নতুন ছবিতে জুটি বাঁধতে চলেছেন ইশা সাহা ও অনুভব কাঞ্জিলাল ৷ ছবির নাম ‘সহবাসে’ ! ইশা ও অনুভব দু’জনে টলিউডে নতুন হলেও, ইতিমধ্যেই নজরে কেড়েছেন ৷ আর তাই তো ছবির পরিচালক অঞ্জন কাঞ্জিলাল ছবির মূল চরিত্রে সাইন করিয়ে ফেলেছেন ইশা ও অনুভবকে ৷
advertisement
2/5
এই ছবিতে ইশা-অনুভব ছাড়াও রয়েছেন, সায়নি ঘোষ, দেবলিনা দত্ত, ব্রাত্য বসু, শুভাশিস মুখোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, রাহুল, তুলিকা বসু৷
advertisement
3/5
সিনেমায় নতুন হলেও, অঞ্জন কাঞ্জিলাল নাটকের মঞ্চে নানা রকম গল্প বলে চলেছেন বহু বছর ধরে ৷ মূলত দিল্লিবাসী ৷ নাটকের মঞ্চেই এতদিন ছিল তাঁর আধিপত্য ৷ ‘সহবাসে’-ই তাঁর প্রথম ছবি৷
advertisement
4/5
রাজারহাটের এক কমপ্লেক্সের একটি ফ্ল্যাটে চরম ব্যস্ততায় শুরু হয়ে গেল ইশা-অনুভবের নতুন ছবি ‘সহবাসে’র শ্যুটিং৷ শ্যুটিংয়ে হাজির ছিলেন ছবির গোটা টিম ৷