সেই এক ধরনের প্রেমের গল্প যেন কেমন একঘেয়ে হয়ে উঠেছে! আসলে সাধারণ প্রেমের গল্প এখন অতীত। ছকভাঙা প্রেমের গল্পই যেন মনে-প্রাণে একরাশ টাটকা বাতাস আনতে পারে! কিন্তু তা বলে কি ভ্যাম্পায়ার আর মানুষের প্রেম কাহিনী! আর হবে না-ই বা কেন? কারণ ভ্যাম্পায়ার আর মানুষ তো বাস্তব দুনিয়াতেই একসঙ্গে বাস করে! ফলে ভ্যাম্পায়ার-কন্যা এক লাজুক তরুণের প্রেমে পড়ে যান। কিন্তু এর ভবিষ্যৎ কী? এই সমস্ত উত্তর পেতে গেলে অবশ্যই দেখতে হবে ‘টুথ পরী: হোয়েন লাভ বাইটস’!
নেটফ্লিক্সের নতুন এই সিরিজ মুক্তি পেতে চলেছে চলতি মাসেই। প্রতিম দাশগুপ্ত পরিচালিত এই সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাবে শান্তনু মহেশ্বরী এবং তানিয়া মানিকতলা। কলকাতাকে ঘিরে আবর্তিত হচ্ছে ছবির গল্প। শিকার করার সময় দাঁত ভেঙে যায় ভ্যাম্পায়ার-কন্যা রুমির। তা ঠিক করাতে তিনি দাঁতের ডাক্তারের কাছে যান। এদিকে দন্তচিকিৎসক ডা. রায় আবার একটু ভীরু আর লাজুক প্রকৃতির তরুণ। এ হেন এক মানুষের প্রেমে পড়ে যান রীতিমতো ডাকাবুকো ভ্যাম্পায়ার-কন্যা রুমি।
শান্তনু-তানিয়ার পাশাপাশি এই সিরিজে দেখা যাবে সিকন্দর খের, আদিল হুসেন, রেবতী, শাশ্বত চট্টোপাধ্যায়, তিলোত্তমা সোম, অনীশ রাইলকর, রজতাভ দত্ত, স্বরূপা ঘোষ, অভিজিৎ দত্ত, অনিন্দিতা বসু, কিথ অ্যান্টনি সিক্যুইরা, চিত্রক বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়ের মতো তাবড় প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রীদের। সিরিজটি প্রযোজনার দায়িত্বে রয়েছে এন্ডেমল শাইন ইন্ডিয়া। সম্পূর্ণ নতুন ধারার এই সিরিজের ভাবনা পরিচালক প্রতিম দাশগুপ্তের। সিরিজটি লিখেছেন প্রতিম দাশগুপ্ত এবং সেজল পাসিচিয়া। আর সংলাপ লিখেছেন শ্রুতি মদন, রূপা কেবল্য এবং প্রতিম দাশগুপ্ত।
সকল অভিনেতা-অভিনেত্রীরাও এই কাজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন। রুমি এবং ডা. রায় চরিত্র নিয়ে উচ্ছ্বসিত তানিয়া এবং শান্তনু। অভিনেত্রী রেবতী আবার জানান, স্ক্রিপ্ট শুনেই তিনি সম্মতি জানিয়েছিলেন। কারণ এর আগে এই ধারার ছবি তিনি করেননি। এই সিরিজে রেবতীর চরিত্রটা এক জন দৃঢ়চেতা মহিলার, যিনি নিজের বিশ্বাসে অটল এবং সব বাধা-বিপত্তির সঙ্গে লড়াই করতে সদা প্রস্তুত। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “এই ধরনের চরিত্র করতে আমি ভালবাসি।”