Gossip: বিয়েতে যাননি, বৌভাতে আদৃত-কৌশাম্বির মাঝে দাঁড়িয়ে শুভেচ্ছা জানিয়েছেন! সামনে এল ভাইরাল ছবি

Last Updated:
Mithai Serial: মিঠাই সিরিয়ালের সেট থেকে আদৃত-কৌশাম্বির প্রেম৷ ফলে মিঠাই সিরিয়ালের আলাদা গুরুত্ব রয়েছে তাঁদের জীবনে৷ বিয়ে থেকে রিসেপশনে হাজির ছিল গোটা মিঠাই পরিবার
1/7
আদৃত-কৌশাম্বীর বিয়ে নিয়ে বেশ চর্চা হল৷ বিয়ের দিনের থেকেও নবদম্পতি নজর কাড়েন তাঁদের রিসেপশনে৷ একেবারে সাদা পোশাকে ছিলেন আদৃত ও কৌশাম্বি৷
আদৃত-কৌশাম্বীর বিয়ে নিয়ে বেশ চর্চা হল৷ বিয়ের দিনের থেকেও নবদম্পতি নজর কাড়েন তাঁদের রিসেপশনে৷ একেবারে সাদা পোশাকে ছিলেন আদৃত ও কৌশাম্বি৷
advertisement
2/7
বিয়ের সাজ তো সাবেকি ছিল। তবে রিসেপশনের সাজে ছিল অন্যরকম ছোঁয়া৷ অন্য ভাবে সেজে উঠলেন নবদম্পতি। সাদা রঙের এম্বেলিশড লেহঙ্গায় তাক লাগিয়েছিলেন নববধূ কৌশাম্বি। আদৃতের পরনে ছিল সাদা শেরওয়ানি।
বিয়ের সাজ তো সাবেকি ছিল। তবে রিসেপশনের সাজে ছিল অন্যরকম ছোঁয়া৷ অন্য ভাবে সেজে উঠলেন নবদম্পতি। সাদা রঙের এম্বেলিশড লেহঙ্গায় তাক লাগিয়েছিলেন নববধূ কৌশাম্বি। আদৃতের পরনে ছিল সাদা শেরওয়ানি।
advertisement
3/7
মিঠাই সিরিয়ালের সেট থেকে আদৃত-কৌশাম্বির প্রেম৷ ফলে মিঠাই সিরিয়ালের আলাদা গুরুত্ব রয়েছে তাঁদের জীবনে৷ বিয়ে থেকে রিসেপশনে হাজির ছিল গোটা মিঠাই পরিবার৷
মিঠাই সিরিয়ালের সেট থেকে আদৃত-কৌশাম্বির প্রেম৷ ফলে মিঠাই সিরিয়ালের আলাদা গুরুত্ব রয়েছে তাঁদের জীবনে৷ বিয়ে থেকে রিসেপশনে হাজির ছিল গোটা মিঠাই পরিবার৷
advertisement
4/7
প্রাক্তন সহকর্মীদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন আদৃত এবং কৌশাম্বি।
প্রাক্তন সহকর্মীদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন আদৃত এবং কৌশাম্বি।
advertisement
5/7
তবে সব গসিপে জল ঢেলে রিসেপশনে হাজির হলেন তিনি৷ মাঠাইয়ের মোদক পরিবারের মেয়ে শ্রীতমা৷
তবে সব গসিপে জল ঢেলে রিসেপশনে হাজির হলেন তিনি৷ মাঠাইয়ের মোদক পরিবারের মেয়ে শ্রীতমা৷
advertisement
6/7
অর্থাৎ দিয়া মুখোপাধ্যায়৷ আদৃত ও কৌশাম্বির মাঝে দাঁড়িয়ে তিনি ছবি তুললেন৷ শুভেচ্ছা জানালেন৷
অর্থাৎ দিয়া মুখোপাধ্যায়৷ আদৃত ও কৌশাম্বির মাঝে দাঁড়িয়ে তিনি ছবি তুললেন৷ শুভেচ্ছা জানালেন৷
advertisement
7/7
এরপর সকলের সঙ্গে ফোটোও তুললেন দিয়া৷ আদৃত-কৌশাম্বির বিয়ে যেন মিঠাই পরিবারের গেটটুগেদার ছিল!
এরপর সকলের সঙ্গে ফোটোও তুললেন দিয়া৷ আদৃত-কৌশাম্বির বিয়ে যেন মিঠাই পরিবারের গেটটুগেদার ছিল!
advertisement
advertisement
advertisement