Bollywood Gossip: বচ্চন পরিবারের গোড়ায় গলদ!শুধু ছেলে-বৌমার বিয়েতে নয়, অমিতাভ-জয়ার বিয়ের মুহূর্তে ঘটেছিল ভয়ানক সমস্যা, শ্বশুর জামাইকে যা বলেন....
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Bachchan Family: ৩ জুন ১৯৭৩ বিয়ে করেন অমিতাভ-জয়ার৷ বচ্চন পরিবারে বেজে ওঠে বিয়ের সানাই৷ এই বিয়েতেও হয়েছিল সমস্যা৷ যা খুবই ইঙ্গিতবাহী!
advertisement
advertisement
তাঁর আত্মজীবনী, ‘ইন দ্য আফটারনুন অফ টাইম’-এ হরিবংশ তাঁর ছেলের বিয়ে নিয়ে এক চমকপ্রদ তথ্য ভাগ করে নিয়েছিলেন। মালাবার হিলসের স্কাইলার্ক বিল্ডিংয়ের উপরের তলায় বিয়ে হয়েছিল অমিতাভ আর জয়ার। অনুষ্ঠানে মাত্র গুটি কতক অতিথি উপস্থিত ছিলেন। বরযাত্রী ছিলেন পাঁচ জন। যাঁদের মধ্যে একজন কবি নিজে এবং আর একজন সঞ্জয় গান্ধী। জয়ার পরিবারের কেউ এ বিয়েতে তেমন উৎসাহী ছিলেন না বলেই দাবি করেন হরিবংশ।
advertisement
advertisement
হরিবংশ জানান যে, বাঙালি রীতিতে বিয়ের চেয়েছিলেন জয়ার বাবা-মা। তাতে বচ্চন পরিবারের কোনও আপত্তি ছিল না। প্রথম পর্যায়টি ছিল বরের পূজা। জয়ার বাবা অমিতাভের বাসভবন ‘মঙ্গল’-এ উপহার নিয়ে এসেছিলেন। একটা ছোট অনুষ্ঠান হয়। সেখানে কিছু অপ্রত্যাশিত ঘটনা লক্ষ্য করেছিলেন হরিবংশজি। তিনি দেখেন যে জয়া ছাড়া ওর পরিবারের কেউই আনন্দ করেননি। কেউই খুশি ছিলেন না এই অনুষ্ঠানে৷
advertisement
ধুমধাম ছাড়াই স্বাগত জানানো হয়েছিল বরযাত্রীদের। অনুষ্ঠান শেষ হলে খেয়েদেয়ে আবার রওনা হয়ে গিয়েছিলেন তাঁরা ৫ জন। হরিবংশ রাই বচ্চন তাঁর নতুন পুত্রবধূর বাবাকে জড়িয়ে ধরেন। অমিতের মতো জামাই পাওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানান। কিন্তু বদলে তিনি বললেন, ‘আমার পরিবারটা একেবারে ধ্বংস হয়ে গেল’।” শুনে অবাক হয়েছিলেন হরিবংশ। সেই ধাক্কা ভুলতে পারেননি।
advertisement