Saif Ali Khan Attacked: স্ত্রী করিনা নন, মাঝরাতে সইফের বাড়িতে উপস্থিত অন্য এক মহিলা, তিনিও আহত, জানুন পরিচয়

Last Updated:
সূত্রের খবর, রাতভর সইফ-করিনার বাড়িতে ঘাপটি মেরে বসে ছিল সেই চোর৷ ভোর রাতে সইফ অলি খানের ছোট ছেলে জেহ-র ঘরে ঢোকার চেষ্টা করে সে।
1/7
ভোররাতে নিজের বাড়িতে আহত হলেন বলিউড নায়ক সইফ আলি খান৷ ছুরিকাহত হয়েছেন তিনি৷ তাঁর উপরে হামলা করা হয়েছে৷ বাড়িতে লুঠপাট থামাতে গিয়ে আহত হলেন সইফ৷ বান্দ্রার বাড়িতে চুরির সময়ে এমন ঘটনা ঘটে ৷
ভোররাতে নিজের বাড়িতে আহত হলেন বলিউড নায়ক সইফ আলি খান৷ ছুরিকাহত হয়েছেন তিনি৷ তাঁর উপরে হামলা করা হয়েছে৷ বাড়িতে লুঠপাট থামাতে গিয়ে আহত হলেন সইফ৷ বান্দ্রার বাড়িতে চুরির সময়ে এমন ঘটনা ঘটে ৷
advertisement
2/7
চোরদের আটকাতে গিয়েই হামলার মুখে পড়েন সইফ আলি খান ৷ আহত অভিনেতাকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ অস্ত্রোপচারের পর এখন তিনি সঙ্কটমুক্ত বলে হাসপাতাল সূত্রে খবর৷
চোরদের আটকাতে গিয়েই হামলার মুখে পড়েন সইফ আলি খান ৷ আহত অভিনেতাকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ অস্ত্রোপচারের পর এখন তিনি সঙ্কটমুক্ত বলে হাসপাতাল সূত্রে খবর৷
advertisement
3/7
বাড়িতে অন্যান্য সদস্যদের সঙ্গে ছিলেন তিনি ৷ সেই সময়ে চোরেরা চড়াও হলে তিনি বাধা দিতে যান ৷ বেশ কয়েকবার ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল ৷ তীব্র প্রতিরোধের মুখে চোর পালিয়ে যায় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ জানা গিয়েছে যে সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়েছে৷
বাড়িতে অন্যান্য সদস্যদের সঙ্গে ছিলেন তিনি ৷ সেই সময়ে চোরেরা চড়াও হলে তিনি বাধা দিতে যান ৷ বেশ কয়েকবার ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল ৷ তীব্র প্রতিরোধের মুখে চোর পালিয়ে যায় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ জানা গিয়েছে যে সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়েছে৷
advertisement
4/7
যে সময় এই ঘটনা ঘটে সে সময় সম্ভবত বাড়িতে ছিলেন না সইফের স্ত্রী তথা অভিনেত্রী করিনা কাপুর। মনে করা হচ্ছে যে তিনি নিজের দিদি করিশ্মা কাপুর এবং বন্ধু সোনম কাপুর ও রিয়া কাপুরের সঙ্গে ছিলেন। আসলে সইফের উপর হামলার কয়েক ঘণ্টা আগেই নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন যেখানে করিশ্মা, সোনম এবং রিয়ার সঙ্গে গার্লস নাইটের মুহূর্তই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন নায়িকা।
যে সময় এই ঘটনা ঘটে সে সময় সম্ভবত বাড়িতে ছিলেন না সইফের স্ত্রী তথা অভিনেত্রী করিনা কাপুর। মনে করা হচ্ছে যে তিনি নিজের দিদি করিশ্মা কাপুর এবং বন্ধু সোনম কাপুর ও রিয়া কাপুরের সঙ্গে ছিলেন। আসলে সইফের উপর হামলার কয়েক ঘণ্টা আগেই নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন যেখানে করিশ্মা, সোনম এবং রিয়ার সঙ্গে গার্লস নাইটের মুহূর্তই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন নায়িকা।
advertisement
5/7
তবে সেই সময় সইফের বান্দ্রার বাড়িতে ছিলেন আর এক মহিলা৷ তাঁর উপরও হামলা হয় এবং অসুস্থ অবস্থায় তিনিও ভর্তি হাসপাতালে৷
তবে সেই সময় সইফের বান্দ্রার বাড়িতে ছিলেন আর এক মহিলা৷ তাঁর উপরও হামলা হয় এবং অসুস্থ অবস্থায় তিনিও ভর্তি হাসপাতালে৷
advertisement
6/7
সূত্রের খবর, রাতভর সইফ-করিনার বাড়িতে ঘাপটি মেরে বসে ছিল সেই চোর৷ ভোর রাতে সইফ অলি খানের ছোট ছেলে জেহ-র ঘরে ঢোকার চেষ্টা করে সে। তাকে দেখতে পেয়ে বাড়ির পরিচারিকা ধরে ফেলেন। পরিচারিকা আরিয়ামা ফিলিপ (লিমা)-র সঙ্গে ধস্তাধস্তি শুরু হলে সেখানে হাজির হন সাইফ আলি খান পরিচারিকাকে বাঁচানোর চেষ্টা করেন।
সূত্রের খবর, রাতভর সইফ-করিনার বাড়িতে ঘাপটি মেরে বসে ছিল সেই চোর৷ ভোর রাতে সইফ অলি খানের ছোট ছেলে জেহ-র ঘরে ঢোকার চেষ্টা করে সে। তাকে দেখতে পেয়ে বাড়ির পরিচারিকা ধরে ফেলেন। পরিচারিকা আরিয়ামা ফিলিপ (লিমা)-র সঙ্গে ধস্তাধস্তি শুরু হলে সেখানে হাজির হন সাইফ আলি খান পরিচারিকাকে বাঁচানোর চেষ্টা করেন।
advertisement
7/7
মনে করা হচ্ছে যে তখনই সেই দুষ্কৃতী ছুরি দিয়ে সাইফকে আঘাত করে৷ শুধু ফ্ল্যাট থেকেই নয় অ্যাপার্টমেন্ট থেকেই চম্পট দেয়। আপাতত মুম্বই পুলিশের ১৫ টি দল তদন্ত চালাচ্ছে তার মধ্যে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের ৮টি টিম রয়েছে।
মনে করা হচ্ছে যে তখনই সেই দুষ্কৃতী ছুরি দিয়ে সাইফকে আঘাত করে৷ শুধু ফ্ল্যাট থেকেই নয় অ্যাপার্টমেন্ট থেকেই চম্পট দেয়। আপাতত মুম্বই পুলিশের ১৫ টি দল তদন্ত চালাচ্ছে তার মধ্যে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের ৮টি টিম রয়েছে।
advertisement
advertisement
advertisement