♦ গতকাল রবিবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে রাস্তার ধারের দোকানে দাঁড়িয়ে ঘুগনি আর রোল খাওয়ার ছবি পোস্ট করেছিলেন নুসরত ৷ আসলে সেলেব্রিটিদের সব সময় রাখতে হয় আড়াল ৷ অনেক ছোটখাটো ইচ্ছে মনের মধ্য উঁকি দিলেও তা পূরণ করা সব সময় করা হয়ে ওঠে না ৷ নতুন রূপে তিনি ৷ এখানে বরং উল্টোটাই করতে হয় ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷