শাহরুখ-সলমনের সঙ্গে ছবির অফারে ‘না’; বলিউড অভিনেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে এ কোন গুরুতর অভিযোগ আনলেন কঙ্গনা?

Last Updated:
Kangana Ranaut on Bollywood Actors : News18 India-র চৌপল ইভেন্টে খোলাখুলি ভাবে ইন্ডাস্ট্রিতে মহিলাদের দুর্দশা নিয়ে বক্তব্য রেখেছেন ‘ক্যুইন’ কঙ্গনা। আর এর দায় তিনি চাপিয়েছেন অভিনেতাদের উপর।
1/6
বি-টাউনে এক দারুণ উচ্চতায় পৌঁছেছেন কঙ্গনা রানাউত। অথচ কোনও বড় সুপারস্টারের সঙ্গে কাজ করেননি তিনি। বরং সলমন খানের মতো তারকাদের সঙ্গে কাজের প্রস্তাব নাকচ করেছেন কঙ্গনা। তবে ফিল্ম ইন্ডাস্ট্রির দুর্দশা নিয়ে মুখ খুললেন তিনি। News18 India-র Chaupal ইভেন্টে খোলাখুলি ভাবে ইন্ডাস্ট্রিতে মহিলাদের দুর্দশা নিয়ে বক্তব্য রেখেছেন ‘ক্যুইন’ কঙ্গনা।
বি-টাউনে এক দারুণ উচ্চতায় পৌঁছেছেন কঙ্গনা রানাউত। অথচ কোনও বড় সুপারস্টারের সঙ্গে কাজ করেননি তিনি। বরং সলমন খানের মতো তারকাদের সঙ্গে কাজের প্রস্তাব নাকচ করেছেন কঙ্গনা। তবে ফিল্ম ইন্ডাস্ট্রির দুর্দশা নিয়ে মুখ খুললেন তিনি। News18 India-র Chaupal ইভেন্টে খোলাখুলি ভাবে ইন্ডাস্ট্রিতে মহিলাদের দুর্দশা নিয়ে বক্তব্য রেখেছেন ‘ক্যুইন’ কঙ্গনা।
advertisement
2/6
আর এর দায় তিনি চাপিয়েছেন অভিনেতাদের উপর। এমনকী বড় তারকাদের সঙ্গে কাজ না করার কারণও জানিয়েছেন অভিনেত্রী। প্রসঙ্গত, বলিউডের তিন খানের সঙ্গে অভিনয় করেননি কঙ্গনা। সলমন খানের বজরঙ্গি ভাইজান ছবির অফার গিয়েছিল তাঁর কাছে। আবার শাহরুখ খানের জিরো ছবিতেও অভিনয়ের সুযোগ এসেছিল। কিন্তু বলিউডের এই দুই সুপারস্টারের সঙ্গে কাজের প্রস্তাব নাকচ করেছিলেন তিনি।
আর এর দায় তিনি চাপিয়েছেন অভিনেতাদের উপর। এমনকী বড় তারকাদের সঙ্গে কাজ না করার কারণও জানিয়েছেন অভিনেত্রী। প্রসঙ্গত, বলিউডের তিন খানের সঙ্গে অভিনয় করেননি কঙ্গনা। সলমন খানের বজরঙ্গি ভাইজান ছবির অফার গিয়েছিল তাঁর কাছে। আবার শাহরুখ খানের জিরো ছবিতেও অভিনয়ের সুযোগ এসেছিল। কিন্তু বলিউডের এই দুই সুপারস্টারের সঙ্গে কাজের প্রস্তাব নাকচ করেছিলেন তিনি।
advertisement
3/6
কেন বড় অভিনেতাদের সঙ্গে কাজ করেননি, সেই বিষয়ে কঙ্গনা জানান, “ইন্ডাস্ট্রিতে প্রায় ১০ বছর স্ট্রাগল করতে হয়েছে! আইটেম গান থাকত, আর ওটা আমার জন্য নয়। আমি কাজ পাইনি, তবে অন্য রকম ভাবে আমি সাফল্য পেয়েছি। আমি তো একজন মহিলা। আর কাজ না করে আমি কাউকে অপমান করিনি।”
কেন বড় অভিনেতাদের সঙ্গে কাজ করেননি, সেই বিষয়ে কঙ্গনা জানান, “ইন্ডাস্ট্রিতে প্রায় ১০ বছর স্ট্রাগল করতে হয়েছে! আইটেম গান থাকত, আর ওটা আমার জন্য নয়। আমি কাজ পাইনি, তবে অন্য রকম ভাবে আমি সাফল্য পেয়েছি। আমি তো একজন মহিলা। আর কাজ না করে আমি কাউকে অপমান করিনি।”
advertisement
4/6
এরপর অভিনেতাদের বিঁধে কঙ্গনা বলেন, “আপনারা কি জানেন যে, নায়করা ইন্ডাস্ট্রির মহিলাদের কীভাবে ব্যবহার করেন? ডিনারে আমন্ত্রণ জানানো, মেসেজ করা কিংবা বাড়িতে চলে আসা - এ তো চলতেই থাকে। আপনারা কি এসব জানেন? যদি আপনি কারও সঙ্গে সময় কাটাতে চান, কিংবা কারণ সঙ্গে প্রেমের সম্পর্কে থাকেন, তাহলে বিষয়টা আলাদা। কিন্তু নায়করাই সবথেকে বেশি শোষণ করেন। একজন মেয়ে যদি নিজের ক্ষমতায় এগিয়ে যান, তাহলে কি আকাশ ভেঙে পড়ে?”
এরপর অভিনেতাদের বিঁধে কঙ্গনা বলেন, “আপনারা কি জানেন যে, নায়করা ইন্ডাস্ট্রির মহিলাদের কীভাবে ব্যবহার করেন? ডিনারে আমন্ত্রণ জানানো, মেসেজ করা কিংবা বাড়িতে চলে আসা - এ তো চলতেই থাকে। আপনারা কি এসব জানেন? যদি আপনি কারও সঙ্গে সময় কাটাতে চান, কিংবা কারণ সঙ্গে প্রেমের সম্পর্কে থাকেন, তাহলে বিষয়টা আলাদা। কিন্তু নায়করাই সবথেকে বেশি শোষণ করেন। একজন মেয়ে যদি নিজের ক্ষমতায় এগিয়ে যান, তাহলে কি আকাশ ভেঙে পড়ে?”
advertisement
5/6
এদিকে ‘এমার্জেন্সি’ ছবির কারণে খোলাখুলি ভাবে ধর্ষণের হুমকি পাচ্ছেন কঙ্গনা রানাউত। সেই প্রসঙ্গে তিনি বলেন, “এর থেকেই স্পষ্ট যে, মহিলাদের শ্রদ্ধা-সম্মান করা হয় না। আর ফিল্ম ইন্ডাস্ট্রিও এর ব্যতিক্রম নয়। কাজের জায়গায় মহিলাদের প্রয়োজনীয়তার বিষয়টা কিন্তু আমরা জানি।”
এদিকে ‘এমার্জেন্সি’ ছবির কারণে খোলাখুলি ভাবে ধর্ষণের হুমকি পাচ্ছেন কঙ্গনা রানাউত। সেই প্রসঙ্গে তিনি বলেন, “এর থেকেই স্পষ্ট যে, মহিলাদের শ্রদ্ধা-সম্মান করা হয় না। আর ফিল্ম ইন্ডাস্ট্রিও এর ব্যতিক্রম নয়। কাজের জায়গায় মহিলাদের প্রয়োজনীয়তার বিষয়টা কিন্তু আমরা জানি।”
advertisement
6/6
বলিউডে মহিলা শিল্পীদের অবস্থান নিয়ে অভিনেত্রী বলেন যে, “ফিল্ম ইন্ডাস্ট্রিতে মহিলাদের উপর শোষণ প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল সরোজ খানকে। উনি বলেছিলেন যে, ‘ওরা ধর্ষণ করে, কিন্তু খাবারও দেয়’।” এমনকী, মহিলাদের সঙ্গে বলিউডে যে কী খারাপ আচরণ করা হয়, তা-ও জোরের সঙ্গে তুলে ধরেছেন বলিউডের ‘ক্যুইন’। তাঁর বক্তব্য, এমন এক ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি কাজ করেন, যেখানে খান সুপারস্টারদের সঙ্গে কাজ করতে রাজি না হওয়ায় তাঁকে ‘সাইকো’ এবং ‘দ্বি-মুখী ব্যক্তিত্বের’ তকমা পেতে হয়েছে।
বলিউডে মহিলা শিল্পীদের অবস্থান নিয়ে অভিনেত্রী বলেন যে, “ফিল্ম ইন্ডাস্ট্রিতে মহিলাদের উপর শোষণ প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল সরোজ খানকে। উনি বলেছিলেন যে, ‘ওরা ধর্ষণ করে, কিন্তু খাবারও দেয়’।” এমনকী, মহিলাদের সঙ্গে বলিউডে যে কী খারাপ আচরণ করা হয়, তা-ও জোরের সঙ্গে তুলে ধরেছেন বলিউডের ‘ক্যুইন’। তাঁর বক্তব্য, এমন এক ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি কাজ করেন, যেখানে খান সুপারস্টারদের সঙ্গে কাজ করতে রাজি না হওয়ায় তাঁকে ‘সাইকো’ এবং ‘দ্বি-মুখী ব্যক্তিত্বের’ তকমা পেতে হয়েছে।
advertisement
advertisement
advertisement