তবে সে যাই হোক। মজা করে জীবন কাটাতে ক'জনই বা পারে ! নেহা পারেন জীবনকে সব ভাবে উপভোগ করতে। আর তাই বিয়ের এক বছরেও চুটিয়ে মজা করছেন নেহা ও রোহন। জল্পনা চলছে নেহার মা হওয়ার খবর নিয়ে। নেহার ছবি দেখে নেটিজেনরা মন্তব্য করেছেন, এবার চাই সুখবর। নেহা তাঁর পোস্টেই ইঙ্গিত রেখেছেন নতুন সুখবরের। যদিও গোটা বিষয় এখনও খোলসা করেননি তিনি। (Image: Instagram)