কালো পোশাকে উপচে-পড়া বিভাজিকা, নতুন বছরের শুরুতে দুবাইয়ে কাজল-কন্যা নাইসার দেদার পার্টির ছবি ভাইরাল

Last Updated:
নাইসা সম্প্রতি সিঙ্গাপুরের গ্লিয়ন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন থেকে স্কুলিং শেষ করেছেন এবং সুইজারল্যান্ডে রয়েছেন উচ্চশিক্ষার জন্য।
1/5
দুবাইয়ে বন্ধুদের সঙ্গে নতুন বছরকে স্বাগত জানাতে দেদার পাঋরই করলেন কাজল-অজয় দেবগণ কন্যা নাইসা! তাঁর এবারের সঙ্গীও ওরহান
দুবাইয়ে বন্ধুদের সঙ্গে নতুন বছরকে স্বাগত জানাতে দেদার পাঋরই করলেন কাজল-অজয় দেবগণ কন্যা নাইসা! তাঁর এবারের সঙ্গীও ওরহান
advertisement
2/5
 দুবাইয়ে ১৯ বছরের নাইসার সঙ্গে সব ফ্রেমেই ছিলেন ওরহান আত্রামানি
দুবাইয়ে ১৯ বছরের নাইসার সঙ্গে সব ফ্রেমেই ছিলেন ওরহান আত্রামানি
advertisement
3/5
ওরহান ইনস্টাগ্রামে একটা রিল শেয়ার করে ক্যাপশনে লিখলেন, ‘সব ভালো জিনিসেরই একটা শেষ থাকে।’ ভিডিয়োতে দেখা যাচ্ছে ওরহান, নাইসা অ্যান্ড গ্যাং একটা কালো এসইউভি চড়ে চলেছেন পার্টিতে। এই গ্রুপে আছেন সুনীল শেট্টির ছেলে আহান শেট্টি, টাইগার শ্রফের বোন তানিয়া শ্রফ।
ওরহান ইনস্টাগ্রামে একটা রিল শেয়ার করে ক্যাপশনে লিখলেন, ‘সব ভালো জিনিসেরই একটা শেষ থাকে।’ ভিডিয়োতে দেখা যাচ্ছে ওরহান, নাইসা অ্যান্ড গ্যাং একটা কালো এসইউভি চড়ে চলেছেন পার্টিতে। এই গ্রুপে আছেন সুনীল শেট্টির ছেলে আহান শেট্টি, টাইগার শ্রফের বোন তানিয়া শ্রফ।
advertisement
4/5
নাইসা সম্প্রতি সিঙ্গাপুরের গ্লিয়ন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন থেকে স্কুলিং শেষ করেছেন এবং সুইজারল্যান্ডে রয়েছেন উচ্চশিক্ষার জন্য।
নাইসা সম্প্রতি সিঙ্গাপুরের গ্লিয়ন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন থেকে স্কুলিং শেষ করেছেন এবং সুইজারল্যান্ডে রয়েছেন উচ্চশিক্ষার জন্য।
advertisement
5/5
বছরকয়েক ধরেই সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় নাইসা দেবগন। সিনেমায় না এলেও, তাঁর পোশাক, পার্টি লাইফ নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল তুঙ্গে
বছরকয়েক ধরেই সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় নাইসা দেবগন। সিনেমায় না এলেও, তাঁর পোশাক, পার্টি লাইফ নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল তুঙ্গে
advertisement
advertisement
advertisement