Palak Tiwari : সইফ আলি খানের ছেলের সঙ্গে প্রেম করছেন? তার মাঝেই পারদ চড়ালেন পলক তিওয়ারি

Last Updated:
Palak Tiwari : সইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানের সঙ্গে নাটি ডেট করছেন। পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দিও হয়েছেন তিনি।
1/12
কিছুদিন আগেই পঞ্জাবি গায়ক হার্ডি সান্ধুর মিউজিক ভিডিওয় কাজ করেছেন পলক তিওয়ারি। তার পর থেকেই তিনি সোশ্যাল মিডিয়া সেনসেশন।
কিছুদিন আগেই পঞ্জাবি গায়ক হার্ডি সান্ধুর মিউজিক ভিডিওয় কাজ করেছেন পলক তিওয়ারি। তার পর থেকেই তিনি সোশ্যাল মিডিয়া সেনসেশন।
advertisement
2/12
এবার স্কার্টের সঙ্গে ব্রালেট পরে পারদ চড়ালেন শ্বেতা তিওয়ারির মেয়ে।
এবার স্কার্টের সঙ্গে ব্রালেট পরে পারদ চড়ালেন শ্বেতা তিওয়ারির মেয়ে।
advertisement
3/12
মিউজিক ভিডিও ছাড়াও ইতিমধ্যেই গুঞ্জনও তৈরি হয়েছে পলক তিওয়ারির।
মিউজিক ভিডিও ছাড়াও ইতিমধ্যেই গুঞ্জনও তৈরি হয়েছে পলক তিওয়ারির।
advertisement
4/12
সাদা জাম্পস্যুটে নিঃসন্দেহে  স্টাইলিশ লাগছে পলককে। ইতিমধ্যেই তিনি বেশ চর্চিত।
সাদা জাম্পস্যুটে নিঃসন্দেহে স্টাইলিশ লাগছে পলককে। ইতিমধ্যেই তিনি বেশ চর্চিত।
advertisement
5/12
সইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানের সঙ্গে নাটি ডেট করছেন। পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দিও হয়েছেন তিনি।
সইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানের সঙ্গে নাটি ডেট করছেন। পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দিও হয়েছেন তিনি।
advertisement
6/12
একই গাড়িতে দুজনকে দেখা যায়। মুখ লুকোচ্ছিলেন পলক। তার পর থেকেই জল্পনা শুরু।
একই গাড়িতে দুজনকে দেখা যায়। মুখ লুকোচ্ছিলেন পলক। তার পর থেকেই জল্পনা শুরু।
advertisement
7/12
যদিও সম্পর্কের কথা স্বীকার করেননি। তাঁর কথায় ইব্রাহিম শুধুই তাঁর 'গুড ফ্রেন্ড'।
যদিও সম্পর্কের কথা স্বীকার করেননি। তাঁর কথায় ইব্রাহিম শুধুই তাঁর 'গুড ফ্রেন্ড'।
advertisement
8/12
কিন্তু মুখ লুকোচ্ছিলেন কেন প্রশ্ন করাতে তিনি বলেন, মা শ্বেতা তিওয়ারি জানতেন না। তাই মুখ লুকোনো।
কিন্তু মুখ লুকোচ্ছিলেন কেন প্রশ্ন করাতে তিনি বলেন, মা শ্বেতা তিওয়ারি জানতেন না। তাই মুখ লুকোনো।
advertisement
9/12
কিন্তু বিটাউনে জল্পনা চলছে, সইফ পুত্রের সঙ্গে সম্পর্কে আছেন পলক।
কিন্তু বিটাউনে জল্পনা চলছে, সইফ পুত্রের সঙ্গে সম্পর্কে আছেন পলক।
advertisement
10/12
এই আউটফিটে স্টাইলিশ লুক পলকের। তাঁর অনুরাগীও আছেন অনেকেই।
এই আউটফিটে স্টাইলিশ লুক পলকের। তাঁর অনুরাগীও আছেন অনেকেই।
advertisement
11/12
কালো রঙের কো-অর্ড সেট চেপে আছে তাঁর শরীর। হট লুক পলকের।
কালো রঙের কো-অর্ড সেট চেপে আছে তাঁর শরীর। হট লুক পলকের।
advertisement
12/12
শ্বেতা তিওয়ারির মেয়ে পলক কিছুদিনের মধ্য়েই বলিউডেও ডেবিউ করতে চলেছেন।
শ্বেতা তিওয়ারির মেয়ে পলক কিছুদিনের মধ্য়েই বলিউডেও ডেবিউ করতে চলেছেন।
advertisement
advertisement
advertisement