Guess the Actress: তাঁর রূপে মুগ্ধ গোটা প্রজন্ম, ঝুলিতে প্রচুর হিট সিনেমা, ৩৫ মেয়ে এবং ১ ছেলের মা 'এই' নায়িকা ১৮৩ কোটির মালিক! চিনতে পারছেন?
- Published by:Shubhagata Dey
Last Updated:
Guess the Actress: ১৯৯৮ সালে মণি রত্নমের 'দিল সে' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন প্রীতি জিন্টা। তেলেগু ভাষায় 'প্রেমন্ত ইদেরা' ছবি দিয়ে ইন্ডাস্ট্রিতে প্রবেশ এই সুন্দরীর। প্রথম ছবি থেকেই তুমুল ক্রেজ অর্জন করেছিলেন প্রীতি।
advertisement
advertisement
advertisement
*প্রীতি জিন্টা তাঁর বেশিরভাগ সময়ই এখন লস অ্যাঞ্জেলসে কাটান। তবে এই মুহূর্তে আইপিএল চলায় ভারতে রয়েছেন তিনি। পঞ্জাব কিংসের মালিক প্রীতি জিন্টার দল। এবার তার দল ফাইনালে পৌঁছয়, যদিও জিততে পারেনি। ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্সের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার সময় তার দল ৬ রানে হেরে যায়। এতে প্রীতি জিনতা ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েন।
advertisement
*এই অভিনেত্রী সম্পর্কিত অনেক তথ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দুই সন্তান জিয়া ও জয়ের জন্মের আগেই ৩৪ সন্তান দত্তক নিয়ে মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী। প্রীতি জিন্টা বলেন, 'আমি ৩৪ জন মেয়েকে দত্তক নিয়েছি। তাদের লালন-পালন থেকে শুরু করে তাদের খাওয়ানো এবং তাদের চাহিদা পূরণ করা, আমি তাদের যত্ন নিই। এতগুলো মেয়ের একসঙ্গে কথা শুনতে যে যে কত আনন্দ লাগে তা ভাষায় প্রকাশ করা যাবে না। তারা এখন আমার সন্তান, আমার দায়িত্ব। আমি সবসময় তাদের খেয়াল রাখব। বছরে দু'বার তাদের সঙ্গে আমার দেখা হয়। (ছবি: ইনস্টাগ্রাম / ফাইল ফটো)
advertisement
advertisement
*প্রীতির নাম শোনা মাত্রই তাঁর গালের ডিম্পল আর আইপিএল ম্যাচের কথা মনে পড়ে যায়। মধ্যবিত্ত পরিবার থেকে বিশ্বের সবচেয়ে ধনী লিগ আইপিএলে একটি দলের মালিক হয়ে ওঠার যাত্রা অনেকের কাছে অনুপ্রেরণার। ব্যক্তিগত জীবনে যতই সমস্যা থাকুক না কেন, তিনি তার ক্যারিয়ারের দিকে মনোনিবেশ করেন। (ছবি: ইনস্টাগ্রাম / ফাইল ফটো)
advertisement
*প্রীতি জিন্টা ১৯৭৫ সালের ৩১ জানুয়ারি ভারতের হিমাচল প্রদেশের সিমলায় জন্মগ্রহণ করেন। ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত পঞ্জাব কিংসের অন্যতম মালিক নেস ওয়াদিয়ার সঙ্গে সম্পর্ক ছিল প্রীতির। তাদের বাগদানের খবরও শোনা গিয়েছিল। আইপিএল ম্যাচ চলাকালীন নেস ওয়াদিয়ার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনে মামলা করেন প্রীতি। এরপর আমেরিকান ব্যবসায়ী জিন গুডএনাফকে বিয়ে করেন অভিনেত্রী।