Naga Chaitanya: নাগা-সামান্থার সংসারে ভাঙনের জন্য সব সময় অভিযোগের আঙুল উঠেছে শোভিতার দিকেই, অবশেষে আসরে নামলেন নাগা চৈতন্য, যা বললেন...

Last Updated:
সংসার ভাঙার পর নতুন করে সম্পর্কে জড়িয়েছেন নাগা। এরপর গত বছর অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বর মাসে দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধূলিপালার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভিনেতা। যদিও এই বিয়ে মেনে নিতে পারেননি নেটিজেনরা। সামান্থার সঙ্গে অভিনেতার আগের বিয়ে ভাঙার জন্য সকলেই দায়ী করেছেন নাগার বর্তমান স্ত্রী শোভিতাকেই।
1/10
দক্ষিণী ছবির দুনিয়ায় এক সময়ের বহু চর্চিত জুটি ছিল নাগা চৈতন্য এবং সামান্থা রুথ প্রভু। ২০১৭ সালে গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা। এই জুটিকে দেখলেই মন ভাল হয়ে যেত ভক্তদের। কিন্তু ২০২১ সালে আচমকাই নিজেদের বিচ্ছেদের কথা ঘোষণা করে সকলকে চমকে দিয়েছিলেন নাগা-সামান্থা জুটি। ভেঙে পড়েছিলেন ভক্তরাও।
দক্ষিণী ছবির দুনিয়ায় এক সময়ের বহু চর্চিত জুটি ছিল নাগা চৈতন্য এবং সামান্থা রুথ প্রভু। ২০১৭ সালে গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা। এই জুটিকে দেখলেই মন ভাল হয়ে যেত ভক্তদের। কিন্তু ২০২১ সালে আচমকাই নিজেদের বিচ্ছেদের কথা ঘোষণা করে সকলকে চমকে দিয়েছিলেন নাগা-সামান্থা জুটি। ভেঙে পড়েছিলেন ভক্তরাও।
advertisement
2/10
এদিকে সংসার ভাঙার পর নতুন করে সম্পর্কে জড়িয়েছেন নাগা। এরপর গত বছর অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বর মাসে দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধূলিপালার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভিনেতা। যদিও এই বিয়ে মেনে নিতে পারেননি নেটিজেনরা। সামান্থার সঙ্গে অভিনেতার আগের বিয়ে ভাঙার জন্য সকলেই দায়ী করেছেন নাগার বর্তমান স্ত্রী শোভিতাকেই।
এদিকে সংসার ভাঙার পর নতুন করে সম্পর্কে জড়িয়েছেন নাগা। এরপর গত বছর অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বর মাসে দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধূলিপালার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভিনেতা। যদিও এই বিয়ে মেনে নিতে পারেননি নেটিজেনরা। সামান্থার সঙ্গে অভিনেতার আগের বিয়ে ভাঙার জন্য সকলেই দায়ী করেছেন নাগার বর্তমান স্ত্রী শোভিতাকেই।
advertisement
3/10
তবে শোভিতার বিরুদ্ধে এই অভিযোগ অনলাইনে বিস্তর বিতর্কের জন্ম দিয়েছে। কেউ কেউ শোভিতার পাশে দাঁড়িয়েছেন, তো কেউ বা আবার বলেছেন যে, নাগা-সামান্থার বিচ্ছেদ ব্যক্তিগত কারণের জন্যই হয়েছে। প্রচুর নেতিবাচকতা সত্ত্বেও নিজেদের সিদ্ধান্তে কঠোর ছিলেন প্রাক্তন ওই জুটি। তাঁরা নিজেদের মতো করে নিজেদের জীবনে এগিয়ে গিয়েছেন।
তবে শোভিতার বিরুদ্ধে এই অভিযোগ অনলাইনে বিস্তর বিতর্কের জন্ম দিয়েছে। কেউ কেউ শোভিতার পাশে দাঁড়িয়েছেন, তো কেউ বা আবার বলেছেন যে, নাগা-সামান্থার বিচ্ছেদ ব্যক্তিগত কারণের জন্যই হয়েছে। প্রচুর নেতিবাচকতা সত্ত্বেও নিজেদের সিদ্ধান্তে কঠোর ছিলেন প্রাক্তন ওই জুটি। তাঁরা নিজেদের মতো করে নিজেদের জীবনে এগিয়ে গিয়েছেন।
advertisement
4/10
‘Raw Talks With VK’ পডকাস্টের একটি সাক্ষাৎকারে সামন্থার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলেছেন নাগা চৈতন্য। তাঁর দাবি, এতে শোভিতা ধূলিপালার কোনও রকম ভূমিকা নেই। ব্যাখ্যা করে তিনি বলেন যে, স্বাভাবিক ভাবেই শোভিতার সঙ্গে তাঁর সম্পর্কটা প্রস্ফুটিত হয়েছিল। আর সামান্থার সঙ্গে সংসারে ভাঙনের জন্য কোনও বহিরাগত প্রভাব কাজ করেনি বলেও স্পষ্ট করে দিয়েছেন অভিনেতা।
‘Raw Talks With VK’ পডকাস্টের একটি সাক্ষাৎকারে সামন্থার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলেছেন নাগা চৈতন্য। তাঁর দাবি, এতে শোভিতা ধূলিপালার কোনও রকম ভূমিকা নেই। ব্যাখ্যা করে তিনি বলেন যে, স্বাভাবিক ভাবেই শোভিতার সঙ্গে তাঁর সম্পর্কটা প্রস্ফুটিত হয়েছিল। আর সামান্থার সঙ্গে সংসারে ভাঙনের জন্য কোনও বহিরাগত প্রভাব কাজ করেনি বলেও স্পষ্ট করে দিয়েছেন অভিনেতা।
advertisement
5/10
ব্যাখ্যা করে নাগা বলেন যে, “ওর (শোভিতা) জন্য আমার খুব খারাপ লাগে। ও এটার যোগ্য নয়। এই বিষয়ে ওর কোনও ভুলই নেই। ও আমার জীবনে এসেছে... খুব সুন্দর ভাবেই আমাদের আলাপ হয়েছিল। ইনস্টাগ্রামে সোশ্য়াল মিডিয়া চ্যাট যেমন হয়, ঠিক সেভাবেই আমাদের বন্ধুত্ব এবং আমাদের সম্পর্ক ধীরে ধীরে তৈরি হয়।”
ব্যাখ্যা করে নাগা বলেন যে, “ওর (শোভিতা) জন্য আমার খুব খারাপ লাগে। ও এটার যোগ্য নয়। এই বিষয়ে ওর কোনও ভুলই নেই। ও আমার জীবনে এসেছে... খুব সুন্দর ভাবেই আমাদের আলাপ হয়েছিল। ইনস্টাগ্রামে সোশ্য়াল মিডিয়া চ্যাট যেমন হয়, ঠিক সেভাবেই আমাদের বন্ধুত্ব এবং আমাদের সম্পর্ক ধীরে ধীরে তৈরি হয়।”
advertisement
6/10
স্পষ্ট করে নাগা এ-ও জানান যে, সামান্থার সঙ্গে আগের সম্পর্কের সঙ্গে শোভিতা ধূলিপালার কোনও যোগ ছিল না। এই পরিস্থিতি সুন্দর ভাবে সামাল দেওয়ার দেওয়ার জন্য শোভিতাকে ‘আসল হিরো’-র তকমাও দিয়েছেন অভিনেতা। তাঁর কথায়, “আমার অতীতের সঙ্গে কোনও ভাবেই ওর যোগ নেই... আমার ওর জন্য খারাপ লাগে। আমি ওকে অনেকটা ধন্যবাদ জানাতে চাই। ও খুবই বুঝদার এবং ধৈর্যশীল। পরিণতমনস্ক হিসেবে সবটা সামলেছে ও। তাই নানা রকম কারণে ও আমার কাছে ‘আসল হিরো’। কারণ এর মুখোমুখি হওয়া কিন্তু সহজ নয়।”
স্পষ্ট করে নাগা এ-ও জানান যে, সামান্থার সঙ্গে আগের সম্পর্কের সঙ্গে শোভিতা ধূলিপালার কোনও যোগ ছিল না। এই পরিস্থিতি সুন্দর ভাবে সামাল দেওয়ার দেওয়ার জন্য শোভিতাকে ‘আসল হিরো’-র তকমাও দিয়েছেন অভিনেতা। তাঁর কথায়, “আমার অতীতের সঙ্গে কোনও ভাবেই ওর যোগ নেই... আমার ওর জন্য খারাপ লাগে। আমি ওকে অনেকটা ধন্যবাদ জানাতে চাই। ও খুবই বুঝদার এবং ধৈর্যশীল। পরিণতমনস্ক হিসেবে সবটা সামলেছে ও। তাই নানা রকম কারণে ও আমার কাছে ‘আসল হিরো’। কারণ এর মুখোমুখি হওয়া কিন্তু সহজ নয়।”
advertisement
7/10
সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের বিষয়ে ‘লভ স্টোরি’ অভিনেতা আরও বলেন যে, “আমরা আমাদের মতো করেই যেতে চেয়েছি। আমাদের নিজস্ব কারণের জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা একে অপরকে শ্রদ্ধা করি। আমরা আমাদের মতো করে জীবনে এগোচ্ছি, যেখানে আর কোনও ব্যাখ্যার প্রয়োজন আছে বলে আমি বুঝি না। আমার আশা, দর্শক এবং সংবাদমাধ্যম এই বিষয়টাকে সম্মান করবেন। আমরা গোপনীয়তার জন্য অনুরোধ করি। দয়া করে আমাদের সম্মান করুন এবং এই বিষয়ে গোপনীয়তা রক্ষা করুন। কিন্তু দুর্ভাগ্যবশত এটা এখন সংবাদ শিরোনামে চলে এসেছে। এটা এখন চর্চার বিষয় হয়ে উঠেছে। বলা ভাল, এটা মানুষের কাছে বিনোদন।”
সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের বিষয়ে ‘লভ স্টোরি’ অভিনেতা আরও বলেন যে, “আমরা আমাদের মতো করেই যেতে চেয়েছি। আমাদের নিজস্ব কারণের জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা একে অপরকে শ্রদ্ধা করি। আমরা আমাদের মতো করে জীবনে এগোচ্ছি, যেখানে আর কোনও ব্যাখ্যার প্রয়োজন আছে বলে আমি বুঝি না। আমার আশা, দর্শক এবং সংবাদমাধ্যম এই বিষয়টাকে সম্মান করবেন। আমরা গোপনীয়তার জন্য অনুরোধ করি। দয়া করে আমাদের সম্মান করুন এবং এই বিষয়ে গোপনীয়তা রক্ষা করুন। কিন্তু দুর্ভাগ্যবশত এটা এখন সংবাদ শিরোনামে চলে এসেছে। এটা এখন চর্চার বিষয় হয়ে উঠেছে। বলা ভাল, এটা মানুষের কাছে বিনোদন।”
advertisement
8/10
জীবনে নতুন করে এগোনোর বিষয়ে নাগা আরও বলেন যে, “আমি খুব সুন্দর ভাবেই এগিয়েছি। সামান্থাও খুব সুন্দর ভাবে জীবনে এগোচ্ছে। আমরা আমাদের নিজেদের জীবন বাঁচছি। আমি আবার ভালবাসা খুঁজে পেয়েছি। আমি খুবই সুখী। আমাদের একে অপরের জন্য রয়েছে গভীর সম্মান। এমনটা নয় যে, এটা শুধুমাত্র আমার জীবনেই ঘটছে। তাই কি আমার সঙ্গে অপরাধীর মতো আচরণ করা হচ্ছে?”
জীবনে নতুন করে এগোনোর বিষয়ে নাগা আরও বলেন যে, “আমি খুব সুন্দর ভাবেই এগিয়েছি। সামান্থাও খুব সুন্দর ভাবে জীবনে এগোচ্ছে। আমরা আমাদের নিজেদের জীবন বাঁচছি। আমি আবার ভালবাসা খুঁজে পেয়েছি। আমি খুবই সুখী। আমাদের একে অপরের জন্য রয়েছে গভীর সম্মান। এমনটা নয় যে, এটা শুধুমাত্র আমার জীবনেই ঘটছে। তাই কি আমার সঙ্গে অপরাধীর মতো আচরণ করা হচ্ছে?”
advertisement
9/10
সামান্থার সঙ্গে সংসারের ভাঙন প্রসঙ্গেও কিছু কথা ভাগ করে নিয়েছেন নাগা। পথ আলাদা করে নেওয়ার সিদ্ধান্তের আগে পরিস্থিতি বিবেচনা করার বিষয়েও কথা বলেছেন তিনি। অভিনেতার কথায়, “একটা বিয়েতে যাঁরা রয়েছেন, তাঁদের ভালর জন্যই এই সিদ্ধান্তটা ছিল... যে সিদ্ধান্তই হোক না কেন, বহু বার ভাবনাচিন্তার পরে অন্য মানুষটির জন্য সম্মান রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমি বলছি কারণ এটা আমার জন্য খুবই সংবেদনশীল একটা বিষয়। আমি নিজেও একটা ভাঙা পরিবারের অংশ। আমি নিজেই ভাঙা পরিবারের সন্তান, তাই আমি জানি, এর অভিজ্ঞতাটা ঠিক কেমন। একটা সম্পর্ক ভাঙার আগে আমি ১০০ বার চিন্তাভাবনা করব। এর জেরে কী হতে পারে, সেটাও আমি জানি... তাই দুজন মিলেই এই সিদ্ধান্ত নিয়েছি।”
সামান্থার সঙ্গে সংসারের ভাঙন প্রসঙ্গেও কিছু কথা ভাগ করে নিয়েছেন নাগা। পথ আলাদা করে নেওয়ার সিদ্ধান্তের আগে পরিস্থিতি বিবেচনা করার বিষয়েও কথা বলেছেন তিনি। অভিনেতার কথায়, “একটা বিয়েতে যাঁরা রয়েছেন, তাঁদের ভালর জন্যই এই সিদ্ধান্তটা ছিল... যে সিদ্ধান্তই হোক না কেন, বহু বার ভাবনাচিন্তার পরে অন্য মানুষটির জন্য সম্মান রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমি বলছি কারণ এটা আমার জন্য খুবই সংবেদনশীল একটা বিষয়। আমি নিজেও একটা ভাঙা পরিবারের অংশ। আমি নিজেই ভাঙা পরিবারের সন্তান, তাই আমি জানি, এর অভিজ্ঞতাটা ঠিক কেমন। একটা সম্পর্ক ভাঙার আগে আমি ১০০ বার চিন্তাভাবনা করব। এর জেরে কী হতে পারে, সেটাও আমি জানি... তাই দুজন মিলেই এই সিদ্ধান্ত নিয়েছি।”
advertisement
10/10
সব শেষে নাগা চৈতন্য বলেন যে, “এক রাতের মধ্যেই এটা ভেবে ফেলেছি, এমনটা নয়। এটা হয়েছে ভেবেই আমার খারাপ লাগে। আর সব কিছু ঘটে একটা কারণে। আপনি নিজেকে তৈরি করুন। আপনি উন্নতি করুন। তাহলেই আপনারা খুব শীঘ্রই সঠিক পথের সন্ধান পাবেন। এটাই আমার সঙ্গে ঘটেছিল।”
সব শেষে নাগা চৈতন্য বলেন যে, “এক রাতের মধ্যেই এটা ভেবে ফেলেছি, এমনটা নয়। এটা হয়েছে ভেবেই আমার খারাপ লাগে। আর সব কিছু ঘটে একটা কারণে। আপনি নিজেকে তৈরি করুন। আপনি উন্নতি করুন। তাহলেই আপনারা খুব শীঘ্রই সঠিক পথের সন্ধান পাবেন। এটাই আমার সঙ্গে ঘটেছিল।”
advertisement
advertisement
advertisement