Poushmita Husband Death: কাজে ফিরলাম, নাহলে পরপারে... স্বামীর মৃত্যুর দু’দিনে কাজে ফিরে কী বললেন ‘মিঠিঝোরা’র পৌষমিতা

Last Updated:
Poushmita Goswami Husband Death: গত ১০ জানুয়ারি, বুধবার আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় টেলিপাড়ার খ্যাতনামী কার্যনির্বাহী প্রযোজক অর্ণব রায়ের। মাত্র ৪০ বছর বয়সেই সব শেষ।
1/10
Poushmita Goswami: হাত ছেড়ে দিয়েছে জীবন সঙ্গী। দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগেই স্বামীকে হারিয়ে বিধ্বস্ত টেলিপাড়ার অতি পরিচিত মুখ অভিনেত্রী পৌষমিতা গোস্বামী।
Poushmita Goswami: হাত ছেড়ে দিয়েছে জীবন সঙ্গী। দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগেই স্বামীকে হারিয়ে বিধ্বস্ত টেলিপাড়ার অতি পরিচিত মুখ অভিনেত্রী পৌষমিতা গোস্বামী।
advertisement
2/10
Poushmita Goswami: ‘বাঘবন্দি খেলা’, ‘ওগো নিরুপমা’, ‘সাঁঝের বাতি’, ‘শ্রীময়ী’, ‘রিমলি’র একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন পৌষমিতা।
Poushmita Goswami: ‘বাঘবন্দি খেলা’, ‘ওগো নিরুপমা’, ‘সাঁঝের বাতি’, ‘শ্রীময়ী’, ‘রিমলি’র একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন পৌষমিতা।
advertisement
3/10
Poushmita Goswami: গত ১০ জানুয়ারি, বুধবার আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় টেলিপাড়ার খ্যাতনামী কার্যনির্বাহী প্রযোজক অর্ণব রায়ের। মাত্র ৪০ বছর বয়সেই সব শেষ।
Poushmita Goswami: গত ১০ জানুয়ারি, বুধবার আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় টেলিপাড়ার খ্যাতনামী কার্যনির্বাহী প্রযোজক অর্ণব রায়ের। মাত্র ৪০ বছর বয়সেই সব শেষ।
advertisement
4/10
Poushmita Goswami: শনিবারই কাজে ফিরলেন পৌষমিতা। স্বামীকে হারিয়ে দু’দিনের মাথায় কেন ধারাবাহিকের শ্যুট শুরু করলেন তিনি?
Poushmita Goswami: শনিবারই কাজে ফিরলেন পৌষমিতা। স্বামীকে হারিয়ে দু’দিনের মাথায় কেন ধারাবাহিকের শ্যুট শুরু করলেন তিনি?
advertisement
5/10
Poushmita Goswami: সম্প্রতি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে অভিনেত্রী বললেন, ‘‘কাজেও জয়েন করেছি। কারণ, অর্ণব চাইত কাজ নিয়ে থাকতে।’’
Poushmita Goswami: সম্প্রতি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে অভিনেত্রী বললেন, ‘‘কাজেও জয়েন করেছি। কারণ, অর্ণব চাইত কাজ নিয়ে থাকতে।’’
advertisement
6/10
Poushmita Goswami: ‘‘আমাদের একটা প্রযোজনা সংস্থাও ছিল। সেই কাজটা আমাকে একাকেই করতে হবে। না হলে পরপারে বকুনি খাব।’’
Poushmita Goswami: ‘‘আমাদের একটা প্রযোজনা সংস্থাও ছিল। সেই কাজটা আমাকে একাকেই করতে হবে। না হলে পরপারে বকুনি খাব।’’
advertisement
7/10
Poushmita Goswami: ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে রাই ও নীলুর মায়ের চরিত্র, নন্দিনীর ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী। সেই কাজেই ফিরলেন তিনি।
Poushmita Goswami: ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে রাই ও নীলুর মায়ের চরিত্র, নন্দিনীর ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী। সেই কাজেই ফিরলেন তিনি।
advertisement
8/10
Poushmita Goswami: অর্ণব রায় পড়াশোনা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। দীর্ঘসময় টলিউডে কাজ করেছেন। ‘বকুল কথা’, ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’, ‘তুঁতে’র মতো প্রোজেক্টের সঙ্গে কাজ করেছেন।
Poushmita Goswami: অর্ণব রায় পড়াশোনা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। দীর্ঘসময় টলিউডে কাজ করেছেন। ‘বকুল কথা’, ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’, ‘তুঁতে’র মতো প্রোজেক্টের সঙ্গে কাজ করেছেন।
advertisement
9/10
Poushmita Goswami: ২০২১ সালে আইনি বিয়ে সেরেছিলেন অর্ণব-পৌষমিতা। পরের বছর ফেব্রুয়ারিতে ধুমধাম করে সাত পাক বাঁধা পড়েন।
Poushmita Goswami: ২০২১ সালে আইনি বিয়ে সেরেছিলেন অর্ণব-পৌষমিতা। পরের বছর ফেব্রুয়ারিতে ধুমধাম করে সাত পাক বাঁধা পড়েন।
advertisement
10/10
Poushmita Goswami: ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকের সুবাদেই পরিচয় দু’জনের। সেখান থেকেই শুরু প্রেম। ২০২১ সালে পরিণতি পায় প্রেম। কিন্তু দীর্ঘ হল না তাঁদের পথচলা।
Poushmita Goswami: ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকের সুবাদেই পরিচয় দু’জনের। সেখান থেকেই শুরু প্রেম। ২০২১ সালে পরিণতি পায় প্রেম। কিন্তু দীর্ঘ হল না তাঁদের পথচলা।
advertisement
advertisement
advertisement