OTT-তে সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে ১০০০ কোটি টাকার এই ছবি, মিলছে ইউটিউবেও; এই সুযোগ হাতছাড়া করলে কি চলে?
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
তবে অনেকেই হয়তো জানেন না যে, ১৯ বছর আগে একটি ছবি ১০০০ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছিল। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি ছবি বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল।
সাম্প্রতিক সময়ে ১০০০ কোটি টাকার ছবি তো সাধারণ বিষয় হয়ে রয়েছে। বিশেষ করে ‘বাহুবলী ২’-এর পরে হাজার কোটির মাপকাঠি ছুঁতে চাইছে প্রায় প্রত্যেক ইন্ডাস্ট্রিই। কিন্তু চেষ্টা করলেও কেউ তা পারেনি। তবে ব্যতিক্রম ‘পুষ্পা ২’। তবে অনেকেই হয়তো জানেন না যে, ১৯ বছর আগে একটি ছবি ১০০০ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছিল। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি ছবি বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল।
advertisement
IMDB থেকে মিলেছিল ৭.৮ রেটিং। অনেকেরই হয়তো মনে থাকবে হৃতিক রোশন এবং পূজা হেগড়ে অভিনীত ছবি ‘মহেঞ্জোদারো’-র কথা। মূলত ঐতিহাসিক সভ্যতার গল্পের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল এই ছবিটি। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ছবিটি। তবে এই ধরনের সভ্যতার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল অন্য একটি ছবি। ১৯ বছর আগে সেই ছবিটিও সারা বিশ্বের বক্স অফিসের রেকর্ড ভেঙে দিয়েছিল।
advertisement
আসলে এখানে কথা হচ্ছে, ‘Apocalypto’ বা ‘অ্যাপোক্যালিপ্টো’ ছবির বিষয়ে। খ্রিস্ট পূর্ব ১৫১৭-র মায়া সভ্যতার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল ছবিটি। যদিও এই ছবির ক্ষেত্রে দর্শকদের তেমন সাড়া পাওয়া যায়নি। মূলত একজন আদিবাসী পুরুষ এবং তাঁর সমাজকে কেন্দ্র করেই ছবির গল্প আবর্তিত হয়েছে। সেই আদিবাসী ব্যক্তির নাম জাগুয়ার পাও। উত্তর আমেরিকার মায়া সভ্যতার উপর আধারিত ছিল এই ছবির গল্পটি।
advertisement
advertisement
তার পরের দিন সকালে আচমকাই আরও একটি প্রতিদ্বন্দ্বী বা শত্রু উপজাতি পক্ষ আক্রমণ করে বসে। বিপদ বুঝে নিজের স্ত্রী এবং সন্তানদের নিয়ে একটি কুয়োয় নিরাপদে আশ্রয় নিয়েছিলেন জাগুয়ার পাও। যদিও আক্রমণকারীরা কয়েকজনকে হত্যা করে। জাগুয়ার-সহ বাকিরা যারা জীবিত ছিলেন, তাঁদের ক্রীতদাস হিসেবে বন্দি করা হয়। তাদের রাজ্যপাট কেড়ে নেওয়া হয়। কিন্তু এটাই কি ছিল আক্রমণের আসল কারণ? সব শেষে নিজের স্ত্রী এবং সন্তানদের কি আবার ফিরে পাবেন জাগুয়ার? এই মর্মান্তিক ঘটনায় কীভাবেই বা বাঁচলেন তিনি? এই সমস্ত বিষয়কে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে ছবির গল্প।
advertisement
ছবিটি পরিচালনা করেছেন মেল গিবসন। ৭৯-তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এ তিনটি মনোনয়ন পেয়েছিল এটি। শোনা যায় যে, ৪০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছিল ‘Apocalypto’। আজকের সময়ের প্রেক্ষিতে এই ছবির বাজেট ছিল ৩৩৪ কোটি টাকা। আর এই রেকর্ড-ভাঙা ছবিটি সংগ্রহ করেছিল ১২০.৭ মিলিয়ন ডলার। অর্থাৎ এই ছবির আয় ছিল ১০০৫ কোটি টাকা। বর্তমানে Prime Video-য় এই ছবির স্ট্রিমিং হচ্ছে।