Bollywood Gossip: 'বউ করছেটা কী?' রণবীরের নগ্ন ফটো নিয়ে রেগে বোম শক্তিমান, স্বামীর কাজের দায় চাপল স্ত্রীর ঘাড়ে
- Published by:Pooja Basu
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Shaktimaan: রণবীরের নগ্ন ফটোশ্যুটের কারণেই জন্মেছে তীব্র ঘৃণা, কম যান না স্ত্রী দীপিকাও; আচমকা তেলেবেগুনে জ্বলে উঠলেন পর্দার ‘শক্তিমান’ মুকেশ খান্না
ভারতীয় টেলিদুনিয়ায় ‘শক্তিমান’-এর জনপ্রিয়তা আজও তুঙ্গে। আর ‘শক্তিমান’-এর ভূমিকায় মন জয় করে এসেছেন মুকেশ খান্না। এদিকে অভিনেতা রণবীর সিং জানিয়েছেন যে, ‘শক্তিমান’ নিয়েই ছবি তৈরি হচ্ছে। আর তা প্রকাশ্যে আসতেই বিষয়টা খবরের শিরোনামে উঠে এসেছে। মুকেশ খান্না অবশ্য কাস্টিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এমনকী রণবীর না কি মুকেশ খান্নাকে ব্যক্তিগত ভাবে রাজি করানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে অবশ্য বরফ গলেনি।
advertisement
advertisement
এক সাক্ষাৎকারে মুকেশ বলেন যে, “এখন মানুষ জানতে পারবেন যে, রণবীর আমার কাছে এসে শক্তিমান-এর চরিত্রে অভিনয় করার অনুমতি চেয়েছিলেন। আমি তা গোপন করতে পারি না। কারণ পরে মানুষ বলতে পারেন যে, আমি রণবীরের প্রশংসা করেছি আর ওকে দুর্ধর্ষ অভিনেতার তকমা দিয়েছি। আসলে ‘শক্তিমান’ চরিত্রে অভিনয় করবেন রণবীর। এই খবর প্রকাশ্যে এসেছে। কিন্তু আমি তাতে রাজি নই।”
advertisement
তিনি আরও বলেন যে, “সোনি-র সঙ্গেও ঝামেলা হয়েছে আমার। বিষয়টি পরিষ্কার করে আমি একটা ভিডিও করে বলেছি যে, ওই চরিত্রে রণবীরকে অভিনয় করার অনুমতি আমি দিইনি। এর কারণ হল… রণবীর ওই দিন আমার সামনে ৩ ঘণ্টা বসেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আমায় ওঁকে বলতে হয়েছে যে, ওঁর মুখে যেটার প্রয়োজন, সেটা দেখা যায়নি। ওঁর মুখটা দুষ্টু দুষ্টু। অর্থাৎ অনেকটা এরকম, যিনি অন্যদের প্যাঁচে ফেলেন।”
advertisement
advertisement
পর্দার ‘শক্তিমান’ আরও বলে চলেন, “আমি রণবীরকে বিশ্বাস করেছিলাম। কিন্তু পরে দেখেছি যে, সংবাদমাধ্যমের সামনে উনি বিবৃতি দিয়ে জানিয়েছিলেন যে, তিনি এতে কমফোর্টেবল ছিলেন। বিবৃতি দেওয়ার ক্ষেত্রে আমি মনে করি যে, আপনি কমফোর্টেবল হতে পারেন, কিন্তু আমরা নই। তাঁর স্ত্রীরও এ নিয়ে কোনও সমস্যা ছিল না। একটা বিবৃতিতে এমনটাই বলেছিলেন। দীপিকারও আপত্তি ছিল না। অথচ প্রত্যেক স্ত্রীরই বাধা দেওয়া উচিত। এতটাও আধুনিক হওয়ার প্রয়োজন নেই।”