Neel-Trina: অপেক্ষার অবসান! নীল-তৃণার জীবনের নতুন অধ্যায়, সুখবর শোনালেন তারকা-দম্পতি

Last Updated:
Neel-Trina:বাস্তবের জুটি এবার সিনেমার পর্দায়। নীল ভট্টাচার্য এবং তৃণা সাহাকে প্রথমবার দেখা যাবে বড় পর্দায়। টলিপাড়ার এই পাওয়ার কাপলকে একসঙ্গে দেখার জন‍্য মরিয়া ছিল ভক্তকুল। এবার পূরণ হচ্ছে তাঁদের মনের আশা।
1/6
বাস্তবের জুটি এবার সিনেমার পর্দায়। নীল ভট্টাচার্য এবং তৃণা সাহাকে প্রথমবার দেখা যাবে বড় পর্দায়। টলিপাড়ার এই পাওয়ার কাপলকে একসঙ্গে দেখার জন‍্য মরিয়া ছিল ভক্তকুল। এবার পূরণ হচ্ছে তাঁদের মনের আশা।
বাস্তবের জুটি এবার সিনেমার পর্দায়। নীল ভট্টাচার্য এবং তৃণা সাহাকে প্রথমবার দেখা যাবে বড় পর্দায়। টলিপাড়ার এই পাওয়ার কাপলকে একসঙ্গে দেখার জন‍্য মরিয়া ছিল ভক্তকুল। এবার পূরণ হচ্ছে তাঁদের মনের আশা।
advertisement
2/6
পরান বন্দ্যোপাধ্যায় অভিনীত ‘তিলোত্তমা’ ছবিতে নীল ভট্টাচার্য, তৃণা সাহা, ঋতব্রত মুখোপাধ্যায় ও নবাগতা রাই দাসকে নিয়ে হাজির হচ্ছেন সৌম্যজিৎ আদক।   এই তিলোত্তমা ঘিরে আছে অনেক গল্প। এই শহর জানে আমাদের সকলের গোপন ইচ্ছেগুলো। কিন্তু তিলোত্তমা মানেই কি শুধু এই শহরের গল্প? না তা একেবারেই নয়।
পরান বন্দ্যোপাধ্যায় অভিনীত ‘তিলোত্তমা’ ছবিতে নীল ভট্টাচার্য, তৃণা সাহা, ঋতব্রত মুখোপাধ্যায় ও নবাগতা রাই দাসকে নিয়ে হাজির হচ্ছেন সৌম্যজিৎ আদক। এই তিলোত্তমা ঘিরে আছে অনেক গল্প। এই শহর জানে আমাদের সকলের গোপন ইচ্ছেগুলো। কিন্তু তিলোত্তমা মানেই কি শুধু এই শহরের গল্প? না তা একেবারেই নয়।
advertisement
3/6
সাধারণ মানুষের জীবনের গল্প, একে অপরের প্রতি ভরসার গল্প, অচেনা থেকে পরিচিত হয়ে ওঠার গল্প, এক নিঃস্বার্থ ভালোবাসার গল্প বলতে আসছে সৌম্যজিৎ আদক পরিচালিত ‘তিলোত্তমা’। এ  র আগে সৌরভ দাস ও দর্শনা বণিক জুটির 'হৃদয়পুর' ছবিটির পরিচালনা করেছেন সৌম্যজিৎ।
সাধারণ মানুষের জীবনের গল্প, একে অপরের প্রতি ভরসার গল্প, অচেনা থেকে পরিচিত হয়ে ওঠার গল্প, এক নিঃস্বার্থ ভালোবাসার গল্প বলতে আসছে সৌম্যজিৎ আদক পরিচালিত ‘তিলোত্তমা’। এ র আগে সৌরভ দাস ও দর্শনা বণিক জুটির 'হৃদয়পুর' ছবিটির পরিচালনা করেছেন সৌম্যজিৎ।
advertisement
4/6
এই সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে। তিনি তিলোত্তমা নামে একটি অনাথ আশ্রম চালান। বেশ কিছু অনাথ শিশুদের মাথার ছাদ ও শিক্ষা দেন তিনি। তাঁর পাশাপাশি সিঙ্গেল মাদারের চরিত্রে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী - তৃণা সাহা কে। একজন মিউজিশিয়ান হিসেবে দেখা যাবে নীল ভট্টাচার্যকে।
এই সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে। তিনি তিলোত্তমা নামে একটি অনাথ আশ্রম চালান। বেশ কিছু অনাথ শিশুদের মাথার ছাদ ও শিক্ষা দেন তিনি। তাঁর পাশাপাশি সিঙ্গেল মাদারের চরিত্রে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী - তৃণা সাহা কে। একজন মিউজিশিয়ান হিসেবে দেখা যাবে নীল ভট্টাচার্যকে।
advertisement
5/6
ছবিতে আরও একটি জুটি হিসেবে ঋতব্রত মুখোপাধ্যায় ও রাই দাসকে দেখা যাবে।   ঋতব্রত একজন অ্যাকাউন্ট্যান্ট এবং রাই তাঁর লিভ ইন পার্টনার রাই একজন কস্টিউম স্টাইলিস্ট।
ছবিতে আরও একটি জুটি হিসেবে ঋতব্রত মুখোপাধ্যায় ও রাই দাসকে দেখা যাবে। ঋতব্রত একজন অ্যাকাউন্ট্যান্ট এবং রাই তাঁর লিভ ইন পার্টনার রাই একজন কস্টিউম স্টাইলিস্ট।
advertisement
6/6
এছাড়াও রজত গাঙ্গুলি, পূষণ দাসগুপ্ত, পূজা সরকার ও আরও অনেকেই দেখা যিবে এই সিনেমায়।   এই সব কটা চরিত্র কীভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে, কীভাবে জীবনের চড়াই-উৎরাই পেরিয়ে জীবনের নতুন দিশা খুঁজে পায়, তার কথাই বলবে ‘তিলোত্তমা’। জীবনের নতুন অধ্যায় নিয়ে বেশ উদ্দীপিত নীল-তৃণা।
এছাড়াও রজত গাঙ্গুলি, পূষণ দাসগুপ্ত, পূজা সরকার ও আরও অনেকেই দেখা যিবে এই সিনেমায়। এই সব কটা চরিত্র কীভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে, কীভাবে জীবনের চড়াই-উৎরাই পেরিয়ে জীবনের নতুন দিশা খুঁজে পায়, তার কথাই বলবে ‘তিলোত্তমা’। জীবনের নতুন অধ্যায় নিয়ে বেশ উদ্দীপিত নীল-তৃণা।
advertisement
advertisement
advertisement