New Bengali Movie: ‘সুন্দরবন নিয়ে গল্প’ জুটি বাঁধছে অনুভব কাঞ্জিলাল ও শ্রীতমা দে চরিত্র লুকে চমক

Last Updated:
New Bengali Movie: ছবিতে দিবাকরের চরিত্রে দেখা যাবে অভিনেতা অনুভব কাঞ্জিলাল-কে। অন্যদিকে ঝুমরি চরিত্রে দেখা যাবে অভিনেত্রী শ্রীতমা দে-কে।
1/6
কলকাতা: সুন্দরবনের গল্পতে এবার জুটি বাঁধছে অনুভব কাঞ্জিলাল ও শ্রীতমা দে। চরিত্র লুকে থাকছে চমক। প্রকাশ্যে টিজার পোস্টার।
কলকাতা: সুন্দরবনের গল্পতে এবার জুটি বাঁধছে অনুভব কাঞ্জিলাল ও শ্রীতমা দে। চরিত্র লুকে থাকছে চমক। প্রকাশ্যে টিজার পোস্টার।
advertisement
2/6
ছোটোবেলা থেকেই আমাদের বোঝানো হয় আমাদের সমাজ পুরুষতান্ত্রিক সমাজ। আজ অনেক লড়াইয়ের পর নারীরা স্বাধীন। কিন্তু সবক্ষেত্রেই কী নারীরা স্বাধীন? এক আদিবাসী মহিলার দৈনন্দিন জীবনে রুখে দাঁড়ানোর গল্প তুলে ধরতে আসছে "দোআঁশ"।
ছোটোবেলা থেকেই আমাদের বোঝানো হয় আমাদের সমাজ পুরুষতান্ত্রিক সমাজ। আজ অনেক লড়াইয়ের পর নারীরা স্বাধীন। কিন্তু সবক্ষেত্রেই কী নারীরা স্বাধীন? এক আদিবাসী মহিলার দৈনন্দিন জীবনে রুখে দাঁড়ানোর গল্প তুলে ধরতে আসছে "দোআঁশ"।
advertisement
3/6
সায়ন বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় "দোআঁশ " সিনেমাটিতে মুখ্য চরিত্রে থাকছেন  অনুভব কাঞ্জিলাল, শ্রীতমা দে,সঞ্জিতা মুখোপাধ্যায় , কিংশুক গঙ্গোপাধ্যায় ও আরও অনেকেই। সমাজের পিছিয়ে থাকা জাতীর দুই প্রজন্মের নারীর লড়াইয়ের এই গল্প দর্শকের মন কতটা কাড়তে পারবে তার উত্তর দেবে বক্সঅফিস। ছবিটি মুক্তি পাবে "মোজোটেল এন্টারটেইনমেন্টস এন্ড ডিস্ট্রিবিউট" এর ব্যানারে।
সায়ন বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় "দোআঁশ " সিনেমাটিতে মুখ্য চরিত্রে থাকছেন  অনুভব কাঞ্জিলাল, শ্রীতমা দে,সঞ্জিতা মুখোপাধ্যায় , কিংশুক গঙ্গোপাধ্যায় ও আরও অনেকেই। সমাজের পিছিয়ে থাকা জাতীর দুই প্রজন্মের নারীর লড়াইয়ের এই গল্প দর্শকের মন কতটা কাড়তে পারবে তার উত্তর দেবে বক্সঅফিস। ছবিটি মুক্তি পাবে "মোজোটেল এন্টারটেইনমেন্টস এন্ড ডিস্ট্রিবিউট" এর ব্যানারে।
advertisement
4/6
৫৫ বছরের সারথী সর্দার স্বামী-সন্তান হারিয়ে জীবন যাপনের জন্য সুন্দরবনের খাঁড়ির জলে ভিঙি ভাসায়, ও তার একমাত্র নাতনী ঝুমরিকে সমাজের কুদৃষ্টি থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। ঝুমরির মনের মানুষ দিবাকর - তাঁর বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরার চেষ্টা করে। সে তার বাবার বন্ধু নিমাইয়ে কাছে মধু সংগ্রহের কাজ শিখে প্রথম দিন মৌচাক নিয়ে ফিরে আসলেও পরের দিন আর ফেরে না। সর্দার বয়ান দেয় দিবাকরকে বাঘে নিয়ে গেছে। সবাই হাল ছেড়ে দিলেও ঝুমরি হার মানে না।
৫৫ বছরের সারথী সর্দার স্বামী-সন্তান হারিয়ে জীবন যাপনের জন্য সুন্দরবনের খাঁড়ির জলে ভিঙি ভাসায়, ও তার একমাত্র নাতনী ঝুমরিকে সমাজের কুদৃষ্টি থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। ঝুমরির মনের মানুষ দিবাকর - তাঁর বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরার চেষ্টা করে। সে তার বাবার বন্ধু নিমাইয়ে কাছে মধু সংগ্রহের কাজ শিখে প্রথম দিন মৌচাক নিয়ে ফিরে আসলেও পরের দিন আর ফেরে না। সর্দার বয়ান দেয় দিবাকরকে বাঘে নিয়ে গেছে। সবাই হাল ছেড়ে দিলেও ঝুমরি হার মানে না।
advertisement
5/6
তার বারবার সার্চ পাটির আবেদনে ঠেকাদার তাকে কু-প্রস্তাব দেয়। সারথীর বারণ উপেক্ষা করে ঝুমরি নিজেকে ঠেকাদারের কাছে সঁপে দেয় দিবাকরকে বাঁচাবার জন্য। সার্চ পার্টি দিবাকরকে আহত অবস্থায় উদ্ধার করে আনলে ঝুমরি সবকিছু তাকে জানায়। সব শুনে দিবাকর ঝুমরিকে আরো আঁকড়ে ধরে। শেষে দেখা যায় ৫জন ব্যক্তি ঠেকাদারের মৃতদেহ জঙ্গলে ফেলে আসে। তাদের মধ্যে একজন সারথী।
তার বারবার সার্চ পাটির আবেদনে ঠেকাদার তাকে কু-প্রস্তাব দেয়। সারথীর বারণ উপেক্ষা করে ঝুমরি নিজেকে ঠেকাদারের কাছে সঁপে দেয় দিবাকরকে বাঁচাবার জন্য। সার্চ পার্টি দিবাকরকে আহত অবস্থায় উদ্ধার করে আনলে ঝুমরি সবকিছু তাকে জানায়। সব শুনে দিবাকর ঝুমরিকে আরো আঁকড়ে ধরে। শেষে দেখা যায় ৫জন ব্যক্তি ঠেকাদারের মৃতদেহ জঙ্গলে ফেলে আসে। তাদের মধ্যে একজন সারথী।
advertisement
6/6
ছবিতে দিবাকরের চরিত্রে দেখা যাবে অভিনেতা অনুভব কাঞ্জিলাল-কে। অন্যদিকে ঝুমরি চরিত্রে দেখা যাবে অভিনেত্রী শ্রীতমা দে-কে। ছবিতে সিনেমাটোগ্রাফি করেছেন শুভজিত রায় ও সম্পাদনা করছেন অনির্বাণ মাইতি। ছবির চিত্রনাট্য লিখেছেন সুমিত দে। চলতি বছরে বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি। Input-Manash Basak
ছবিতে দিবাকরের চরিত্রে দেখা যাবে অভিনেতা অনুভব কাঞ্জিলাল-কে। অন্যদিকে ঝুমরি চরিত্রে দেখা যাবে অভিনেত্রী শ্রীতমা দে-কে। ছবিতে সিনেমাটোগ্রাফি করেছেন শুভজিত রায় ও সম্পাদনা করছেন অনির্বাণ মাইতি। ছবির চিত্রনাট্য লিখেছেন সুমিত দে। চলতি বছরে বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি। Input-Manash Basak
advertisement
advertisement
advertisement