যিশু খ্রিস্ট, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধি... এক ছবিতে ৪৫ চরিত্রে অভিনয় ! গিনেস বুকও কুর্নিশ করেছে এই দক্ষিণী ছবির অভিনেতাকে

Last Updated:
তাঁর নাম জনসন জর্জ। অনেকেই তাঁকে চিনবেন না। কিন্তু, একই ছবিতে ৪৫টি চরিত্রে অভিনয়ের বিশ্বরেকর্ড রয়েছে তাঁরই হাতে! গিনেস বুকও তা মেনে নিতে বাধ্য হয়েছে এবং অভিনেতাকে দিয়েছে তাঁর প্রাপ্য সম্মান।
1/5
একক মঞ্চ অভিনয়ের প্রথা এ দেশে বহু পুরনো, পান্ডবানি শৈলী তার পরিচায়ক। আধুনিক সময়েও বহু অভিনেতাকে মঞ্চে একাই বিবিধ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। ছায়াছবির জগতেও তার রেকর্ড রয়েছে। ‘নয়া দিন নয়ি রাত’ ছবিতে সঞ্জীব কুমারের ৯টি চরিত্রে অভিনয়, ‘নবরাত্রি’ ছবিতে শিবাজি গণেশনের ৯টি চরিত্রে অভিনয়, ‘দশাবতারম’ ছবিকে কমল হাসানের ১০টি চরিত্রে অভিনয়, ‘হোয়াটস ইয়োর রাশি’ ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার ১২টি চরিত্রে অভিনয়- দর্শক অবাক হয়ে দেখেছেন। কে সেরা, সেই প্রশ্ন আপাতত তোলা থাক! সংখ্যাগত বিচারে এক দক্ষিণী ছবির অভিনেতা কিন্তু টেক্কা দিয়েছেন এঁদের সবাইকে।
একক মঞ্চ অভিনয়ের প্রথা এ দেশে বহু পুরনো, পান্ডবানি শৈলী তার পরিচায়ক। আধুনিক সময়েও বহু অভিনেতাকে মঞ্চে একাই বিবিধ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। ছায়াছবির জগতেও তার রেকর্ড রয়েছে। ‘নয়া দিন নয়ি রাত’ ছবিতে সঞ্জীব কুমারের ৯টি চরিত্রে অভিনয়, ‘নবরাত্রি’ ছবিতে শিবাজি গণেশনের ৯টি চরিত্রে অভিনয়, ‘দশাবতারম’ ছবিকে কমল হাসানের ১০টি চরিত্রে অভিনয়, ‘হোয়াটস ইয়োর রাশি’ ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার ১২টি চরিত্রে অভিনয়- দর্শক অবাক হয়ে দেখেছেন। কে সেরা, সেই প্রশ্ন আপাতত তোলা থাক! সংখ্যাগত বিচারে এক দক্ষিণী ছবির অভিনেতা কিন্তু টেক্কা দিয়েছেন এঁদের সবাইকে।
advertisement
2/5
তাঁর নাম জনসন জর্জ। অনেকেই তাঁকে চিনবেন না। কিন্তু, একই ছবিতে ৪৫টি চরিত্রে অভিনয়ের বিশ্বরেকর্ড রয়েছে তাঁরই হাতে! গিনেস বুকও তা মেনে নিতে বাধ্য হয়েছে এবং অভিনেতাকে দিয়েছে তাঁর প্রাপ্য সম্মান। ১২ সেপ্টেম্বর, ২০১৮ সালে এই স্বীকৃতি জনসন লাভ করেছিলেন। এর থেকে বুঝে নিতে অসুবিধা নেই যে ছবিটিও নির্মিত হয়েছিল ২০১৮ সালেই।
তাঁর নাম জনসন জর্জ। অনেকেই তাঁকে চিনবেন না। কিন্তু, একই ছবিতে ৪৫টি চরিত্রে অভিনয়ের বিশ্বরেকর্ড রয়েছে তাঁরই হাতে! গিনেস বুকও তা মেনে নিতে বাধ্য হয়েছে এবং অভিনেতাকে দিয়েছে তাঁর প্রাপ্য সম্মান। ১২ সেপ্টেম্বর, ২০১৮ সালে এই স্বীকৃতি জনসন লাভ করেছিলেন। এর থেকে বুঝে নিতে অসুবিধা নেই যে ছবিটিও নির্মিত হয়েছিল ২০১৮ সালেই।
advertisement
3/5
পি আর উন্নিকৃষ্ণণের আরানু নজন ছবি ২০১৮ সালের মার্চে মুক্তি পায় প্রেক্ষাগৃহে। মুক্তির পর ছবিটি সেরকম ভাল ব্যবসা দিতে পারেনি। কিন্তু জনসনের একসঙ্গে ৪৫টি চরিত্রে অভিনয়ের সূত্রে যখন গিনেস বুকের স্বীকৃতি মেলে, তখন ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়।
পি আর উন্নিকৃষ্ণণের আরানু নজন ছবি ২০১৮ সালের মার্চে মুক্তি পায় প্রেক্ষাগৃহে। মুক্তির পর ছবিটি সেরকম ভাল ব্যবসা দিতে পারেনি। কিন্তু জনসনের একসঙ্গে ৪৫টি চরিত্রে অভিনয়ের সূত্রে যখন গিনেস বুকের স্বীকৃতি মেলে, তখন ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়।
advertisement
4/5
ছবিতে যিশু খ্রিস্ট, লিওনার্দো দা ভিঞ্চি, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধির মতো বিশ্বপ্রসিদ্ধ প্রবাদপুরুষদের চরিত্রে জনসনকে দেখা গিয়েছে। ছবিতে তাঁর চরিত্রটির নাম ছিল গ্লোব ম্যান। এ হেন গ্লোব ম্যান সব সময়ে এক গ্লোব নিয়ে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করে, তাও টাইম মেশিনের মতো একেক সময়ে। সেখানেই সে একেকটি বিখ্যাত কিংবদন্তি চরিত্র হয়ে ওঠে। পরিচালক পি আর উন্নিকৃষ্ণণ এই ছবির মধ্যে দিয়ে মানবজীবনের লক্ষ্য, অস্তিত্বের মূল বোধের মতো বিষয়গুলি তুলে ধরতে চেয়েছিলেন।
ছবিতে যিশু খ্রিস্ট, লিওনার্দো দা ভিঞ্চি, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধির মতো বিশ্বপ্রসিদ্ধ প্রবাদপুরুষদের চরিত্রে জনসনকে দেখা গিয়েছে। ছবিতে তাঁর চরিত্রটির নাম ছিল গ্লোব ম্যান। এ হেন গ্লোব ম্যান সব সময়ে এক গ্লোব নিয়ে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করে, তাও টাইম মেশিনের মতো একেক সময়ে। সেখানেই সে একেকটি বিখ্যাত কিংবদন্তি চরিত্র হয়ে ওঠে। পরিচালক পি আর উন্নিকৃষ্ণণ এই ছবির মধ্যে দিয়ে মানবজীবনের লক্ষ্য, অস্তিত্বের মূল বোধের মতো বিষয়গুলি তুলে ধরতে চেয়েছিলেন।
advertisement
5/5
৪৫টি চরিত্রে একা যেখানে লড়ে যাচ্ছেন জনসন, সেখানে ছবির দৈর্ঘ্য নিয়েও অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। তবে, তা খুব একটা বেশি নয়। প্রায় ১ ঘণ্টা ৪৭ মিনিট এই ছবির মেয়াদ। দর্শকের মতামত যা-ই হোক না কেন, আরানু নজন নিঃসন্দেহেই মলয়ালম ছবির এক সম্পদ। কেরলের জনসন জর্জও যে রেকর্ড গড়েছেন, এখনও পর্যন্ত তা তো আর কাউকে ভাঙতে দেখা গেল না!
৪৫টি চরিত্রে একা যেখানে লড়ে যাচ্ছেন জনসন, সেখানে ছবির দৈর্ঘ্য নিয়েও অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। তবে, তা খুব একটা বেশি নয়। প্রায় ১ ঘণ্টা ৪৭ মিনিট এই ছবির মেয়াদ। দর্শকের মতামত যা-ই হোক না কেন, আরানু নজন নিঃসন্দেহেই মলয়ালম ছবির এক সম্পদ। কেরলের জনসন জর্জও যে রেকর্ড গড়েছেন, এখনও পর্যন্ত তা তো আর কাউকে ভাঙতে দেখা গেল না!
advertisement
advertisement
advertisement