মোনালি ঠাকুর এখন বেশিরভাগ সময় থাকেন দেশের বাইরে৷ বিবাহসূত্রে তিনি এখন সুইৎজারল্যান্ডের বাসিন্দা৷ তাঁর স্বামী মাইক রিকটার থাকেন সুইৎজারল্যান্ডে৷ পেশায় ব্যবসায়ী৷
2/ 7
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় মোনালি৷ তিনি প্রায়ই তাঁর নিজের ছবি পোস্ট করেন৷ কখনও প্রকৃতির সঙ্গে সময় কাটানোর ছবি তো কখনও তাঁর গলায় মিষ্টি গান শোনান ভক্তদের৷
3/ 7
সমুদ্রে বেড়াতে ভালবাসেন তিনি৷ তাই তো সুইৎজারল্যান্ডের লেকের জলে স্নান করে নিজের ইচ্ছে পূরণ করেন বাঙালি গায়িকা৷ স্বচ্ছ্ব জলে ডুব দিয়ে, জলের তলা থেকেই ক্যামেরা দিকে তাকিয়ে তোলেন ছবি৷
4/ 7
প্রকৃতি ও পরিবেশ রক্ষার কথা বলেন মোনালি৷ এমন একটি পোস্টে তিনি লেখেন যে, প্রকৃতি আমাদের অনেক কিছু উপহার দিয়েছে, বিনামূল্যে৷ সেই সব কিছু সুরক্ষিত রাখা আমাদের কর্তব্য৷ কিন্তু মানুষ নির্বোধের মতো তা ধ্বংশ করে চলেছে৷
5/ 7
শিল্পী মাত্রই সৃজনশীল হন৷ মোনালিও ব্যতিক্রম নন৷ প্রকৃতির কোলে নিজেকে মেলে ধরতে চান তিনি৷ এবং একই সঙ্গে প্রাকৃতিক রসদ থেকে গায়কির তালিম নেন এই সঙ্গীত শিল্পী৷ তাই তো পাহাড়ের কোলে পিঠে রোদ মেখে গেয়ে ওঠেন, অ্যায় দিল হায় মুশকিল ছবি জনপ্রিয় গান চেন্না মেরে আ...
6/ 7
২০১৭ সালে বিয়ে করে বলিউডের প্রতিষ্ঠিত শিল্পী মোনালি ঠাকুর৷ তবে সেই খবর গোপন রেখে দেন তিনি৷ ৩ বছর পর সেই খবর সকলের কাছে নিজেই তুলে ধরেন৷
7/ 7
আপাতত গান এবং সংসার নিয়ে ব্যস্ত জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা৷