ভিক্টোরিয়া মেমোরিয়ালে অনুষ্ঠিত বিশেষ অনুষ্ঠান, থাকছেন ডোনা-রাঘব-ইমন সহ আরও অনেকে

Last Updated:
২৩ জানুয়ারি এবছর সরস্বতী পুজো। সকাল থেকেই পুজোর ব্যাস্ততা সেড়ে বিকেল ৪টেয় ভিক্টোরিয়া মেমোরিয়ালয়ের মূল সিঁড়ি জুড়ে হবে এক অন্য আরাধনা। দেশ মাতৃকার আরাধনা, এ দেশের এক ব্যাতিক্রমী বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন।
1/5
ভিক্টোরিয়ায় পরাক্রম দিবসের অনুষ্ঠান আগামী ২৩ জানুয়ারি, বিকেল ৪টে থেকে, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালনের এই উদ্যোগ নিয়েছেন ভারতের তথ্য ও সংস্কৃতি মন্ত্রক। জয় হিন্দ - দ্যা কল অফ এ রিভলিউশনারি।
ভিক্টোরিয়ায় পরাক্রম দিবসের অনুষ্ঠান আগামী ২৩ জানুয়ারি, বিকেল ৪টে থেকে, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালনের এই উদ্যোগ নিয়েছেন ভারতের তথ্য ও সংস্কৃতি মন্ত্রক। জয় হিন্দ - দ্যা কল অফ এ রিভলিউশনারি।
advertisement
2/5
অনুষ্ঠানের আকর্ষণ সঙ্গীত, নৃত্যের মাধ্যমে দেশ মাতৃকার এই বীর সন্তানকে, তাঁর জীবন, তাঁর দর্শন, চিন্তনকে স্মরণ ও উদযাপন করা।
অনুষ্ঠানের আকর্ষণ সঙ্গীত, নৃত্যের মাধ্যমে দেশ মাতৃকার এই বীর সন্তানকে, তাঁর জীবন, তাঁর দর্শন, চিন্তনকে স্মরণ ও উদযাপন করা।
advertisement
3/5
নৃত্য পরিকল্পনায় বিশিষ্ট ওড়িশি নৃত্য শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় সঙ্গে থাকছেন রঘুনাথ দাস ও দীক্ষা মন্জরীর ছাত্র -ছাত্রীরা৷ গানে রাঘব চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী ও তাঁর মিউজিক অ্যাকাডেমি ছাত্র -ছাত্রীরা, আরশাদ আলি খান, দূর্ণিবার সাহা, আরফিন রানা, আরাত্রিকা সিনহা, সঙ্গীত পরিচালনায় নীলাঞ্জন ঘোষ। চলছে জোড় কদমে মহড়া।
নৃত্য পরিকল্পনায় বিশিষ্ট ওড়িশি নৃত্য শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় সঙ্গে থাকছেন রঘুনাথ দাস ও দীক্ষা মন্জরীর ছাত্র -ছাত্রীরা৷ গানে রাঘব চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী ও তাঁর মিউজিক অ্যাকাডেমি ছাত্র -ছাত্রীরা, আরশাদ আলি খান, দূর্ণিবার সাহা, আরফিন রানা, আরাত্রিকা সিনহা, সঙ্গীত পরিচালনায় নীলাঞ্জন ঘোষ। চলছে জোড় কদমে মহড়া।
advertisement
4/5
এই দিনেই এবছর সরস্বতী পুজো। সকাল থেকেই পুজোর ব্যাস্ততা সেড়ে বিকেল ৪টেয় ভিক্টোরিয়া মেমোরিয়ালয়ের মূল সিঁড়ি জুড়ে হবে এক অন্য আরাধনা। দেশ মাতৃকার আরাধনা, এ দেশের এক ব্যাতিক্রমী বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন।
এই দিনেই এবছর সরস্বতী পুজো। সকাল থেকেই পুজোর ব্যাস্ততা সেড়ে বিকেল ৪টেয় ভিক্টোরিয়া মেমোরিয়ালয়ের মূল সিঁড়ি জুড়ে হবে এক অন্য আরাধনা। দেশ মাতৃকার আরাধনা, এ দেশের এক ব্যাতিক্রমী বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন।
advertisement
5/5
এই আয়োজনে অংশগ্রহণ করতে পারার আনন্দ ভাগ করে নিয়ে ডোনা গাঙ্গুলি ও ইমন চক্রবর্তী জানান ,
এই আয়োজনে অংশগ্রহণ করতে পারার আনন্দ ভাগ করে নিয়ে ডোনা গঙ্গোপাধ্যায় ও ইমন চক্রবর্তী জানান , "এ নিবেদন আমাদের গর্বের। মাতৃভূমির বন্দনা, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের অংশ হতে পেরে ভালো লাগছে।"।
advertisement
advertisement
advertisement