প্যাস্টেল নীল রঙের আনারকলির সাজে অপরূপা নায়িকা ম্রুণাল ঠাকুর। অভিনয়ের পর এবার ফ্যাশনেও টেক্কা দিচ্ছেন নায়িকা। (Mrunal Thakur) সাবেকি সাজে দারুণ দেখাচ্ছে ম্রুণালকে। খুবই হাল্কা মেকআপ ও গয়নায় সেজেছেন অভিনেত্রী। লাল সাদা শাড়িতে অপরূপা। চোকার ও লাল গোলাপের সাজে অনবদ্য রূপ। অর্নেট লেহেঙ্গা পরেছেন ম্রুণাল। ব্লাউজে রয়েছে সেক্সি অবতার। সাদা শাড়ির সাজে মোহময়ী। ম্রুণালের হাসিতে কুপোকাত ভক্তরা। গোলাপি লেহেঙ্গায় নতুন বউয়ের সাজে। এটিও অর্নেট লেহেঙ্গা ও চোলি।