলাও আছেন পল্লবীর অ্যালবামে৷
advertisement
advertisement
advertisement