Saif Ali Khan Attacked: স্ত্রী করিনা নন, মাঝরাতে সইফের বাড়িতে উপস্থিত অন্য এক মহিলা, তিনিও আহত, জানুন পরিচয়
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
সূত্রের খবর, রাতভর সইফ-করিনার বাড়িতে ঘাপটি মেরে বসে ছিল সেই চোর৷ ভোর রাতে সইফ অলি খানের ছোট ছেলে জেহ-র ঘরে ঢোকার চেষ্টা করে সে।
advertisement
advertisement
advertisement
যে সময় এই ঘটনা ঘটে সে সময় সম্ভবত বাড়িতে ছিলেন না সইফের স্ত্রী তথা অভিনেত্রী করিনা কাপুর। মনে করা হচ্ছে যে তিনি নিজের দিদি করিশ্মা কাপুর এবং বন্ধু সোনম কাপুর ও রিয়া কাপুরের সঙ্গে ছিলেন। আসলে সইফের উপর হামলার কয়েক ঘণ্টা আগেই নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন যেখানে করিশ্মা, সোনম এবং রিয়ার সঙ্গে গার্লস নাইটের মুহূর্তই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন নায়িকা।
advertisement
advertisement
সূত্রের খবর, রাতভর সইফ-করিনার বাড়িতে ঘাপটি মেরে বসে ছিল সেই চোর৷ ভোর রাতে সইফ অলি খানের ছোট ছেলে জেহ-র ঘরে ঢোকার চেষ্টা করে সে। তাকে দেখতে পেয়ে বাড়ির পরিচারিকা ধরে ফেলেন। পরিচারিকা আরিয়ামা ফিলিপ (লিমা)-র সঙ্গে ধস্তাধস্তি শুরু হলে সেখানে হাজির হন সাইফ আলি খান পরিচারিকাকে বাঁচানোর চেষ্টা করেন।
advertisement