ঐশ্বর্য, দীপিকা, ক্যাটরিনা, প্রিয়াঙ্কা কিংবা আলিয়া নন; বরং বলিউডের একমাত্র এই অভিনেত্রীই গোটা একটা দ্বীপের মালকিন, চেনেন কি তাঁকে?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
অনেকেই মনে করবেন যে, বলিউডের সবথেকে ধনী এবং সফল কোনও অভিনেত্রীই নিশ্চয়ই এই ব্যক্তিগত দ্বীপের মালকিন।
আজকালকার যুগে এক টুকরো জমির মালিকানা থাকাই অনেকটা বড় ব্যাপার। অথচ দেশে এমন কিছু ধনী মানুষ রয়েছেন, যাঁদের কাছে রয়েছে ব্যক্তিগত দ্বীপপুঞ্জ। কিংবা বলা ভাল, প্রাইভেট আইল্যান্ড। আর বি-টাউনেই রয়েছেন এমন তিনজন তারকা, যাঁদের হাতে রয়েছে প্রাইভেট আইল্যান্ডের মালিকানা। আর মজার বিষয় হল, এই তিন তারকার মধ্যে রয়েছেন এক অভিনেত্রীও।
advertisement
advertisement
advertisement
প্রায় ১৫ বছর ধরে বলিউডে কাজ করছেন শ্রীলঙ্কার সুন্দরী অভিনেত্রী জ্যাকলিন। বর্তমানে অবশ্য বক্স অফিসে তেমন দাগ কাটতে পারেন না এই অভিনেত্রী। কিন্তু একটা সময় ছিল, যখন প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় গণ্য হতেন জ্যাকলিন। ইন্ডাস্ট্রিতে একের পর এক হিট দিয়েছেন। তাঁর হিট ছবির ঝুলিতে রয়েছে ‘মার্ডার ২’, ‘হাউজফুল ২’, ‘রেস ২’ এবং ‘কিক’। জ্যাকলিনের শেষ হিট ছবি ছিল ‘হাউজফুল ৩’। Photo: Instagram
advertisement
advertisement
advertisement
প্রতিবেদনে দাবি, ‘মার্ডার ২’ আর ‘হাউজফুল ২’ ছবিতে পরপর সাফল্য পেয়েই প্রাইভেট আইল্যান্ডটি কিনেছিলেন জ্যাকলিন। এরপরে ‘রেস ২’ ছবির জন্য সাইন করেন তিনি। সিয়াসত থেকে জানা যাচ্ছে যে, এই দ্বীপ কেনার জন্য অভিনেত্রী খরচ করেছিলেন ৬০০ হাজার ডলারে। তবে ওই ব্যক্তিগত দ্বীপ নিয়ে তিনি কী করেছিলেন, সেটা অবশ্য জানা যায়নি।