Vikrant Massey: 'ভারতে সংখ্যালঘুদের কোনও ভয় নেই', অভিনেতা বিক্রান্ত মাসের বক্তব্যে বিতর্ক

Last Updated:
বিজেপির সমালোচক হিসেবে পরিচিত অভিনেতার এহেন মন্তব্য স্বাভাবিক ভাবে বিজেপি বিরোধিদের মনে প্রশ্ন তুলেছে৷ তাহলে কি নিজের অবস্থান বদল করলেন অভিনেতা?
1/6
দেশের অবস্থা অত্যন্ত সুখকর, কোনও ধর্মের মানুষের কোনও ভয় নেই৷ বলিউড অভিনেতা বিক্রন্ত মাসের এই বক্তব্য ঘিরে নেটদুনিয়ায় তোলপাড়৷ বিজেপির সমালোচক হিসেবে পরিচিত অভিনেতার এহেন মন্তব্য স্বাভাবিক ভাবে বিজেপি বিরোধিদের মনে প্রশ্ন তুলেছে৷ তাহলে কি নিজের অবস্থান বদল করলেন অভিনেতা?
দেশের অবস্থা অত্যন্ত সুখকর, কোনও ধর্মের মানুষের কোনও ভয় নেই৷ বলিউড অভিনেতা বিক্রন্ত মাসের এই বক্তব্য ঘিরে নেটদুনিয়ায় তোলপাড়৷ বিজেপির সমালোচক হিসেবে পরিচিত অভিনেতার এহেন মন্তব্য স্বাভাবিক ভাবে বিজেপি বিরোধিদের মনে প্রশ্ন তুলেছে৷ তাহলে কি নিজের অবস্থান বদল করলেন বিক্রন্ত?
advertisement
2/6
একটি সাক্ষাৎকারে বিক্রান্ত মাসে জানেন যে,আগে যা খারাপ বলে ভাবতাম, তা আদতে অতটা খারাপ নয়৷ আর উল্টোদিকে যাদের ভাল ভাবতাম, তারা বাস্তবে ততটাও ভাল নয়! আমি নিজেও দিনদিন পাল্টাচ্ছি৷ ফলে অনেকে বলে যে দেশে হিন্দুরা শান্তিতে নেই, অনেকে বলেন যে দেশে মুসলমানেরা ভয়ে রয়েছেন, কিন্তু এই দেশে কেউ ভয়ে বাস করছেন না৷ সকলেই ভাল রয়েছে৷ বসবাস করার জন্য ভারত সর্বশ্রেষ্ট দেশ৷ ইউরোপ, আমেরিকা, ফ্রান্সে ক্রমবর্ধমান আশান্তি চলছে৷ ভারতই এখন একমাত্র বাসযোগ্য দেশ এবং ভবিষ্যতেও সেরা থাকবে৷
একটি সাক্ষাৎকারে বিক্রান্ত মাসে জানেন যে,আগে যা খারাপ বলে ভাবতাম, তা আদতে অতটা খারাপ নয়৷ আর উল্টোদিকে যাদের ভাল ভাবতাম, তারা বাস্তবে ততটাও ভাল নয়! আমি নিজেও দিনদিন পাল্টাচ্ছি৷ ফলে অনেকে বলে যে দেশে হিন্দুরা শান্তিতে নেই, অনেকে বলেন যে দেশে মুসলমানেরা ভয়ে রয়েছেন, কিন্তু এই দেশে কেউ ভয়ে বাস করছেন না৷ সকলেই ভাল রয়েছে৷ বসবাস করার জন্য ভারত সর্বশ্রেষ্ট দেশ৷ ইউরোপ, আমেরিকা, ফ্রান্সে ক্রমবর্ধমান আশান্তি চলছে৷ ভারতই এখন একমাত্র বাসযোগ্য দেশ এবং ভবিষ্যতেও সেরা থাকবে৷
advertisement
3/6
তিনি আরও বলেন যে কোনও ডান বা বাম মতোবাদ নেই৷ যা রয়েছে তা হল ডান এবং ডান বিরোধ এভাবে ভাগ করে যেতে পারে৷ বাম বলে তিনি কিছু দেখেন না বলে মন্তব্য করেন বিক্রান্ত৷
তিনি আরও বলেন যে কোনও ডান বা বাম মতোবাদ নেই৷ যা রয়েছে তা হল ডান এবং ডান বিরোধ এভাবে ভাগ করে যেতে পারে৷ বাম বলে তিনি কিছু দেখেন না বলে মন্তব্য করেন বিক্রান্ত৷
advertisement
4/6
নিজের কথার সমর্থনে উদাহরণও দেন তিনি৷ তাঁর শ্বশুর থাকেন হিমাচল প্রদেশের ছোট একটি শহরে৷ আগে এই শহরে পরিবহণ ব্যবস্থা খুব দুর্বল ছিল৷ ন্যাশনল হাইওয়ে পৌঁছতে ৩-৪ ঘণ্টা কেটে যেত৷ এখন সেই ব্যবস্থা অনেক উন্নত, জানান বিক্রান্ত৷
নিজের কথার সমর্থনে উদাহরণও দেন তিনি৷ তাঁর শ্বশুর থাকেন হিমাচল প্রদেশের ছোট একটি শহরে৷ আগে এই শহরে পরিবহণ ব্যবস্থা খুব দুর্বল ছিল৷ ন্যাশনল হাইওয়ে পৌঁছতে ৩-৪ ঘণ্টা কেটে যেত৷ এখন সেই ব্যবস্থা অনেক উন্নত, জানান বিক্রান্ত৷
advertisement
5/6
দেশের ব্যাপক উন্নতি হয়েছে বলে তাঁর মত৷ সরকার তাঁকে অনেক সম্মান দিচ্ছেন বলেও তিনি কৃতজ্ঞ৷ বিজেপি সরকারের শপথগ্রহণে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল৷ ছাত্রছাত্রীদের অনুপ্রেরিত করতে সরকারি স্কুলে তাঁর ছবি ১২ ফেল দেখানো হয়েছে৷ ফলে তিনি বেশ খুশি৷
দেশের ব্যাপক উন্নতি হয়েছে বলে তাঁর মত৷ সরকার তাঁকে অনেক সম্মান দিচ্ছেন বলেও তিনি কৃতজ্ঞ৷ বিজেপি সরকারের শপথগ্রহণে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল৷ ছাত্রছাত্রীদের অনুপ্রেরিত করতে সরকারি স্কুলে তাঁর ছবি ১২ ফেল দেখানো হয়েছে৷ ফলে তিনি বেশ খুশি৷
advertisement
6/6
পরোক্ষভাবে বিজেপি সরকারের ভূয়সী প্রসংশা করতেই তাঁকে নিয়ে শুরু রয়েছে চর্চা৷ ছবির কাজ পেতে এভাবে নিজের রাজনৈতিক অবস্থা বদল করছেন বিক্রান্ত৷ এমনই তাঁর বিরুদ্ধে অভিযোগ করছেন নেটিজেনরা৷
পরোক্ষভাবে বিজেপি সরকারের ভূয়সী প্রসংশা করতেই তাঁকে নিয়ে শুরু রয়েছে চর্চা৷ ছবির কাজ পেতে এভাবে নিজের রাজনৈতিক অবস্থা বদল করছেন বিক্রান্ত৷ এমনই তাঁর বিরুদ্ধে অভিযোগ করছেন নেটিজেনরা৷
advertisement
advertisement
advertisement