Pallavi Dey Death: প্রিয় মানুষদের নিয়ে আলাদা অ্যালবাম ছিল পল্লবীর, কারা ছিলেন তালিকায়?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Pallavi Dey Death: প্রাণপ্রাচুর্যে ভরপুর ছিলেন পল্লপী৷ প্রত্যেক মুহূর্ত উদযাপন করতে ভালবাসতেন৷ আর খুব কাছের যাঁরা, তাঁদের নিয়েই ইনস্টাগ্রামে বানিয়েছিলেন আলাদা আলাদা অ্যালবাম৷
advertisement
advertisement
পল্লবীর দে একদা রুমমেট ছিলেন অভিনেত্রী প্রত্যুষা পাল৷ একসঙ্গেই ওঠাবসা ছিল তাঁদের৷ দিদি নম্বর ওয়ানেও একসঙ্গে এসেছিলেন তাঁরা৷ সঙ্গে ছিলেন মায়েরা৷ শেয়ার করেছিলেন মজার মজার কত কথা৷ পল্লবীর ফ্ল্যাটে থাকতে এসেছিলেন প্রত্যুষা৷ ভাগাভাগি করে রান্না করতেন৷ লকডাউনে যে যার বাড়ি চলে যান৷ কিন্তু বন্ধুত্ব ছিল একই৷ মৃত্যুর আগের রাতে পল্লবী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে প্রত্যুষার সঙ্গেই ছবি দিয়েছিলেন৷ সেই স্টোরি শেয়ার করেছিলেন প্রত্যুষা৷ প্রত্যুষাকে নিয়েও আলাদা অ্যালবাম রয়েছে পল্লবীর৷
advertisement
প্রাণবন্ত ছিলেন পল্লবী৷ ভালবাসতেন হাসি-মজা-ঠাট্টায় জীবন কাটিয়ে দিতে৷ একথাই বারবার বলছেন পল্লবীর বন্ধুমহল৷ অভিনেত্রী ভাবনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বেশ ভাল বন্ধুত্ব ছিল পল্লবীর৷ লকডাউনে পল্লবীর বাড়ি গিয়েছিলেন ভাবনা-প্রত্যুষা৷ টেকনিশায়ান স্টুডিওর আলাদা ফ্লোরে কাজ হত দুই বন্ধুর৷ ভাবনার সঙ্গে কাটানো মুহূর্তগুলি পল্লবী গেঁথে রেখেছেন আলাদা একটি হাইলাইটে৷
advertisement