Bollywood Gossip: হার্দিক-নাতাশা, হৃতিক-সুজান, সইফ-অমৃতা নয়...! বলিউডের সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্স এঁদেরই? নাম জানলে বিশ্বাসই হবে না
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Most expensive Bollywood divorce : বলিউডের সবচেয়ে দামি ডিভোর্স! কারিশমা-সঞ্জয় কাপুর নাকি হৃতিক রোশন-সুজান খান, নাকি সফই আলি খান-অমৃতা, বলিউডের সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্স কোনগুলি? জানুন...
*হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্ট্যানকোভিচের বিবাহবিচ্ছেদের খবর এই মুহূর্তে চর্চায়। ১৮ জুলাই সোশ্যাল হ্যান্ডেলে বিবৃতি দিয়ে বিবাহবিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন দু'জনে। শোনা যাচ্ছে, হার্দিক তাঁর ৯১ কোটি টাকা সম্পত্তির ৭০ শতাংশ নাতাশাকে দিতে চলেছেন। তবে এ বিষয়ে দু'জনের পক্ষ থেকে এখনও কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে শোনা যাচ্ছে, এখনও পর্যন্ত বলিউডে এটাই সবচেয়ে বড় খোরপোষের অঙ্ক। কারিশমা-সঞ্জয় কাপুর নাকি হৃতিক রোশন-সুজান খান, নাকি সফই আলি খান-অমৃতা, বলিউডের সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্স কোনগুলি? জানুন...
advertisement
*ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের বিবাহ বিচ্ছেদকে এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল বিবাহবিচ্ছেদ বলা হচ্ছে। খোরপোষ হিসেবে হার্দিক নাতাশাকে কত টাকা দিয়েছেন তা এখনও স্পষ্ট না হলেও মিডিয়া রিপোর্ট অনুযায়ী, হার্দিকের ৯১ কোটি টাকার সম্পত্তির ৭০ শতাংশ নিতে চলেছেন নাতাশা। তবে তা এখনও নিশ্চিত নয়।
advertisement
*হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচের মতো বলিউড অভিনেতা হৃতিক রোশন ও সুজান খানের বিচ্ছেদের খবরও ছিল শিরোনামে। এই দম্পতি যখন তাদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন, তখন ভক্তরা খুবই অবাক হয়েছিলেন। হৃতিক এবং সুজান ২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের ১৪ বছর পরে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সূত্রের খবর, সুজানের সঙ্গে বিচ্ছেদের জন্য প্রায় ৩৮০ কোটি টাকা খোরপোষ দিয়েছিলেন হৃতিক।
advertisement
*২০০৩ সালে ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন কারিশ্মা কাপুর। ২০১৬ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। সামাইরা ও কিয়ান নামে দুই সন্তান রয়েছে। স্বামী সঞ্জয় কাপুরের কাছ থেকে বিচ্ছেদের জন্য কারিশ্মা কাপুরও মোটা অঙ্ক দাবি করেছিলেন। সূত্রের খবর, বিলাসবহুল বাড়ির পাশাপাশি করিশ্মা কাপুরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের জন্য ১৪ কোটি টাকা দেন সঞ্জয় কাপুর। সঞ্জয় কাপুরের দেওয়া বাড়িতেই দুই সন্তানকে নিয়ে থাকেন অভিনেত্রী। সূত্রের খবর, দুই সন্তানের জন্য প্রতি মাসে কারিশ্মাকে তিনি ১০ লক্ষ টাকা করে দেন। এ জন্য এই ডিভোর্সকে বি-টাউনের সবচেয়ে দামি ডিভোর্স বলা হয়।
advertisement
advertisement
advertisement
advertisement