

নেহা কক্কর। বলিউডের জনপ্রিয় গায়িকা। সম্প্রতি তাঁর বিয়ে নিয়ে তুমুল চর্চা হচ্ছে। শোনা যাচ্ছে বিয়ে করছেন তিনি। এই মাসেই রোহনপ্রীত সিংকে বিয়ে করবেন তিনি। তবে এর মাঝেই রোহনের সঙ্গে একটি বিয়ের গানের আ্যালবাম রিলিজের পোস্টার শেয়ার করেছেন তিনি। যা দেখে সবাই ফের সন্দেহ প্রকাশ করেছেন। photo source collected


নেহা নিজের বিয়ের গুজব তৈরি করে এর আগেও আদিত্য নারায়ণের সঙ্গে মিউজিক ভিডিও লঞ্চ করেছিলেন। তেমনই রোহনের সঙ্গেও হয়ত করছেন! তবে বিয়ের কথাতে নেহার অবসাদ তৈরি হয়। সেই জন্যই হয়ত বার বার বিয়ে নিয়ে গুজব ছড়ান তিনি।photo source collected


নেহা চার বছর ধরে ভালোবাসার সম্পর্কে ছিলেন হিমাংশ কোহলির সঙ্গে। ২০১৮তে ব্রেক-আপের পর দীর্ঘ সময় মানসিক অবসাদে ভুগেছেন তিনি। তারপর থেকে আর কাউকেই ভালোবাসতে পারেননি তিনি। photo source collected


তাঁর অবসাদ এখনও ফিরে ফিরে আসে। রোহনের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক। কিন্তু বিয়ের কথা ভাবতে তাঁর এখনও অসুবিধা হয়। photo source collected