বাঙালির কাছে নন্টে ফন্টে একটা ইমোশন। ছোটবেলায় বইয়ের ফাঁকে কমিক্সের বই লুকিয়ে পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। এরপর টিভির পর্দায় দাপিয়ে বেড়ায় নন্টেরা ৷
2/ 6
ছোটবেলায় রবিবার ছুটির দিনটা জমিয়ে রাখত কেল্টুদার দুষ্টু বুদ্ধি আর নন্টে-ফন্টের মজা। সঙ্গে হাতি স্যারের শাসন। তবে এবার গরমের ছুটির চমক হল বড় পর্দায় এসেছে ছোটবেলার ভালবাসার এই চরিত্রগুলো।
3/ 6
এই কমিক্সের জাদুকর ছিলেন নারায়ণ দেবনাথ। তাঁর হাঁদা-ভোঁদা, বাঁটুল দি গ্রেট, নন্টে-ফন্টে এইসব কমিক চরিত্ররা নয়ের দশকের বাঙালিদের মনে আজও নস্ট্যালজিয়া জাগিয়ে তোলে।
4/ 6
নারায়ণ দেবনাথের আইকনিক দুই কমিক চরিত্র নন্টে-ফন্টেকে নিয়ে তৈরি হয়েছে ছবি। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অম্লান মজুমদার। সম্প্রতি হয়ে গেল ছবির প্রিমিয়ার ৷
5/ 6
নন্টে ফন্টের চরিত্রে দেখা যাবে সোহম বসু রায়চৌধুরী এবং সোহম বসু নামে দুই শিশু শিল্পীকে। হাতি স্যারের চরিত্রে অভিনয় করেছেন মনোজ্যোতি মুখোপাধ্যায়। চোরদের রাজা ড্রাগনের ভূমিকায় দেখা যাবে পরান বন্দ্যোপাধ্যায়কে।
6/ 6
সোহম জানিয়েছিলেন নন্টে ফন্টের গল্প খুব একটা পড়া হয়তো তাঁর হয়নি, তবে টেলিভিশনে তিনি দেখেছেন নন্টে, ফন্টে আর কেল্টুদাকে। বড় পর্দায় প্রথম নন্টে হতে পারে তিনি খুব খুশি।
Nonte Fonte: জমজমাট ছবির প্রিমিয়ার, নন্টে, ফন্টে ও কেল্টুদার সঙ্গে এবার জমবে গরমের ছুটি
বাঙালির কাছে নন্টে ফন্টে একটা ইমোশন। ছোটবেলায় বইয়ের ফাঁকে কমিক্সের বই লুকিয়ে পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। এরপর টিভির পর্দায় দাপিয়ে বেড়ায় নন্টেরা ৷
Nonte Fonte: জমজমাট ছবির প্রিমিয়ার, নন্টে, ফন্টে ও কেল্টুদার সঙ্গে এবার জমবে গরমের ছুটি
ছোটবেলায় রবিবার ছুটির দিনটা জমিয়ে রাখত কেল্টুদার দুষ্টু বুদ্ধি আর নন্টে-ফন্টের মজা। সঙ্গে হাতি স্যারের শাসন। তবে এবার গরমের ছুটির চমক হল বড় পর্দায় এসেছে ছোটবেলার ভালবাসার এই চরিত্রগুলো।
Nonte Fonte: জমজমাট ছবির প্রিমিয়ার, নন্টে, ফন্টে ও কেল্টুদার সঙ্গে এবার জমবে গরমের ছুটি
এই কমিক্সের জাদুকর ছিলেন নারায়ণ দেবনাথ। তাঁর হাঁদা-ভোঁদা, বাঁটুল দি গ্রেট, নন্টে-ফন্টে এইসব কমিক চরিত্ররা নয়ের দশকের বাঙালিদের মনে আজও নস্ট্যালজিয়া জাগিয়ে তোলে।
Nonte Fonte: জমজমাট ছবির প্রিমিয়ার, নন্টে, ফন্টে ও কেল্টুদার সঙ্গে এবার জমবে গরমের ছুটি
নারায়ণ দেবনাথের আইকনিক দুই কমিক চরিত্র নন্টে-ফন্টেকে নিয়ে তৈরি হয়েছে ছবি। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অম্লান মজুমদার। সম্প্রতি হয়ে গেল ছবির প্রিমিয়ার ৷
Nonte Fonte: জমজমাট ছবির প্রিমিয়ার, নন্টে, ফন্টে ও কেল্টুদার সঙ্গে এবার জমবে গরমের ছুটি
নন্টে ফন্টের চরিত্রে দেখা যাবে সোহম বসু রায়চৌধুরী এবং সোহম বসু নামে দুই শিশু শিল্পীকে। হাতি স্যারের চরিত্রে অভিনয় করেছেন মনোজ্যোতি মুখোপাধ্যায়। চোরদের রাজা ড্রাগনের ভূমিকায় দেখা যাবে পরান বন্দ্যোপাধ্যায়কে।
Nonte Fonte: জমজমাট ছবির প্রিমিয়ার, নন্টে, ফন্টে ও কেল্টুদার সঙ্গে এবার জমবে গরমের ছুটি
সোহম জানিয়েছিলেন নন্টে ফন্টের গল্প খুব একটা পড়া হয়তো তাঁর হয়নি, তবে টেলিভিশনে তিনি দেখেছেন নন্টে, ফন্টে আর কেল্টুদাকে। বড় পর্দায় প্রথম নন্টে হতে পারে তিনি খুব খুশি।