'অ্যাটিটিউড নয়, এটা ব্যক্তিত্ব ! যা তুমি সামলাতে পারবে না !' কাকে লিখলেন নুসরত !

Last Updated:
এবার নুসরতের ফটো ক্যাপশন গুলো সকলের নজর কেড়েছে। তাঁর মোহময়ী রূপে ফের একবার কাঁপলো সোশ্যাল মিডিয়া !
1/5
নুসরত। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। সেই সঙ্গে তিনি একজন সাংসদ। দুটো দায়িত্বই তিনি দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন। কয়েকদিন আগেই নতুন ছবির শ্যুটিং শেষ করে কলকাতায় ফিরেছেন তিনি। নতুন ছবি, সাংসদ পদের দায়িত্ব সব কিছু নিয়ে সব সময় ব্যস্ত থাকেন তিনি। photo source Instagram
নুসরত। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। সেই সঙ্গে তিনি একজন সাংসদ। দুটো দায়িত্বই তিনি দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন। কয়েকদিন আগেই নতুন ছবির শ্যুটিং শেষ করে কলকাতায় ফিরেছেন তিনি। নতুন ছবি, সাংসদ পদের দায়িত্ব সব কিছু নিয়ে সব সময় ব্যস্ত থাকেন তিনি। photo source Instagram
advertisement
2/5
সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ইনস্টাগ্রামে বেশ অ্যাক্টিভ নুসরত। এখানে মাঝে মধ্যেই নিজের বোল্ড ফটোশ্যুটের ছবি পোস্ট করেন তিনি। কয়েক দিন আগেই লাল বিকিনি পোশাকে দেখা গিয়েছিল তাঁকে। সেই ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ' আমাকে পড়ার চেষ্টা করো না, তুমি গ্র্যাজুয়েট হতে পারবে না। যদিও এটি পুরনো ছবি ছিল। photo source Instagram
সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ইনস্টাগ্রামে বেশ অ্যাক্টিভ নুসরত। এখানে মাঝে মধ্যেই নিজের বোল্ড ফটোশ্যুটের ছবি পোস্ট করেন তিনি। কয়েক দিন আগেই লাল বিকিনি পোশাকে দেখা গিয়েছিল তাঁকে। সেই ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ' আমাকে পড়ার চেষ্টা করো না, তুমি গ্র্যাজুয়েট হতে পারবে না। যদিও এটি পুরনো ছবি ছিল। photo source Instagram
advertisement
3/5
এর পর ফের আবার কিছু ফটোশ্যুটের ছবি পোস্ট করেন তিনি। তবে এবার নুসরতের ক্যাপশন গুলো সকলের নজর কাড়ছে। ভীষণ ভালো লিখছেন তিনি। প্রতিটা ছবির মানেই বদলে ফেলছেন ক্যাপশনে। photo source Instagram
এর পর ফের আবার কিছু ফটোশ্যুটের ছবি পোস্ট করেন তিনি। তবে এবার নুসরতের ক্যাপশন গুলো সকলের নজর কাড়ছে। ভীষণ ভালো লিখছেন তিনি। প্রতিটা ছবির মানেই বদলে ফেলছেন ক্যাপশনে। photo source Instagram
advertisement
4/5
একটি প্রিন্টেড ডিজাইনার পোশাক পরেছেন তিনি। খোলা চুল। ন্যুড মেক-আপ। এই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, "আমার কোনও অ্যাটিটিউড নেই, এমন ব্যক্তিত্বকে হ্যান্ডেল করা মুশকিল'।photo source Instagram
একটি প্রিন্টেড ডিজাইনার পোশাক পরেছেন তিনি। খোলা চুল। ন্যুড মেক-আপ। এই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, "আমার কোনও অ্যাটিটিউড নেই, এমন ব্যক্তিত্বকে হ্যান্ডেল করা মুশকিল'।photo source Instagram
advertisement
5/5
এর পর সকলে নুসরতের প্রসংশা করে লেখেন, সত্যিই তিনি অন্যরকম। সবার থেকে আলাদা। সকলে নুসরতকে শুভেচ্ছাও জানিয়েছেন। photo source Instagram
এর পর সকলে নুসরতের প্রসংশা করে লেখেন, সত্যিই তিনি অন্যরকম। সবার থেকে আলাদা। সকলে নুসরতকে শুভেচ্ছাও জানিয়েছেন। photo source Instagram
advertisement
advertisement
advertisement