advertisement
টিকিট কাউন্টারে ছোট্ট খুপরি আজ চিরতরে বন্ধ৷ কেন থমকে গেল মিত্রা ? এবারও সেই একই কারণ, যেমনটি ছিল এলিট কিংবা মালঞ্চের ৷ সিঙ্গল স্ক্রিনের চাহিদা কমেছে ৷ মাল্টিপ্লেক্সের কাছে হার মেনেছে সিঙ্গল স্ক্রিন ৷ ঝকঝকে স্মার্টনেসের কাছে হার মেনেছে ঐতিহ্য ৷ কিছু সিনেমা হল অবশ্য টিকে থাকতে বদলে নিয়েছে নিজেদের রকমসকম৷ কিন্তু তাতে আর তরী বাঁচল কই? উল্টে খরচ বাড়ল তিনগুণ ৷ সেই খরচ সামলাতে গিয়েই ভরাডুবি ৷ আর তাই তো বন্ধের সিদ্ধান্ত ৷
advertisement
advertisement
advertisement